ঢাকা   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ৯ আশ্বিন ১৪৩১
দুঃস্বপ্নের যুক্তরাষ্ট্রেই বাংলাদেশ গড়ল তিনটি রেকর্ড

এত প্রাপ্তির পরও স্বস্তি কোথায়?

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২৭ মে ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৭ মে ২০২৪, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে ফিরে তাকালে দুঃস্মৃতিই উঁকি দিবে বাংলাদেশের মনে। আনকোড়া আমেরিকানদের কাছে টানা দুই ম্যাচে হেরে সিরিজ খুইয়েছে নাজমুল হোসেন শান্তর দল। তবে রেকর্ডবুকে সিরিজের শেষ টি-টোয়েন্টি আলাদা জায়গা দখল করে নিয়েই থাকবে টাইগারদের জন্য। বাংলাদেশের ক্রিকেটে এতদিন যা ঘটেনি, এই এক ম্যাচেই সেরকম তিনটি রেকর্ডের দেখা পেয়েছে লাল-সবুজের দল। টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে এদিন একটি উইকেটও না হারিয়ে বাংলাদেশ কোনো টি-টোয়েন্টিতে জিতেছে, তা হয়নি কখনোই। সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমের ব্যাটে গতপরশু রাতে ১০ উইকেটের প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। বাকি দুটি রেকর্ড হয়েছে বোলিংয়ে।
টি-টোয়েন্টিতে মেডেন ওভারের দেখা মিলে কালেভদ্রেই। ম্যাচের পর ম্যাচ হয়ে যায় মেডেন ওভার ছাড়া। একটি মেডেন দেখলেই তাই আলাদা করে বাহবা দিতে হয় বোলারকে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে একবার নয়, তিনবার সেক্ষেত্রে বাহবার প্রয়োজন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে তিন ওভার মেডেন করেছেন বোলাররা। এই রেকর্ডের সাথে কিপটে বোলিংয়ে আরেকটি প্রথমের দেখা পেয়েছে বাংলাদেশ। ১০ উইকেটে জয় পাওয়া ম্যাচে মুস্তাফিজুর রহমান চার ওভার করে রান দিয়েছেন ১০। রিশাদ হোসেনের ২৪ বলে যুক্তরাষ্ট্র এনেছে মাত্র ৭ রান। বাংলাদেশের সব বোলাররা ভালো করলেও রিশাদ ও মুস্তাফিজ- এই দুজন চার ওভার করেও ১০ রানের বেশি দেননি। কোনো ম্যাচে বাংলাদেশের দুজন এভাবে বোলিংয়ের কোটা পূরণ করেছেন, কিন্তু ১০ রানের বেশি দেননি, এমন ঘটনা এর আগে কখনোই দেখার সৌভাগ্য হয়নি সমর্থকদের।
এই দুই বোলার মেডেন ওভারও করেছেন দুটি। তার সঙ্গে বাংলাদেশের যে আরও একজন রান ছাড়া ওভার করেছেন, তিনি হচ্ছেন তানজিম হাসান সাকিব। ষষ্ঠ ওভার করতে এসে ম্যাচের প্রথম মেডেন করেন কাটার মাস্টার মুস্তাফিজ। এরপর নবম ওভারে রিশাদও কোনো রান দেননি। দ্বাদশ ওভারে তানজিমের ওভার থেকেও স্কোরবোর্ডে রান যোগ করতে পারেননি যুক্তরাষ্ট্রের ব্যাটাররা। টি-টোয়েন্টিতে এক ম্যাচে কোনো দলের সবচেয়ে বেশি মেডেন ওভার করার বিশ্বরেকর্ড জানলে অবশ্য চমকে যেতে পারেন। ২০২৩ সালে কেনিয়ার বোলাররা মালির বিপক্ষে এক ম্যাচেই নিয়েছিলেন নয়টি মেডেন! আর কোনো দেশই এক ম্যাচে পাঁচটির বেশি মেডেন ওভার করতে পারেনি।
তবে কীর্তিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সাকিব আল হাসান। ম্যাচে যুক্তরাষ্ট্রের আন্দ্রিয়েস হাউসকে ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেট পূর্ণ হয় বিশ্বসেরা অলরাউন্ডারের। এর সঙ্গে ব্যাট হাতে তার নামের পাশে রয়েছে ১৪ হাজার ৫১৫ রান। সুদীর্ঘ ক্রিকেট ইতিহাসে সাতশ উইকেট ও ১৪ হাজার রানের ‘ডাবল’ ছোঁয়া একমাত্র ক্রিকেটার সাকিব। এমনকি ছয়শ উইকেট ও ১২ হাজার রানও নেই আর কারও।
বাংলাদেশের প্রথম বোলার হিসেবে তিন সংস্করণ মিলিয়ে সাতশ উইকেট নিলেন সাকিব। সব মিলিয়ে বিশ্বের ১৭তম বোলার তিনি, স্পিনারদের মধ্যে সপ্তম। আর বাঁহাতি স্পিনে তার আগে এই কীর্তি শুধুমাত্র ড্যানিয়েল ভেটোরির।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২২ ম্যাচে সাকিবের ১৪৬তম উইকেট এটি। এই সংস্করণে তার চেয়ে বেশি উইকেট আছে শুধু টিম সাউদির, ১২৩ ম্যাচে ১৫৭টি। দুজনই বোলিং করেছেন সমান ১২০ ইনিংস। এছাড়া টেস্টে ১১৩ ইনিংসে ২৩৭ ও ওয়ানডেতে ২৪১ ইনিংসে সাকিবের শিকার ৩১৭ উইকেট। আর ব্যাট হাতে টেস্টে ১২৩ ইনিংসে ৪ হাজার ৫০৫, ওয়ানডেতে ২৩৪ ইনিংসে ৭ হাজার ৫৭০ ও টি-টোয়েন্টিতে তার সংগ্রহ ১২০ ইনিংসে ২ হাজার ৪৪০ রান।
তবে সাকিবের দিনটি ছোঁ মেরে বাগিয়ে নেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে একটি মেডেনসহ মাত্র ১০ রানে ৬ উইকেট নেন মুস্তাফিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ম্যাচে ৬ উইকেট পেলেন বাংলাদেশের কোনো ক্রিকেটার। ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে বাঁহাতি স্পিনার ইলিয়াস সানির ১৩ রানে ৫ উইকেট ছিল আগের সেরা বোলিং।
সব মিলিয়ে এই সংস্করণে সেরা বোলিংয়ের তালিকায় মুস্তাফিজের অবস্থান সপ্তম। গত বছর চীনের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট নিয়ে সবার ওপরে মালয়েশিয়ার সিয়াজরুল ইদরুস। এই সংস্করণে দ্বিতীয়বার ৫ বা এর বেশি উইকেট পেলেন মুস্তাফিজ। এই কীর্তি গড়া দ্বিতীয় বাংলাদেশি বোলার তিনি। প্রথম জন সেই সাকিব। সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুবার ৫ উইকেট নেওয়া বোলার ১৮ জন।
মুস্তাফিজের তোপে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রানের বেশি করতে পারেনি যুক্তরাষ্ট্র। জবাবে মাত্র ১১.৪ ওভারেই কোনো উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ৪২ বলে ৫৮ রানে অপরাজিত ছিলেন তানজিদ তামিম। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ২৮ বলে ৪৩ রানের ক্যামিও খেলেছেন সৌম্য। তবে ছন্দে ফিরতে একটু দেরিই হয়ে গেল বাংলাদেশ দলের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ হেরেই সিরিজ খুইয়ে ফেলেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে এসে দল পেল সান্ত¡নার এক জয়, তাতে কেবল এড়ানো গেল ধবলধোলাইয়ের লজ্জা। যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে এমন জয়ের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সেরাটা দিতে পারে কি-না শান্তর দল, সেটিই এখন দেখার।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

জয়ের খোঁজে নারী দলের বিশ্বকাপ যাত্রা

জয়ের খোঁজে নারী দলের বিশ্বকাপ যাত্রা

গ্রিসের কাছে নৌকা ডুবে চার অভিবাসীর মৃত্যু

গ্রিসের কাছে নৌকা ডুবে চার অভিবাসীর মৃত্যু

যুক্তরাষ্ট্রে জেলেনস্কির সঙ্গে বৈঠক মোদীর

যুক্তরাষ্ট্রে জেলেনস্কির সঙ্গে বৈঠক মোদীর

সাজেক ভ্যালিতে ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা

সাজেক ভ্যালিতে ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা

যশোরের সাবেক এসপি ও ওসির বিরুদ্ধে থানায় মামলা রেকর্ড

যশোরের সাবেক এসপি ও ওসির বিরুদ্ধে থানায় মামলা রেকর্ড

রাতেও বিমান হামলা, লেবাননে সহস্রাধিক মানুষ হারিয়েছে আশ্রয়

রাতেও বিমান হামলা, লেবাননে সহস্রাধিক মানুষ হারিয়েছে আশ্রয়

তিন সংস্করণ মিলিয়ে বুমরাহ-ই সেরা: স্মিথ

তিন সংস্করণ মিলিয়ে বুমরাহ-ই সেরা: স্মিথ

ড. তাহমিদ আহমেদ গেটস ফাউন্ডেশনের গোলকিপারস চ্যাম্পিয়ন স্বীকৃতি অর্জন

ড. তাহমিদ আহমেদ গেটস ফাউন্ডেশনের গোলকিপারস চ্যাম্পিয়ন স্বীকৃতি অর্জন

কুলাউড়ায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

কুলাউড়ায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

'দেশে ফিরলে সাকিবকে হেনস্তা করা হবে না'

'দেশে ফিরলে সাকিবকে হেনস্তা করা হবে না'

যবিপ্রবিসহ চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

যবিপ্রবিসহ চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারসহ ৩ জনের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারসহ ৩ জনের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান

অধিবেশনে যোগ দেয়ায় ড. ইউনূসকে জাতিসঙ্ঘের শুভেচ্ছা

অধিবেশনে যোগ দেয়ায় ড. ইউনূসকে জাতিসঙ্ঘের শুভেচ্ছা

বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি

বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি

আশুলিয়ায় আজও বন্ধ ৫৫ কারখানা

আশুলিয়ায় আজও বন্ধ ৫৫ কারখানা

লুটপাট-দুর্নীতিই নওফেলের ‘নীতি’ : বিশ্ববিদ্যালয় দখল, নিয়োগ বাণিজ্যে সম্পদ বেড়ে দশগুণ

লুটপাট-দুর্নীতিই নওফেলের ‘নীতি’ : বিশ্ববিদ্যালয় দখল, নিয়োগ বাণিজ্যে সম্পদ বেড়ে দশগুণ

টাকা না ছাপিয়ে, ডলার বিক্রি না করে আর্থিক খাত ঠিক করা হচ্ছে -গোলটেবিল বৈঠকে গভর্নর

টাকা না ছাপিয়ে, ডলার বিক্রি না করে আর্থিক খাত ঠিক করা হচ্ছে -গোলটেবিল বৈঠকে গভর্নর

পৃথিবীর সব স্বৈরাচারকে হাসিনার মত গণঅভ্যুত্থানে পালাতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে কিছুতেই ব্যার্থ হতে দেয়া যাবেনা - কক্সবাজারে সালাহউদ্দিন আহমদ

পৃথিবীর সব স্বৈরাচারকে হাসিনার মত গণঅভ্যুত্থানে পালাতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে কিছুতেই ব্যার্থ হতে দেয়া যাবেনা - কক্সবাজারে সালাহউদ্দিন আহমদ

চাঁবিপ্রবি’র জন্য দীপু মনি গংদের দখলকৃত শত শত একর কৃষিজমি-বসতবাড়ি এখন পতিত ভূমি

চাঁবিপ্রবি’র জন্য দীপু মনি গংদের দখলকৃত শত শত একর কৃষিজমি-বসতবাড়ি এখন পতিত ভূমি