আয়ারল্যান্ডকে হারিয়ে কানাডার প্রথম
০৯ জুন ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ০৯ জুন ২০২৪, ১২:০৮ এএম
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে এসে প্রথম ম্যাচেই দারুণ লড়াই করেছিল কানাডা। অ্যারন জোন্সের অতিমানবীয় ইনিংসে যুক্তরাষ্ট্রের কাছে হারতে হয় তাদের। তবে দ্বিতীয় ম্যাচেই কাক্সিক্ষত জয় তুলে নিয়েছে তারা। তাও আবার টেস্ট খেলুড়ে দল আয়ারল্যান্ডের বিপক্ষে। নিকলাস কির্টন ও শ্রেয়াস মোভার দায়িত্বশীল ব্যাটিংয়ের পর বোলারদের অসাধারণ নৈপুণ্যে নতুন ইতিহাস গড়ে দলটি। গতপরশু রাতে নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে আয়ারল্যান্ডকে ১২ রানে হারিয়েছে কানাডা। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৭ রান করে তারা। জবাবে নিজেদের নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৫ রানের বেশি করতে পারেনি আইরিশরা।
লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা একেবারে খারাপ করেনি আয়ারল্যান্ড। ২৬ রানের ওপেনিং জুটি গড়ে দলটি। তবে অধিনায়ক পল স্টার্লিংকে বিদায় করে ঘুরে দাঁড়ায় কানাডা। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট তুলে নেয় তারা। ফলে দলীয় ৫৯ রানেই প্রথম সারির ছয় উইকেট হারিয়ে বড় চাপে পড়ে আইরিশরা। তবে সপ্তম উইকেটে মার্ক অ্যাডাইরকে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন জর্জ ডকরেল। ৬২ রানের দারুণ এক জুটি গড়ে জয়ের সম্ভাবনাও তৈরি করেছিলেন এ দুই ব্যাটার। তবে শেষ ওভারে যখন ১৭ রানের প্রয়োজন তখন জেরেমি গর্ডনের দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪ রানের বেশি করতে পারেনি আয়ারল্যান্ড। ফলে প্রথম জয়ের স্বাদ পায় কানাডা।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেন আট নম্বরে নামা অ্যাডাইর। ২৪ বলে ৩টি চার ও ১টি ছক্কায় এই রান করেন তিনি। ২৩ বলে ২টি চার ও ১টি ছক্কায় ৩০ রানে অপরাজিত থাকেন ডকরেল। অ্যান্ডি বিলবার্নির ব্যাট থেকে আসে ১৭ রান। কানাডার পক্ষে ২টি করে উইকেট পান গর্ডন ও ডিলন হেইলাইগার।
এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি কানাডার। দলীয় ১২ রানেই নাভনিত ঢালিওয়ালের বিদায়ে ভাঙে ওপেনিং জুটি। ৫৩ রানের মধ্যে অ্যারন জনসন, পরগত সিং ও দিলপ্রিত বাজওয়াকেও হারিয়ে চাপে পড়ে যায় দলটি। এরপর উইকেটরক্ষক ব্যাটার শ্রেয়াস মোভাকে নিয়ে দলের হাল ধরেন নিকলাস কির্টন। পঞ্চম উইকেটে ৭৫ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। তাতেই লড়াইয়ের পুঁজি পেয়ে যায় কানাডা। ৩৫ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস খেলেন কির্টন। নিজের ইনিংসটি সাজান ৩টি চার ও ২টি ছক্কায়। ৩৬ বলে ৩টি চারের সাহায্যে ৩৭ রান করেন মোভা। পরগত করেন ১৮ রান। আয়ারল্যান্ডের পক্ষে ২টি করে উইকেট পান ক্রেইগ ইয়ং ও ব্যারি ম্যাককার্থি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইংরেজি নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার নির্দেশ
ইন্টারপোলের তালিকায় হাসিনার নাম যুক্ত হওয়া নিয়ে যা জানা গেল, খোঁজা হচ্ছে আরও যেসব বাংলাদেশিকে
দক্ষিণ কোরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন ভোট, মুদ্রার মান পতন
কটিয়াদীতে তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
জাহাজে ছেলে হত্যা: শোকে মারা গেলেন বাবা
ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে বিজিবি’র হাতে ১৬ বাংলাদেশি আটক
সৈয়দপুরে রাস্তা সংস্কারে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগে কাজ বন্ধ করে দিলো ছাত্ররা
শার্শায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপে সংঘর্ষ
ইউক্রেনে আহত উত্তর কোরীয় এক সেনা আটক
টাকা খেয়ে আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে ভারতের মিডিয়া : সারজিস
বাংলাদেশের সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র : জাতীয় নাগরিক কমিটি
সিরিয়ার সাবেক বিচারপতিকে গ্রেপ্তার করেছে প্রশাসন
ফেসবুকে কাকে ননসেন্স বললেন শবনম বুবলী
বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় আবারো প্রবাসী বাংলাদেশি অধ্যাপক সাইদুর
পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ. লীগের ‘ভাইরাল নেত্রী’ কাবেরী
সাঁথিয়ায় করিমনে ট্রাকের ধাক্কায় তিন কৃষিশ্রমিক নিহত, আহত ৫
ঢাকার সাথে আর কোনও সমস্যা বাড়াতে চায় না নয়াদিল্লি: দ্য হিন্দু
যুক্তরাষ্ট্রে বিপজ্জনক সামুদ্রিক ঢেউ ও টর্নেডোর আঘাত, এক জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে সাগরে আটকা পড়া ৭২ পর্যটক উদ্ধার
‘ইন্ডিয়া’ থেকে কংগ্রেসের বহিষ্কার চায় কেজরিওয়ালের দল!