উগান্ডাকে সর্বনিম্ন রানে গুটিয়ে রেকর্ড ব্যবধানে জিতল উইন্ডিজ
০৯ জুন ২০২৪, ০৯:৩৩ এএম | আপডেট: ০৯ জুন ২০২৪, ১০:১৮ এএম
ধারে-ভারে দুই দলের পার্থক্যটা প্রকাশ পেল মাঠের পারফরম্যান্সেও। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের সামনে দাঁড়াতেই পারল না প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা উগান্ডা। আইসিসির সহযোগি দেশটিকে সর্বনিম্ন রানে গুটিয়ে রেকর্ড ব্যবধানে জয় তুলে নিল উইন্ডিজ।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ১৮তম ম্যাচে বাংলাদেশ সময় রোববার সকালে উগান্ডাকে ১৩৪ রানে হারায় ওয়েস্ট ইন্ডিজ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের ব্যবধানে এটিই তাদের সবচেয়ে বড় জয়। আগের বড় জয়টি ছিল পাকিস্তানের বিপক্ষে, ৮৪ রানে।
বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রানের জয়ও এটি। সবচেয়ে বেশি রানের জয়টি শ্রীলঙ্কার। ২০০৭ বিশ্বকাপে কেনিয়াকে ১৭২ রানে হারিয়েছিল তারা।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়াকে ১৭৪ রানের লক্ষ্যে স্রেফ ৩৯ রানে গুটিয়ে যায় উগান্ডা। ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে যা যৌথ সর্বনিম্ন সংগ্রহ। এর আগে এই তালিকায় একাই শীর্ষে ছিল নেদারল্যান্ডস। ২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ রানে অলআউট হয়েছিল ডাচরা।
আগের ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পাওয়া উগান্ডা কঠিন বাস্তবতা টের পেল পরের ম্যাচেই। বড় রান তাড়ায় দ্বিতীয় বলেই উইকেট হারানো শুরু। এরপর উইকেট হারাতেই থাকে তারা। ২৫ রানে অষ্টম উইকেট হারানোর পর আসে তাদের ইনিংস সর্বোচ্চ ৯ রানের জুটি। এসময় তাদের ইনিংসে একমাত্র দুই অঙ্ক স্পর্শ করা ইনিংসটি খেলেন জুমা মিয়াগি। ২০ বলে ১৩ রানে অপরাজিত থেকে যান তিনি।
আকিল হোসেনের কোনো জবাবই ছিল না আফ্রিকার দেশটির কাছে। বাঁহাতি এই স্পিনার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথমবার পেয়েছেন ৫ উইকেট। ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৫ উইকেট নেন আকিল। টি–টোয়েন্টি বিশ্বকাপে এটি ওয়েস্ট ইন্ডিজের কোনো বোলারের প্রথম পাঁচ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি ষষ্ঠ সেরা বোলিং ফিগার। পাঁচটি উইকেটই নিয়েছেন ফিল্ডারদের সহায়তা ছাড়াই। তাঁর ৫টি উইকেটের তিনটি এলবিডব্লিউ, দুটি বোল্ড।
৩ ওভারে ৬ রানে ২টি নেন আলজারি জোসেফ। একটি করে শিকার ধরেন বাকি তিন বোলার রোমারিও শেফার্ড, আন্দ্রে রাসেল ও গুডাকেশ মোটি।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজকে ভালো শুরু এনে দেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার। ব্রেন্ডন কিং ও জনসন চার্লস গড়েন ২৭ বলে ৪১ রানের জুটি। কিং করেন ৮ বলে ১৩ রান। চার্লস করেছেন ৪২ বলে ৪৪। ব্যাটিং অনুশীলনটা ভালোই করেছেন নিকোলাস পুরান-রাসেলরা। পুরান করেছেন ১৭ বলে ২২ রান, অধিনায়ক রোভম্যান পাওয়েল ১৮ বলে ২৩। রাসেল অপরাজিত ছিলেন ১৭ বলে ৩০ রানে।
নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। টানা দুই জয়ের পরও ‘সি’ গ্রুপের শীর্ষে নয় ক্যারিবীয়রা। দুই জয়ে তাদের চেয়ে ভালো নেট রান রেটে শর্ষে আফগানিস্তান।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৭৩/৫ (চার্লস ৪৪, রাসেল ৩০, পাওয়েল ২৩, রাদারফোর্ড ২২, কিং ১৩; মাসাবা ৪-০-৩১-২, রামজানি ৩-০-১৬-১, নাকরানি ৩-০-২০-১, কিয়েউতা ৪-০-৪২-১)।
উগান্ডা: ১২ ওভারে ৩৯/১০ (জুমা মিয়াজি ১৩*, ওবুয়া ৬; আকিল ৪-০-১১-৫, শেফার্ড ২-০-৯-১, রাসেল ১-০-৪-১, জোসেফ ৩-০-৬-২, মোতি ২-০-৬-১)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ১৩৪ রানে জয়ী।
ম্যাচসেরা: আকিল হোসেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
ইংরেজি নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার নির্দেশ
ইন্টারপোলের তালিকায় হাসিনার নাম যুক্ত হওয়া নিয়ে যা জানা গেল, খোঁজা হচ্ছে আরও যেসব বাংলাদেশিকে
দক্ষিণ কোরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন ভোট, মুদ্রার মান পতন
কটিয়াদীতে তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
জাহাজে ছেলে হত্যা: শোকে মারা গেলেন বাবা
ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে বিজিবি’র হাতে ১৬ বাংলাদেশি আটক
সৈয়দপুরে রাস্তা সংস্কারে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগে কাজ বন্ধ করে দিলো ছাত্ররা
শার্শায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপে সংঘর্ষ
ইউক্রেনে আহত উত্তর কোরীয় এক সেনা আটক
টাকা খেয়ে আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে ভারতের মিডিয়া : সারজিস
বাংলাদেশের সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র : জাতীয় নাগরিক কমিটি
সিরিয়ার সাবেক বিচারপতিকে গ্রেপ্তার করেছে প্রশাসন
ফেসবুকে কাকে ননসেন্স বললেন শবনম বুবলী
বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় আবারো প্রবাসী বাংলাদেশি অধ্যাপক সাইদুর
পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ. লীগের ‘ভাইরাল নেত্রী’ কাবেরী
সাঁথিয়ায় করিমনে ট্রাকের ধাক্কায় তিন কৃষিশ্রমিক নিহত, আহত ৫
ঢাকার সাথে আর কোনও সমস্যা বাড়াতে চায় না নয়াদিল্লি: দ্য হিন্দু
যুক্তরাষ্ট্রে বিপজ্জনক সামুদ্রিক ঢেউ ও টর্নেডোর আঘাত, এক জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে সাগরে আটকা পড়া ৭২ পর্যটক উদ্ধার