ঢাকা   বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ১০ আশ্বিন ১৪৩১
হৃদয়-মুস্তাফিজের বড় লাফ

এক ধাক্কায় পাঁচে নামলেন সাকিব

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১৩ জুন ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ১৩ জুন ২০২৪, ১২:০৯ এএম

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের। ব্যাটিং কিংবা বোলিং কোনো বিভাগেই জ্বলে উঠতে পারছেন না তিনি। তার প্রভাব পড়েছে আইসিসি র‌্যাঙ্কিংয়ে। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়ে এক ধাক্কায় পাঁচে নেমে গেছেন তিনি। গতকাল পুরুষ ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। সেখানে সাকিবকে হটিয়ে টি-টোয়েন্টির অলরাউন্ডারদের শীর্ষে উঠে এসেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। শুধু তাই নয় সাকিবের আগে রয়েছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও জিম্বাবুয়ের সিকান্দার রাজাও। তবে স্বস্তির খবর, বোলারদের তালিকায় ১০ ধাপ এগিয়েছেন মুস্তাফিজুর রহমান, ব্যাটসম্যানদের মধ্যে বড় লাফ দিয়েছেন তাওহীদ হৃদয়।
গত সপ্তাহে শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেটে জেতা ম্যাচে ব্যাট হাতে কেবল ৮ রান করেন সাকিব। আর বোলিংয়ে ৩০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ রানে হেরে যাওয়া ম্যাচে মাত্র এক ওভার বল করে উইকেট পাননি সাকিব। ব্যাট হাতে করেন মাত্র ৩ রান। তাতেই ১৫ রেটিং পয়েন্ট হারিয়ে পাঁচে নেমে যান সাকিব। তার রেটিং পয়েন্ট এখন ২০৮। প্রায় এক যুগ পর টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে পাঁচে নেমে এলেন সাকিব। সবশেষ ২০১২ সালের ২৫ সেপ্টেম্বর র‌্যাঙ্কিংয়ের পাঁচে নেমেছিলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলা জিম্বাবুয়ের সিকান্দার রাজাও উঠে যান ওপরে।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের মধ্যে মুস্তাফিজ আছেন সবার ওপরে, ত্রয়োদশ স্থানে। শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ রানে ৩ উইকেট নেন এই পেসার। দক্ষিণ আফ্রিকা ম্যাচে উইকেট না পেলেও রান দেন কেবল ১৮ রান। ওই দুই ম্যাচে দুটি করে উইকেট নেওয়া আরেক পেসার তাসকিন আহমেদের অগ্রগতি ৮ ধাপ, অবস্থান ১৯তম। লঙ্কানদের বিপক্ষে ৩ উইকেট নেওয়া লেগ স্পিনার রিশাদ হোসেন প্রোটিয়াদের বিপক্ষে নেন একটি। ২৪ ধাপ এগিয়ে তিনি আছেন ৩০তম স্থানে। বড় লাফ দিয়ে সেরা একশ জনের মধ্যে ঢুকেছেন তানজিম হাসান সাকিব। ওই দুই ম্যাচে ৪ উইকেট নেওয়া এই পেসারের উন্নতি ১০৮ ধাপ! আছেন যৌথভাবে ৯৮তম স্থানে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে ৪০ ও ৩৭ রানের গুরুত্বপূর্ণ দুটি ইনিংস খেলে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়েছেন হৃদয়। বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান আছেন ২৭তম স্থানে। এই সংস্করণে দেশের ব্যাটসম্যানদের মধ্যে তার ওপরে নেই আর কেউ। ব্যাটসম্যানদের তালিকায় যথারীতি শীর্ষে ভারতের সুরিয়াকুমার ইয়াদাভ ও দুইয়ে ইংল্যান্ডের ফিল সল্ট। এক ধাপ এগিয়ে পাকিস্তানের বাবর আজম এখন তিনে। দুই ধাপ উন্নতি করে ইংলিশ অধিনায়ক জস বাটলারের অবস্থান পঞ্চম। অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড ৬ ধাপ উন্নতি করে আছেন ঠিক দশম স্থানে। আফগানিস্তানের রাহমানউল্লাহ গুরবাজের অগ্রগতি ৮ ধাপ, অবস্থান দ্বাদশ।
বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ তিনের সবাই লেগ স্পিনার। আগের মতোই এক ও দুই নম্বরে ইংল্যান্ডের আদিল রাশিদ ও শ্রীলঙ্কা ওয়ানিন্দু হাসারাঙ্গা। চার ধাপ এগিয়ে তিন নম্বরে আফগানিস্তানের রাশিদ খান। চার ধাপ এগিয়ে দক্ষিণ আফ্রিকার আনরিখ নরকিয়া আছেন চারে। ৬ ধাপ উন্নতি করে যৌথভাবে তার সঙ্গে আফগানিস্তানের ফাজালহাক ফারুকি। অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে ফিরেছেন মোহাম্মদ নাবি। নিউজিল্যান্ডকে ৮৪ রানে হারানোর ম্যাচে ব্যাটিংয়ে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পাওয়া নাবি বল হাতে ছিলেন উজ্জ্বল। ১৬ রান দিয়ে নেন দুই উইকেট। এই পারফরম্যান্সে অলরাউন্ডার দুই ধাপ এগিয়েছেন তিনি। তার রেটিং পয়েন্ট ২৩১।
বিশ্বকাপে অলরাউন্ড পারফরম্যান্সে নিজেকে একের পর এক ম্যাচে মেলে ধরে র‌্যাঙ্কিং উন্নতি করেছেন মার্কাস স্টয়নিস। তিন ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। ওমানের বিপক্ষে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলার পর বল হাতে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন স্টয়নিস। পরে ইংল্যান্ডের বিপক্ষে করেন ৩০ রান, মিডিয়াম পেসে উইকেট নেন একটি।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

পাকিস্তান দলে ফিরলেন ৩৭ বছর বয়সী নোমান

পাকিস্তান দলে ফিরলেন ৩৭ বছর বয়সী নোমান

বদলে গেল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু

বদলে গেল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু

লিগ কাপে সিটি ও চেলসির জয়

লিগ কাপে সিটি ও চেলসির জয়

আনচেলত্তির মাইলফলক ম্যাচ জয়ে রাঙাল রিয়াল

আনচেলত্তির মাইলফলক ম্যাচ জয়ে রাঙাল রিয়াল

৩০ পেরোনোর আগেই ফুটবলকে বিদায় বলে দিলেন জিদানপুত্র

৩০ পেরোনোর আগেই ফুটবলকে বিদায় বলে দিলেন জিদানপুত্র

ব্রুকের সেঞ্চুরিতে অজিদের জয়রথ থামিয়ে টিকে থাকল ইংল্যান্ড

ব্রুকের সেঞ্চুরিতে অজিদের জয়রথ থামিয়ে টিকে থাকল ইংল্যান্ড

বাংলাদেশকে পূর্ণ সমর্থন বাইডেনের

বাংলাদেশকে পূর্ণ সমর্থন বাইডেনের

পাবর্ত্য চট্টগ্রামে দুর্গম পাহাড়ি সেনা ক্যাম্প পরিদর্শন সেনা প্রধানের

পাবর্ত্য চট্টগ্রামে দুর্গম পাহাড়ি সেনা ক্যাম্প পরিদর্শন সেনা প্রধানের

নিউইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিউইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আম্মু তোমাকেও আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে

আম্মু তোমাকেও আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে

দেশের মাজার রক্ষা করতে হাইকোর্টের নির্দেশ

দেশের মাজার রক্ষা করতে হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশের অর্থনীতির জন্য চীন খুবই গুরুত্বপূর্ণ: উপদেষ্টা সাখাওয়াত

বাংলাদেশের অর্থনীতির জন্য চীন খুবই গুরুত্বপূর্ণ: উপদেষ্টা সাখাওয়াত

ক্ষোভ বাড়ছে ভারতে

ক্ষোভ বাড়ছে ভারতে

ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে গেলেন ড. ইউনূস

ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে গেলেন ড. ইউনূস

সোনারগাঁওয়ে তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা, আহত ৮

সোনারগাঁওয়ে তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা, আহত ৮

বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য চায় পবিপ্রবির গ্রাজুয়েটবৃন্দ

বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য চায় পবিপ্রবির গ্রাজুয়েটবৃন্দ

হামজাকে পাওয়ার আরও কাছে বাংলাদেশ

হামজাকে পাওয়ার আরও কাছে বাংলাদেশ

বান্দরবানে জামাতুল আনসারের ৩১ সদস্য কে ৪ মামলায় জামিন

বান্দরবানে জামাতুল আনসারের ৩১ সদস্য কে ৪ মামলায় জামিন

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

সকল অপকর্মে জড়িতদের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে -চকরিয়ায় নারী সমাবেশে বক্তারা

সকল অপকর্মে জড়িতদের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে -চকরিয়ায় নারী সমাবেশে বক্তারা