ঢাকা   বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ১০ আশ্বিন ১৪৩১

মাহমুদউল্লাহকে আরো অনেকদিন চান সাকিব

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১৫ জুন ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ১৫ জুন ২০২৪, ১২:১৩ এএম

ম্যাচসেরা হওয়ার পর সাকিব আল হাসানের সংবাদ সম্মেলন। স্বাভাবিকভাবেই তার পারফরম্যান্স এবং দলের বিষয়-আশয়ই উঠে আসার কথা। উঠেছেও। এক ফাঁকে উঠল মাহমুদউল্লাহর প্রসঙ্গও। ম্যাচ-সংশ্লিষ্ট কিছু নয়। এক সংবাদকর্মী সাকিবকে জিজ্ঞেস করলেন, ‘মাহমুদউল্লাহ আর কত দিন বাংলাদেশের হয়ে খেলবেন বলে আপনার মনে হয়?’ প্রশ্নকর্তা সংবাদকর্মী নিশ্চয়ই টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদউল্লাহয় চোখ রাখছেন। সেটি শুধু তার পারফরম্যান্সে নয়, বেড়ে চলা বয়সেও। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ জয়ে ১৩ বলে ১৬ রানের অপরাজিত এক ইনিংস খেলেছিলেন মাহমুদউল্লাহ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের ম্যাচে হারলেও মাহমুদউল্লাহর ২৭ বলে ২০ রানের ইনিংসটি গুরুত্বপূর্ণ ছিল।

বাংলাদেশ শেষ দুই বলে ৬ রানের সমীকরণে ১৯.৫ ওভারে মাহমুদউল্লাহর শটটি ক্যাচ না হয়ে ছক্কা হয়ে গেলে ওই ম্যাচেও নায়ক বনে যেতেন। গতপরশু নেদারল্যান্ডসের বিপক্ষেও ২১ বলে ২৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার। আসলে মাহমুদউল্লাহ যে পজিশনে ব্যাট করেন, সেই জায়গাটাই গুরুত্বপূর্ণ। রান তাড়ায় হয় ম্যাচ শেষ করে আসতে হয় কিংবা আগে ব্যাট করলে দলকে ভালো সংগ্রহ এনে দিতে হয়। কিন্তু কালে কালে মাহমুদউল্লাহর বয়স তো আর কম হলো না! সাকিবের কাছে প্রশ্নকর্তা তাই জানতে চাইলেন, বাংলাদেশের জন্য মাহমুদউল্লাহ আর কত দিন? সাকিব এদিন সম্ভবত যে প্রশ্নের উত্তর যতটুকু, শুধু সেটুকুই বলার মুডে ছিলেন। বাড়তি কোনো কথা পারতপক্ষে বলেননি। মাহমুদউল্লাহকে নিয়ে এই প্রশ্নের জবাবেও একই পথে হেঁটেছেন, ‘যত দিন উনি ফিট থাকেন এবং দলের জন্য পারফর্ম করবেন। আমার বিশ্বাস, মাহমুদউল্লাহ আরও অনেক দিন খেলবেন। তিনি দলের অন্যতম ফিট খেলোয়াড়। খুব ভালো ব্যাটিং করছেন, বোলিংয়েও অবদান রাখছেন।’

বাংলাদেশের ১৫৯ রান তাড়া করতে নেমে জয়ের জন্য শেষ ৮ ওভারে হাতে ৭ উইকেট রেখে ৭২ রান দরকার ছিল নেদারল্যান্ডসের। এখান থেকে রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান দারুণ বোলিং করেছেন বলে মনে করেন সাকিব। এই ৮ ওভারের মধ্যে ২টি করে মোট ৪ ওভার বোলিং করেন রিশাদ ও মুস্তাফিজ। রিশাদ নিজের ২ ভারে ১৪ রানে নিয়েছেন ৩ উইকেট। এর মধ্যে এক ওভারেই নিয়েছেন ২টি উইকেট। মুস্তাফিজ তার ২ ওভারে মাত্র ৪ রানে নিয়েছেন ১ উইকেট। সাকিব বলেছেন, ‘(ম্যাচের) দ্বিতীয় ভাগে (নেদারল্যান্ডসের ইনিংসে) ব্যাটিংয়ের জন্য উইকেট একটু সহজ হয়ে এসেছে বলে মনে হয়। বোলাররা দারুণ করেছে। বিশেষ করে মুস্তাফিজ ও রিশাদ। শেষ ৮ ওভারে তারা যেভাবে বল করেছে, এই ৮ ওভারের মধ্যে তারা ৪ ওভার বোলিং করেছে। রান না দিয়ে সম্ভবত ৪-৫টি উইকেট নিয়েছে। আমার মনে হয় এটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।’

রিশাদকে নিয়ে আলাদা করেও প্রশ্ন করা হয়। বাংলাদেশ অনেক দিন ধরেই একজন লেগ স্পিনার খুঁজছিল- এই প্রসঙ্গ মনে করিয়ে দিয়ে সাকিবের কাছে জানতে চাওয়া হয় একজন লেগ স্পিনার এবং ‘ইমপ্যাক্ট’ (ম্যাচ ঘুরিয়ে দেওয়া) খেলোয়াড় হিসেবে রিশাদের প্রতি কি বার্তা দেবেন? সাকিবের উত্তর, ‘খুবই ভালো করছে। নতুন হিসেবে আমার মনে হয় সে যেভাবে নিজের জাতটা চেনাচ্ছে, সেটা খুবই ভালো। তবে আমি মনে করি, এখানে সবারই অবদান আছে। বিশেষ করে পুরো বোলিং বিভাগেরই।’

গ্রুপ পর্বে ১৭ জুন নেপালের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। সুপার এইটে উঠতে এই ম্যাচটি জিততেই হবে বাংলাদেশকে। ম্যাচটি আবার বাংলাদেশের সময় অনুযায়ী ঈদের দিন অনুষ্ঠিত হবে। সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল, নেপালের বিপক্ষে ম্যাচটি জিতে দেশবাসীকে ঈদের আনন্দ উপহার দিতে চান কি না? সাকিব বলেছেন, ‘নেপালের ম্যাচটি গুরুত্বপূর্ণ। জিততে পারলে আমরা দ্বিতীয় রাউন্ডে (সুপার এইট) যাব। আমাদের জন্য অনেক বড় একটা অর্জন হবে। স্বাভাবিকভাবেই আমরা মুখিয়ে আছি সামনের ম্যাচের জন্য। আশা করি, ঈদের দিনে আমরা মানুষের মুখে হাসি ফোটাতে পারব।’


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

জাস্টিন ট্রুডোর সাথে বৈঠক করেছেন ড. ইউনূস

জাস্টিন ট্রুডোর সাথে বৈঠক করেছেন ড. ইউনূস

চীন-সুইস অবাধ বাণিজ্য চুক্তির আপগ্রেড আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু

চীন-সুইস অবাধ বাণিজ্য চুক্তির আপগ্রেড আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু

২৬ সেপ্টেম্বর নিয়ে কেন এত আগ্রহ?

২৬ সেপ্টেম্বর নিয়ে কেন এত আগ্রহ?

সেপ্টেম্বরের ২৪ দিনেই ডেঙ্গু রোগী আট মাসের চেয়ে বেশি

সেপ্টেম্বরের ২৪ দিনেই ডেঙ্গু রোগী আট মাসের চেয়ে বেশি

যশোর শহরে এক দোকানীকে মারপিট ও ৫ লাখ টাকা চাঁদা দাবি : থানায় অভিযোগ

যশোর শহরে এক দোকানীকে মারপিট ও ৫ লাখ টাকা চাঁদা দাবি : থানায় অভিযোগ

ভারতীয় সাংবাদিকদের জোরপূর্বক ড. ইউনূসের লিফটে ঢোকার চেষ্টা...

ভারতীয় সাংবাদিকদের জোরপূর্বক ড. ইউনূসের লিফটে ঢোকার চেষ্টা...

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ড. ইউনূসের সাক্ষাৎ

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ড. ইউনূসের সাক্ষাৎ

ফলে গেল মাস্কের ভবিষ্যদ্বাণী, অলিম্পিকে রুপাজয়ী শুটার এখন ‘ভিলেন’

ফলে গেল মাস্কের ভবিষ্যদ্বাণী, অলিম্পিকে রুপাজয়ী শুটার এখন ‘ভিলেন’

যশোরে নিখোঁজ সবিতা রানীর লাশ সেফটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করছে পুলিশ

যশোরে নিখোঁজ সবিতা রানীর লাশ সেফটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করছে পুলিশ

এক রকেটে আটটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠালো চীন

এক রকেটে আটটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠালো চীন

আবু সাঈদের মৃত্যুর কারণ মাথার আঘাত নয়- ডা. রজিবুল

আবু সাঈদের মৃত্যুর কারণ মাথার আঘাত নয়- ডা. রজিবুল

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন গ্রেপ্তার

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন গ্রেপ্তার

বাংলাদেশকে সেমিতে তুলল ভারত

বাংলাদেশকে সেমিতে তুলল ভারত

গেইলের ছক্কার রেকর্ড ভাঙলেন পুরান, হুমকিতে রিজওয়ানের রেকর্ডও

গেইলের ছক্কার রেকর্ড ভাঙলেন পুরান, হুমকিতে রিজওয়ানের রেকর্ডও

পাকিস্তান দলে ফিরলেন ৩৭ বছর বয়সী নোমান

পাকিস্তান দলে ফিরলেন ৩৭ বছর বয়সী নোমান

বদলে গেল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু

বদলে গেল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু

লিগ কাপে সিটি ও চেলসির জয়

লিগ কাপে সিটি ও চেলসির জয়

আনচেলত্তির মাইলফলক ম্যাচ জয়ে রাঙাল রিয়াল

আনচেলত্তির মাইলফলক ম্যাচ জয়ে রাঙাল রিয়াল

৩০ পেরোনোর আগেই ফুটবলকে বিদায় বলে দিলেন জিদানপুত্র

৩০ পেরোনোর আগেই ফুটবলকে বিদায় বলে দিলেন জিদানপুত্র

ব্রুকের সেঞ্চুরিতে অজিদের জয়রথ থামিয়ে টিকে থাকল ইংল্যান্ড

ব্রুকের সেঞ্চুরিতে অজিদের জয়রথ থামিয়ে টিকে থাকল ইংল্যান্ড