স্মিথ-ম্যাক্সওয়েল ঝড়ে রেকর্ড গড়ে মেজর লিগে চ্যাম্পিয়ন ওয়াশিংটন
২৯ জুলাই ২০২৪, ১০:০৩ এএম | আপডেট: ২৯ জুলাই ২০২৪, ১০:২৬ এএম
ব্যাট হাতে ঝড় তুললেন স্টিভেন স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েল। রেকর্ড পুঁজি নিয়ে পরে বল হাতে আলো ছড়ালেন মার্কো ইয়েনসেন, অ্যান্ড্রু টাই, রাচিন রবীন্দ্ররা। প্রথমবার ফাইনালে উঠেই সান ফ্রান্সিসকো ইউনিকর্নসকে উড়িয়ে মেজর লিগ ক্রিকেটে শিরোপা জিতে নিল ওয়াশিংটন ফ্রিডমস।
যুক্তরাষ্ট্রে ডলাসে বাংলাদেশ সময় সোমবার সকালের ইউনিকর্নসকে ৯৬ রানে হারিয়ে মুকুট জিতে নেয় ওয়াশিংটন। ২০৮ রানের রেকর্ড লক্ষ্য তাড়ায় ১৬ ওভারে স্রেফ ১১১ রানে গুটিয়ে যায় সান ফ্রান্সিকো।
৫২ বলে ৮৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচ অব দা ফাইনাল স্মিথ।
মেজর লিগ ক্রিকেটের এটি দ্বিতীয় আসর। গত বছর প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল নিউ ইয়র্ক। ছয় দলের এই প্রতিযোগিতায় এবার চারে থেকে আসর শেষ করেছে তারা। বাংলাদেশের সাকিব আল হাসানের খেলা লস অ্যাঞ্জেলস সাইট রাইডার্স পাঁচে থেকে আসর শেষ করে।
ডলাসের গ্রান্ড প্রেইরি স্টেডিয়ামে এদিন রান তাড়ায় বড় কোনো জুটিই গড়তে পারেনি সান ফ্রান্সিসকো। তৃতীয় ওভারে জ্যাক ফেজার-ম্যাকার্ককে হারিয়ে শুরু, এরপর নিয়মিতভাবে উইকেট হারায় তারা। তাদের ছয় ব্যাটার দুই অঙ্গে পৌঁছালেও ২০ স্পর্শ করতে পেরেছেন কেবল দশ নম্বর ব্যাটার কার্মি লে রক্স (১০ বলে ২০*)। ঝড় তুলতে পারেননি অ্যালেন ফিন (১৩ বলে ১৩), জশ ইংলিশ (১১ বলে ১৮), ফেরফান রাদারফোর্ড (৯ বলে ৪), কোরি অ্যান্ডারসন (২ বলে ০), প্যাট কামিন্সরা (৭ বলে ১৩)।
ওয়াশিংটনের বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি। ৪ ওভারে ২৩ রানে ৩টি শিকার ধরেন রবীন্দ্র। টপ অর্ডারে আঘাত হানান ইয়ানসেন ২৮ রানে নেন ৩ উইকেট। ১২ রানে দুটি শিকার ধরেন টাই।
টস হেরে বল বেছে নিয়ে শুরুটা ভালোই করেছিল সান ফ্রান্সিকো। দ্বতীয় ওভারেই জাতীয় দলের সতীর্থ ট্রাভিস হেডকে ফেরান প্যাট কামিন্স। পাওয়ার প্লের মধ্যে ফেরেন আন্দ্রিস গুসও। তবে অন্য প্রান্তে শুরুতে লড়াই চালিয়ে যান ওপেনার স্মিথ। শুরুতে টাইমিং পেতে লড়াই করলেও কিংবদন্তি ব্যাটারদের মতো পরে ঠিকই জাত চেনান তিনি। ১৭তম ওভারে আউট হওয়ার আগে খেলেন ৫২ বলে ৭টি চার ও ৬ ছক্কায় ৮৮ রানের ইনিংস।
উইকেটের পিছনে কামিন্সের শিকার হওয়ার আগে চতুর্থ উইকেটে ম্যাক্সওয়েলকে নিয়ে ৩৯ বলে ৮৩ রানের জুটি গড়েন স্মিথ। ম্যাক্সওয়েল খেলেছেন ম্যাক্সওয়েলীয় ইনিংস। ২২ বলে ৪ ছক্কা ও ১ চারে ৪০ রান আসে তার ব্যাট থেকে। মুক্তার আহমেদ ৯ বলে ১৯ ও ওবাস পিয়েনার ৯ বলে ১৩ রানে অপরাজিত থাকেন।
৪ ওভারে ৩৫ রানে ২ উইকেট নিয়ে সান ফ্রান্সিসকোর সেরা বোলার কামিন্স। বাকি বোলাররা রান বিলিয়েছেন ওভারপ্রতি দশের উপরে।
এদিন ৪ ওভারে ৩৩ রানে ১ উইকেট নিয়েছেন সৌরভ নেত্রভালকার। ৭ ইনিংসে ১৩.৪৬ গড়ে ১৫ উইকেট নিয়ে যুক্তরাষ্ট্রেই এই বাঁ-হাতি অভিজ্ঞ পেসারই টুর্নামেন্টের সেরা বোলার। দ্বিতীয় সর্বোচ্চ ১২ উইকেটও ওয়াশিংটনের স্পিনার রবীন্দ্রর।
আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ফাফ দু প্লেসি। টেক্সাস সুপার কিংসের হয়ে ৮ ইনিংসে ৫২.৫০ গড়ে ৪২০ রান করেছেন দক্ষিণ আফ্রিকার এই অিভিজ্ঞ ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩৬ রান করেছেন চ্যাম্পিয়ন দলের হেড। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাবও জিতে নিয়েছেন এই মারকুটে অস্ট্রেলিয়ান ব্যাটার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন