পাকিস্তান সফরে মুশতাককে পাচ্ছে বাংলাদেশ
৩১ জুলাই ২০২৪, ০৬:৫৫ পিএম | আপডেট: ৩১ জুলাই ২০২৪, ০৬:৫৫ পিএম
গত এপ্রিলে করা চুক্তির মেয়াদ শেষ হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্য দিয়ে। তবে মুশতাক আহমেদের কাজে খুশি হওয়ায় চুক্তির মেয়াদ বাড়াতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু এরই মাঝে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে চুক্তিবদ্ধ হন পাকিস্তানের এই স্পিন কোচ। এর মাঝে সবশেষ খবর হলো, পাকিস্তান সফরের দুই টেস্টে দলের স্পিন বোলিং কোচ হিসেবে মুশতাককে পাচ্ছে বাংলাদেশ।
মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাকিস্তান সফরে মুশতাকের থাকার কথা নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। ভবিষ্যতে এই স্পিন কিংবদন্তির সঙ্গে লম্বা সময়ের চুক্তির আভাসও দেন তিনি।
“পাকিস্তান সিরিজে মুশতাক আহমেদ থাকছেন। যেহেতু সামনে ওর নিজেরও কিছু প্রোগ্রাম আছে, সেজন্য (বছরের) বাকি সিরিজগুলোতে থাকতে পারছে না। আগামী ডিসেম্বর পর্যন্ত সে ব্যস্ত।”
“তবে আমরা জানুয়ারি থেকে চেষ্টা করব, তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করার। এখনই বলছি না যে, চুক্তি করা যাবে। আমরা চেষ্টা করব। এখন পর্যন্ত ইতিবাচক একটা আভাস পাচ্ছি। দেখা যাক, তার সঙ্গে কথা বলে সামনে কী হয়।”
দলীয় অনুশীলনে না থাকলেও পাকিস্তান সফরের টেস্ট দলে সাকিব আল হাসানকে পাওয়া যাবে বলেও জানান জালাল।
‘সে (সাকিব) টেস্টে অ্যাভেইলেবল। আমার সঙ্গে, বোর্ডের সঙ্গে, নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। সময় যদি না থাকে, সে হয়তো দুবাই থেকে সরাসরি (পাকিস্তানে) চলে যাবে। অথবা তাকে বলা হয়েছে ঢাকায় এসে দলের সঙ্গে দু-এক দিন অনুশীলন করে একসঙ্গে যাওয়ার জন্য। ওকে পাকিস্তান সিরিজে পাওয়া যাবে।’
গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তাসকিন আহমেদ। তবে পাকিস্তান সিরিজে তাকে পাওয়া যাবে। চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে থাকা আরেক পেসার ইবাদত হোসেনকে নিয়েও আশাবাদের কথা শোনালেন জালাল।
‘তাসকিনের কালকে একটা মূল্যায়ন ছিল। ওটা হয়ে গেছে। ওকে বিবেচনা করা হচ্ছে লাল বলের জন্য। এটা নির্বাচকদেরই সিদ্ধান্ত। যখন দল দেবে, তখন আপনারা বুঝতে পারবেন।’
‘ইবাদত এখনো রিকভার করছে। আমাদের কাছে সবশেষ খবর হচ্ছে, তার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। সে ৭০ শতাংশের মতো সুস্থ হয়ে উঠেছে। আশা করি, আগামী দুই মাসের মধ্যে আরও কিছু উন্নতি করবে। এখনো পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যেই আছে। রিকভার করুক। তারপর দেখা যাবে।’
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আগামী ১৭ অগাস্ট পাকিস্তান যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় দলের। রাওয়ালপিন্ডিতে ২১ অগাস্ট শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু ৩০ অগাস্ট করাচিতে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন