চ্যাম্পিয়ন্স লিগে চোখ রেখে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ভারতের
০১ আগস্ট ২০২৪, ০৭:২৯ পিএম | আপডেট: ০১ আগস্ট ২০২৪, ০৭:২৯ পিএম
আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ এখনও অনিশ্চিত। তারপরও চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোখ রেখে নিজেদের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে ভারত।
তারই অংশ হিসেবে শুক্রবার থেকে শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে টিম ইন্ডিয়া। অন্যদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়া শ্রীলঙ্কার লক্ষ্য ভারতের বিপক্ষে সিরিজ জয়।
শ্রীলঙ্কার কলম্বোয় বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে।
এবারের শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি দিয়ে ভারতের প্রধান কোচ হিসেবে পথচলা শুরু করেন গৌতম গম্ভীর। দলের দায়িত্ব নেওয়ার আগে গম্ভীর বলেছিলেন, আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাফল্য পাওয়াই তার প্রথম লক্ষ্য। গম্ভীরের প্রথম লক্ষ্যের মিশনে প্রথম পরীক্ষা হলো- শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ। প্রথম পরীক্ষাকে গম্ভীর এতটাই গুরুত্বের চোখে দেখছেন যে, দলের প্রধান খেলোয়াড় অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির বিশ্রাম পর্ব বাদ দিয়েছেন।
গেল মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্টে সিরিজের আগে বিশ্রামে থাকতে চেয়েছিলেন রোহিত ও কোহলি। কিন্তু রোহিত-কোহলিদের নিয়ে শ্রীলঙ্কা সফরের পরীক্ষায় নামছেন গম্ভীর।
ওয়ানডে সিরিজ নিয়ে গম্ভীর বলেন, ‘এই মুহূর্তে আমার লক্ষ্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। হাতে খুব বেশি সময় ও সিরিজও নেই। এজন্য শ্রীলঙ্কা সিরিজে পুরোপুরিভাবে প্রস্তুতি সাড়তে চাই আমরা। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় প্রধান লক্ষ্য। পাশাপাশি দল নিয়েও কিছু পরীক্ষা-নিরিক্ষাও করতে চাই। আশা করছি নিজেদের পরিকল্পনাগুলো যথাযথভাবে কাজে লাগাতে এবং দল হিসেবে সফল হবো।’
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেললেও, ওয়ানডে দলে রাখা হয়নি হার্ডিক পান্ডিয়াকে। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার জসপ্রিত বুমরাহকে। প্রায় পাঁচ মাস পর দলে ফিরেছেন ব্যাটার শ্রেয়াস আইয়ার।
ভারত পরিপূর্ণ দল পেলেও, সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কা শিবিরে ইনজুরির আঘাত। ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন দুই পেসার মাথিশা পাথিরানা ও দিলশান মাদুশঙ্কা। কাঁধের ইনজুরিতে পাথিরানা ও হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন মাদুশঙ্কা।
পাথিরানা ও মাদুশঙ্কার পরিবর্তে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন দুই পেসার মোহাম্মদ সিরাজ ও ইশান মালিঙ্গা। ইনজুরির কারনে টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও খেলছেন না দুসমন্থ চামিরা ও নুয়ান তুষারা।
এদিকে, ওয়ানডে সিরিজের আগে হঠাৎ করেই অধিনায়কের দায়িত্ব পেয়েছেন চারিথ আসালঙ্কা। কুশল মেন্ডিসকে সরিয়ে আসালঙ্কাকে অধিনায়ক করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ভারতের কাছে ৩-০ ব্যবধানে হারা টি-টোয়েন্টি সিরিজের শেষ দিকে সংক্ষিপ্ত ভার্সনের দায়িত্ব পান আসালঙ্কা।
ওয়ানডে সিরিজে ভালো করার প্রত্যয় আসালঙ্কা কন্ঠে, ‘ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আমরা ভালো ব্যাটিং করিনি। তিন ম্যাচেই শেষ দিকে আমাদের ব্যাটিংয় ধস নেমেছে। আশা করছি, ওয়ানডে সিরিজে দল ভালো খেলবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামবো।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন