তাসকিনের টেস্টে ফেরার মিশন
০৪ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০৪ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম
গত বছরের জুনে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছেন তাসকিন আহমেদ। পরে কাঁধের চোটের কথা উল্লেখ করে সবশেষ বিপিএল চলাকালে লাল বলের ক্রিকেট থেকে সাময়িক বিরতির ঘোষণা দেন বাংলাদেশের গতিতারকা। তাতে খেলা হয়নি ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষেও। কাঁধের চোট সামলে কেবল সাদা বলের ক্রিকেট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে পাকিস্তান সিরিজ সামনে রেখে টেস্টে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সেই সম্ভাবনাও আছে যথেষ্ট। ক’দিন আগে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছিলেন তাসকিনের টেস্টে ফেরার কথা। এবার বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম জানালেন ওয়ার্কলোড বাড়িয়ে টেস্ট ফিরতে পারেন ডানহাতি পেসার।
পাকিস্তান সফরের আগে জাতীয় ক্রিকেটারদের ফিটনেসের অবস্থা বুঝতে ফিজিক্যাল পারফরম্যান্স পরীক্ষা ছিলো গতকাল। তবে প্রতিকূল আবহাওয়ায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে তা হয়নি। পরে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে হয় ১৪ ক্রিকেটারের স্ট্রেংথ টেস্ট। আবহাওয়ার অবস্থা বুঝে ও বেশিরভাগ ক্রিকেটার পাওয়া সাপেক্ষে পরবর্তীতে কোনো এক সময় হবে রানিং টেস্ট। এই সেশনের পর গণমাধ্যমের সামনে এসে বায়েজিদ জানান তাসকিনের টেস্টে ফেরার পথ, ‘তাসকিন এত দিন টি-টোয়েন্টি খেলেছে। যেখানে লম্বা স্পেলে বল করা হয় না। ওর কাঁধে সমস্যা ছিল, এমনকি বিশ্বকাপের সময়ও তার কাঁধ দেখিয়ে এনেছি। কাঁধের সমস্যা যা ছিল, সেটা একই রকম আছে। কোনো পরিবর্তন হয়নি। তবে এটা নিয়ে খেলা চালিয়ে নেওয়া যায়। সে যদি পুনর্বাসন ও ফিটনেসের কাজ করে, তাহলে (টেস্ট) খেলে ফেলতে পারবে। সেদিক থেকে অবশ্যই তাসকিন অ্যাভেইলেবল আছে।’
আগামী ১৭ আগস্ট আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে পাকিস্তান যাবে বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে ২১ তারিখ শুরু হবে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট। আর করাচিতে দ্বিতীয় ম্যাচ শুরু হবে ৩০ আগস্ট। হাতে কিছুটা সময় আছে। এই সময়ে তাসকিনকে বাড়াতে হবে ওয়ার্কলোড, ‘টেস্ট খেলতে হলে বোলিং ওয়ার্কলোড বাড়াতে হয়, লম্বা স্পেলে বোলিং করতে হয়। ধীরে ধীরে তৈরি হয়ে তারপর টেস্ট খেলতে হয়। সে যেহেতু একটা লম্বা সময় টি-টোয়েন্টি খেলছে, এখন চেষ্টা করে দেখবে। যদি ভালো অনুভব করে, তাহলে সে আবার টেস্ট খেলতে পারবে।’
আগেও বেশ ক’বার চোট কাটিয়ে নিজেকে দলে ফিরিয়েছিলেন তাসকিন। এবার নতুন এক চ্যালেঞ্চ উৎরানোর মিশন তারকা এই পেসারের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সিংগাইরের তহরা হত্যা মামলা : শিক্ষক লালমুদ্দিনের ব্লাকমেইলের শিকার ছাত্রী আইরিন আক্তার
১৫ জানুয়ারি বিদায়ী ভাষণ দেবেন জো বাইডেন
’৭১ প্রশ্নে জামায়াতে নতুন আলোচনা, আসতে পারে সিদ্ধান্ত
ঘণকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস চালু হয়েছে
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বিদেশি জাহাজ মোংলায়
চীন সফরে রেচেল রিভস , যুক্তরাজ্যের উন্নতির প্রতিশ্রুতি
দায়িত্ব পেলে আমরা ধর্ম ও দল দেখব না : জামায়াতের আমির
'মুরুব্বী মুরুব্বী কামডা করল কী'
বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকা দ্বিতীয়
তথ্য গোপন মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও নেই কোনও শাস্তি
সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী কারেন বিদ্রোহীরা, প্রশাসন গঠনে চ্যালেঞ্জ
ভ্যাট ও শুল্ক বৃদ্ধির ইস্যুতে প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক কমিটি
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা ১১, সংকট আরও বাড়ছে
মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ
গাজায় টেলিকম সেবা বন্ধের আশঙ্কা , জ্বালানি সংকটে জরুরি সেবা বিপর্যস্ত
সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর
ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস বন্ধ
ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র-বন্দরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলা
ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত আরও ২১, মানবিক বিপর্যয় চরমে
ফেনীর মহিপালে এক শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক