দ. আফ্রিকার নিয়ন্ত্রণে গায়ানা টেস্ট
১৭ আগস্ট ২০২৪, ০২:২৮ পিএম | আপডেট: ১৭ আগস্ট ২০২৪, ০২:৪২ পিএম
অল্প রানে গুটিয়ে গিয়েও বোলারদের কল্যাণে মিলেছিল লিড। পরে ওয়েস্ট ইন্ডিজের পেসারদের এবার দারুণভাবে সামলেছেন এইডেন মার্করাম ও কাইল ভেরেইনার। এই দুজনের ফিফটিতে গায়ানা টেস্টের নিয়ন্ত্রণে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে প্রটিয়াদের সংগ্রহ ৫ উইকেটে ২২৩ রান। প্রথম ইনিংসের ১৬ রানের লিড মিলিয়ে সফরকারী দলটি ৫ উইকেট হাতে নিয়ে এগিয়ে আছে ২৩৯ রানে।
১৩ বছর পর গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ফেরা টেস্টের প্রথম দিন ছিল পাগলাটে, পড়ে ১৭ উইকেট। শুক্রবার দ্বিতীয় দিনে উইকেট পড়েছে ৮টি। ৭ উইকেটে ৯৭ রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৪৪ রানে। প্রথম দিন নিজেদের প্রথম ইনিংসে ১৬০ রানে আটকে যায় দক্ষিণ আফ্রিকা।
ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজ যা একটু লড়াই করে জেসন হোল্ডারের কল্যাণে। দিনের শুরুতেই দ্রুত আউট হন জোমেল ওয়ারিকান ও জেইডেন সেলস। দুজনের কেউই রানের খাতা খুলতে পারেননি। শামার জোসেফকে নিয়ে দশম উইকেটে ৪০ রান যোগ করেন হোল্ডার। তাতে জোসেফের অবদানই বেশি। এই পেসার ২৭ বলে ৪টি চার ও ১ ছক্কায় করেন ২৫ রান। কেশভ মহারাজার বলে এলবিডব্লিউ হন তিনি। হোল্ডার অপরাজিত থেকে যান ৮৮ বলে ৫৪ রানে।
৩২ রানে ৪ উইকেট নিয়ে উইয়ান মাল্ডার দক্ষিণ আফ্রিকার সেরা বোলার। ৪৯ রানে ৩টি শিকার ধরেন নান্দ্রে বার্গার।
জবাবে ওপেনিং জুটিতে ৭৯ রান যোগ করেন মার্করাম ও টনি ডি জর্জি। সেলসের বলে কট বিহাইন্ড হন জর্জি, ৭২ বলে ৫ চারে ৩৯ রান করে। আরেকটি ছোট জুটি গড়ে ১০৮ বলে ৫১ রান করে আউট হন মার্করাম। এরপর দ্রুত আরও তিনটি উইকেট হারায় প্রটিয়ারা। ১ উইকেটে ১২০ থেকে স্কোরবোর্ড হয়ে যায় ৫ উইকেটে ১৩৯!
তবে এরপর আর বিপদ হতে দেননি ভেরেইনার। মাল্ডারকে নিয়ে ষষ্ঠ উইকেটে গড়েছেন ১৩৪ বলে অবিচ্ছিন্ন ৮৪ রানের জুটি। ৭১ বলে ৭ চারে ৫০ রানে অপরাজিত ভেরেইনার। ৬৬ বলে ২টি করে ছক্কা-টারে ৩৪ রানে অপরাজিত মাল্ডার।
সেলস নিয়েছেন ৫২ রানে ৩ উইকেট। ৬১ রানে বাকি দুই শিকার ধরেছেন স্পিনার গুডাকেশ মোটি।
তৃতীয় দিনে উইকেট আরও ব্যাটিং সহায়ক হতে পারে। তাতে ওয়েস্ট ইন্ডিজের সম্ভাবনা বাড়লেও দক্ষিণ আফ্রিকাও যে বাড়িয়ে নিচ্ছে লিড।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১৬০
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪২.৪ ওভারে ১৪৪ (আগের দিন ৯৭/৭) (হোল্ডার ৫৪*, ওয়ারিক্যান ০, সিলস ০, জোসেফ ২৫; রাবাদা ১৬-৪-৪০-১, বার্গার ১২-২-৪৯-৩, মুল্ডার ৯-২-৩২-৪, মহারাজ ৫.৪-২-৮-২)।
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৭০ ওভারে ২২৩/৫ (মার্করাম ৫১, ডি জর্জি ৩৯, স্টাবস ২৪, বাভুমা ৪, বেডিংহ্যাম ০, ভেরেইনা ৫০*, মুল্ডার ৩৪*; সিলস ১৬-৪-৫২-৩, হোল্ডার ১২-৪-২৪-০, জোসেফ ১৫-১-৫১-০, মোটি ২২-৫-৬১-২ ওয়ারিক্যান ৪-২-১০-০, হজ ১-০-৯-০)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস