বাংলাদেশের বিপক্ষে ৬ পেসার নিয়ে রোমিাঞ্চিক পাক অধিনায়ক
১৭ আগস্ট ২০২৪, ০৫:৪৮ পিএম | আপডেট: ১৭ আগস্ট ২০২৪, ০৬:০৭ পিএম
বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছে পাকিস্তান। দলে থাকা ৬জন পেসার থাকায় এ নিয়ে রোমাঞ্চিত পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তিনি জানান, দলে থাকা ছয় পেসার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখতে পারবে।
বাংলাদেশের বিপক্ষে ঘোষিত টেস্ট সিরিজে পাকিস্তান দলে থাকা ছয় পেসার হলেন- শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, আমের জামাল, খুররম শাহজাদ, মির হামজা ও মোহাম্মদ আলী। পেস আক্রমন দিয়ে বাংলাদেশকে ঘায়েল করার পরিকল্পনা পাকিস্তানের।
কিন্তু এই ছয় পেসারের অভিজ্ঞতা মোটেও বেশি নয়। দেশের হয়ে সর্বোচ্চ ২৯টি টেস্ট খেলেছেন আফ্রিদি। অনভিজ্ঞ হলেও এই ছয় পেসারকে নিয়ে রোমাঞ্চিত মাসুদ।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পডকাস্টে মাসুদ বলেন, ‘এই স্কোয়াডের রোমাঞ্চকর বিষয় হলো আমাদের দলে ছয় জন দুর্দান্ত পেস বোলার আছে। ছয় জনই দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে যোগ্য দাবীদার। সবার মধ্যেই ভিন্ন কিছু বিষয় আছে।’
তিনি আরও বলেন, ‘যখনই প্রয়োজন হবে এবং যদি আমাদের একজন সেরা বোলারকে বিশ্রাম দেওয়ার দরকার হয়, আমি মনে করি তারপরও আমরা ভালো অবস্থায় থাকবো এবং সেখানে অন্য যে খেলবে তার অভিজ্ঞতা হবে।’
এই ছয় পেসারের মধ্যে যারাই একাদশে খেলুক না কেন তার উপর পূর্ণ আস্থা আছে মাসুদের। তিনি বলেন, ‘যেই খেলবে, তার উপর আমরা সমান আত্মবিশ্বাসী। নতুনদের মধ্যে খুররম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আলি বা আমের জামাল যখন খেলবে কিংবা শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ বা অন্য কারও জায়গায় যেই আসুক না কেন, তারা দারুন পারফরমেন্স দিয়ে পাকিস্তানকে জেতাতে পারবে এবং ২০ উইকেট নিতে পারবে।’
তারপরও পেসারদের ওয়ার্কলোডের বিষয়টি পাকিস্তান সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানান মাসুদ। কারন বাংলাদেশের পর ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।
ওয়ার্কলোডের কথা মাথায় রেখে গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ও শেষটিতে বিশ্রাম দেওয়া হয়েছিলো পাকিস্তান দলের সেরা পেসার আফ্রিদিকে। ঐ উদাহরণ টেনে মাসুদ বলেন, ‘পেসারদের ওয়ার্কলোড নিয়ন্ত্রণ করতে হবে। অস্ট্রেলিয়ায় আফ্রিদির সাথে যেমনটা করা হয়েছিল। ঐ সিরিজে প্রথম দুই টেস্ট খেলার পর শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিলো আফ্রিদিকে। কারন সামনে ব্যস্ত সূচি ছিল। আমরা আবারও এমনটাই করার চেষ্টা করবো।’
সিরিজের জন্য ঘোষিত পাকিস্তান দলে স্বীকৃত স্পিনার ছিলেন একজন— আবরার আহমেদ। তবে সিরিজের প্রথম টেস্ট শুরুর তিন দিন আগে তাঁকে দল থেকে সরিয়ে নিয়েছে পিসিবি। তার মানে, রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তান খেলতে নামবে পুরো পেসনির্ভর বোলিং নিয়ে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস