বাংলাদেশের বিশ্বকাপ আয়োজনে আগ্রহী জিম্বাবুয়ে
১৮ আগস্ট ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ১৮ আগস্ট ২০২৪, ১২:০৬ এএম
এই বছরের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে সম্ভাব্য বিকল্প দেশের তালিকায় নতুন সংযোজন জিম্বাবুয়ে। বাংলাদেশ থেকে সরে গেলে আসরটি আয়োজন করতে প্রবল আগ্রহ প্রকাশ করেছে ক্রিকেট জিম্বাবুয়ে।
আগামী অক্টোবরে অনুষ্ঠেয় বিশ্বকাপের স্বাগতিক দেশ বাংলাদেশ। তবে শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলন থেকে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং ক্রিকেট বোর্ডের অস্থিতিশীলতার কারণে টুর্নামেন্টটি এখন ঘোরতর অনিশ্চয়তায়। বাংলাদেশ থেকে সরে গেলে আপাতত স্বাগতিক হওয়ার সম্ভাব্য লড়াইয়ে আছে সংযুক্ত আরব আমিরাত ও জিম্বাবুয়ে। দুই দেশের কোনোটিই এই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তারা টুর্নামেন্ট আয়োজনে আগ্রহের কথা আইসিসিকে জানিয়েছে।
আইসিসি যদিও শুরুতে প্রস্তাব দিয়েছিল ভারতকে। তবে ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছেন, ওই সময়ের সম্ভাব্য বৃষ্টির মৌসুমের কথা ভেবে তারা প্রস্তাবে রাজি হননি। তাছাড়া আগামী বছর নারী ওয়ানডে বিশ্বকাপও আয়োজন করবে তারা। বৃষ্টির কারণেই শেষ পর্যন্ত স্বাগতিক হওয়ার লড়াইয়ে পিছিয়ে পড়েছে শ্রীলঙ্কা।
শেষ মুহূর্তে লড়াইয়ে যোগ দেওয়া জিম্বাবুয়েই আপাতত এখন সম্ভাবনায় এগিয়ে বলে ধারণা করা হচ্ছে। অক্টোবরে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। জিম্বাবুয়ের মাঠগুলোতে দর্শক অনেক বেশি হওয়ার কথা সংযুক্ত আরব আমিরাতের চেয়ে। বিশেষ করে, স্কুলের ছাত্রছাত্রীদের মাঠে আনার ব্যবস্থা করা যাবে সেখানে। সবচেয়ে জরুরি যেটা, জিম্বাবুয়েতে আসরটি আয়োজনে খরচ হবে আমিরাতের চেয়ে বেশ কম।
দক্ষিণ আফ্রিকা ও কেনিয়ার সঙ্গে যৌথভাবে ২০০৩ ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের পর দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট আসর আয়োজন করেনি জিম্বাবুয়ে। রবার্ট মুগাবে সরকারের সময় গোটা বিশ্ব থেকে নিজেদের অনেকটা আড়ালেই রেখেছিল তারা। টেস্ট ক্রিকেট থেকে ৬ বছরের স্বেচ্ছা বিরতিও নিয়েছিল তারা তখন। পরে আস্তে আস্তে আন্তর্জাতিক ক্রিকেটে তারা নিয়মিত হতে শুরু করেছে। সবশেষ দুটি ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব তারা আয়োজন করেছে। ২০২৬ সালে নামিবিয়ার সঙ্গে যৌথভাবে তারা আয়োজন করবে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্ববকাপ। নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে যৌথভাবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের স্বাগতিকও তারা।
ওই দুটি আসর আসতে আসতে নতুন দুটি আন্তর্জাতিক ভেন্যু চালু করবে জিম্বাবুয়ে। একটি ভিক্টোরিয়া ফলসে, আরেকটি মুতারেতে। আপাতত এবারের নারী বিশ্বকাপের জন্য তাদের ভেন্যু থাকবে হারারে স্পোর্টস ক্লাব ও বুলাওয়ায়ো কুইন্স স্পোর্টস ক্লাব। বাংলাদেশে টুর্নামেন্ট থাকছে নাকি জিম্বাবুয়ে বা আমিরাতে চলে যাচ্ছে, এই সিদ্ধান্ত হতে পারে আগামী বৃহস্পতিবারের মধ্যেই।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস