ছিটকেই গেলেন জয়, জামালকে সরিয়ে নিল পাকিস্তান
২০ আগস্ট ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২০ আগস্ট ২০২৪, ১২:০৭ এএম
প্রথমে শোনা গিয়েছিল পাকিস্তান সিরিজ থেকেই ছিটকে গেছেন ওপেনিং ব্যাটার মাহমুদুল হাসান জয়। তবে প্রথম টেস্টে না পাওয়া গেলেও দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা রয়েছে তার। কুঁচকির চোটের কারণে প্রথম টেস্ট মিস করবেন তিনি। গতপরশু রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাকিস্তান শাহিনসের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সফরে ব্যাটারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো সেখানে কিছুটা ব্যতিক্রম ছিলেন জয়। চারদিনের ম্যাচে প্রথম ইনিংসে দলের একমাত্র ফিফটিটি এসেছিল তার ব্যাট থেকেই। চোটের কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংই করতে পারেননি। তার ছিটকে যাওয়া নিঃসন্দেহে বড় ধাক্কা টাইগারদের জন্য। তার চোট নিয়ে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেছেন, ‘পাকিস্তান ‘এ’র বিপক্ষে চারদিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলার সময় গত ১৪ আগস্ট জয় ডান কুঁচকিতে ব্যথা পেয়েছে। তার একটি এমআরআই করা হয়েছে এবং এরপর শারীরিক মূল্যায়ন করা হয়েছে এবং তখন থেকেই নিশ্চিত হয়েছে যে তার ডান কুঁচকিতে গ্রেড ১ অ্যাডক্টর স্ট্রেন রয়েছে। সে তার পুনর্বাসন শুরু করেছে। এই ধরনের আঘাতগুলো থেকে সেরে উঠতে সাধারণত ১০ থেকে ১৪ দিন সময় লাগে। প্রথম টেস্টে তাকে পাওয়া যাবে না, তবে আমরা আশা করি ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে তাকে ফিট পাওয়া যাবে। আমরা প্রতিদিনের ভিত্তিতে তার অগ্রগতি পর্যবেক্ষণ করতে থাকব।’ তবে প্রথম টেস্টের জন্য আপাতত বিকল্প হিসেবে কাউকে নিচ্ছে না বাংলাদেশ। স্কোয়াডে বাড়তি ওপেনার হিসেবে আছেন সাদমান ইসলাম। রাওয়ালপিন্ডিতে জাকির হাসানের সঙ্গে ইনিংস ওপেন করতে পারেন তিনি। আগামী ২১ আগস্ট থেকে শুরু হবে প্রথম টেস্ট।
এদিকে, লেগ স্পিনার আবরার আহমেদ ও ব্যাটার কামরান গুলামের পর পেস অলরাউন্ডার আমির জামালকেও প্রথম টেস্টে রাখছে না পাকিস্তান। ফিটনেস নিয়ে শঙ্কায় থাকা জামালকে স্কোয়াড থেকে সরিয়ে নেওয়ার খবর দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে পিসিবি জানায়, জামালকে আপাতত লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসনের জন্য পাঠানো হচ্ছে। পীঠের চোটে থাকা আমিরকে শেষ মুহ‚র্তে পাওয়ার আশায় স্কোয়াডে রেখেছিল পাকিস্তান। তবে তার উন্নতি প্রত্যাশা অনুযায়ী হয়নি। কাজেই এই পেসারকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না দলটি।
এর আগে আবরার ও কামরানকে সরিয়ে পাকিস্তান শাহিনসে যুক্ত করা হয়। যারা বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচ খেলবে। আবরারকে সরানোয় পাকিস্তানের স্কোয়াড হয়ে পড়ে স্পিনারবিহীন। পরিষ্কার হয়ে যায় কেমন হতে পারে উইকেট। বর্তমান ১৪ জনের পাকিস্তান স্কোয়াডে পেসার আছেন পাঁচজন। আগামীকাল রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট। ৩০ আগস্ট দ্বিতীয় টেস্টে ভেন্যুও রাওয়ালপিন্ডি। এর আগে দ্বিতীয় টেস্ট রাখা হয়েছিলো করাচিতে। সেটা সরিয়ে আনা হয়েছে রোববার।
প্রথম টেস্টের পাকিস্তান দল : শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, বাবর আজম, খুররম শেহজাদ, মির হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), নাসিম শাহ, সাইম আইয়ুব, আগা সালমান, সরফরাজ আহমেদ (উইকেটকিপার) ও শাহিন শাহ আফ্রিদি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার