মুশফিকের দিনটি বাংলাদেশেরও
২৫ আগস্ট ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২৫ আগস্ট ২০২৪, ১২:০৭ এএম
মুশফিক বীরত্বে রাওয়ালপিন্ডি টেস্টে চালকের আসনে বাংলাদেশ। অবিশ্বাস্য এক ইনিংস খেলে টেস্টের চতুর্থ দিন দলকে লিড এনে দিয়েছে মুশফিকুর রহিম। যদিও ৯ রানের জন্য ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি মিস করেছেন এই উইকেট কিপার ব্যাটার। ১৯১ রান করে আউট হন তিনি। মুশফিকের পাশাপাশি সাদমান ইসলাম,মুমিনুল হক, লিটন দাস ও মেহেদী মিরাজের ব্যাটিং ঝলকে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৬৫ রান করেছে টাইগাররা। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে এক উইকেটে ২৩ রান করেছে পাকিস্তান। ফলে ৯৪ রানে পিছিয়ে থেকে আজ পঞ্চম ও শেষ দিনে ব্যাট করবে শান মাসুদের দল।
রাওয়ালপিন্ডি টেস্টের নিয়ন্ত্রণ বাংলাদেশের মুঠোয় আসতে সবচেয়ে বড় অবদান মুশফিকুর রহিমের। অভিজ্ঞ এই ব্যাটার পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরি করেছেন এবং ডাবল সেঞ্চুরি প্রায় করেই ফেলেছিলেন। কিন্তু ৯ রান দূরে থাকতে আউট হন তিনি। এরআগে গতকাল তৃতীয় দিনের ৫ উইকেটে ৩১৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। পাকিস্তানকে চাপে রেখে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ। ব্যাটিং উইকেটে ২১৮ রানে ৫ উইকেট হারানোর পর লিটন-মুশফিক ষষ্ঠ উইকেটে ৯৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিলো লিটন দাস। আগের দিন অপরাজিত থাকা ৫২ রান নিয়ে খেলতে নামেন তিনি। ৫৫ রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিমকে সাথে নিয়ে রানের গতি সচল রেখেছেন। ষষ্ঠ উইকেট জুটিতে অনেক দূর বাংলাদেশকে টেনে নিয়ে গেছেন লিটন-মুশফিক। তাদের প্রতিরোধের জবাব পাকিস্তানও খুঁজে পাচ্ছিল না। তবে বেশি স্থায়ী হয়নি লিটনের ইনিংস। নাসিম শাহর শর্ট লেংথের ডেলিভারিতে অযথা স্কয়ার ড্রাইভ করতে গিয়ে উইকেট কিপারের হাতে ধরা পড়েন লিটন। আর তাতেই ভাঙ্গে মুশফিক-লিটনের ১১৪ রানের জুটি। লিটন ৭৮ বলে ৮টি চার ও একটি ছয়ের মারে করেন ৫৬ রান। তার পরও নিয়ন্ত্রণ হারাতে দেননি মুশফিক। লাঞ্চ বিরতির আগে তুলে নিয়েছেন পাকিস্তানের বিপক্ষে তার প্রথম সেঞ্চুরি। ক্যারিয়ারে অবশ্য ১১তম। তবে বিদেশে বেশি সেঞ্চুরি হাঁকানোর তালিকাতে তামিম ইকবালকে ছাড়িয়ে গেছেন তিনি। বিদেশের মাটিতে মুশফিকের এটি পঞ্চম শতক।
প্রথম সেশন থেকেই চলেছে মুশফিকের দাপট। লিটনের বিদায়ের পর সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজকে নিয়ে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন তিনি। এই জুটিতে ভর করে লিড নেয় বাংলাদেশ। দুই সেশন আধিপত্য বিস্তার করে খেলা বাংলাদেশের কেন্দ্রীয় চরিত্র ছিলেন মুশফিক। তার ব্যাটেই সফরকারীরা রানের পাহাড়ে চড়ে লিড নিয়েছে। সপ্তম উইকেটে মিরাজকে নিয়ে উপহার দিয়েছেন রেকর্ড জুটি। তৃতীয় সেশনে ডাবল সেঞ্চুরির কাছেও পৌঁছে গিয়েছিলেন মুশফিক। কিন্তু দুর্ভাগ্য মোহাম্মদ আলীর বাড়তি বাউন্সের বলে স্কয়ার কাট করতে গিয়ে ১৯১ রানে থেমেছেন তিনি। মুশফিকের আউটে ভেঙেছে ১৯৬ রানের দুর্দান্ত জুটি। পাকিস্তানের বিপক্ষে প্রথম সেঞ্চুরি পাওয়া মুশফিক ৩৪১ বলে ১৯১ রানে ফিরেছেন। তাতে ছিল ২২টি চার ও ১টি ছয়।
মুশফিকের আউটের পর কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। এরপর হাফসেঞ্চুরি তুলে নিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন মেহেদী মিরাজ। ১৭৯ বলে ছয় চারে ৭৭ রান করেন মিরাজ। শেষ দিকে শরিফুলের ১৪ বলে ২২ রানের ঝড়ো ইনিংসে ৫৬৫ তে থামে বাংলাদেশ। পাকিস্তানের নাসিম শাহ ৯৩ রানে তিনটি উইকেট পান। এছাড়া শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আলী ও খুররম শাহজাদ প্রত্যেকেই দুটি করে উইকেট নেন। ১১৭ রানে পিছিয়ে থাকা পাকিস্তান দিন শেষে করেছে এক উইকেটে ২৩ রান। একমাত্র উইকেটটি পেয়েছেন শরিফুল ইসলাম। ক্রিজে আছেন আব্দুল্লাহ শফিক ও শান মাসুদ। ধীরগতিতে এই টেস্ট এগোলেও পঞ্চম দিন রোমাঞ্চকর কিছু করার প্রত্যাশায় বাংলাদেশ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তসহ ৩ দফা দাবিতে খুলনায় মানববন্ধন
জয়পুরহাটে বিডিআরের ৩ দফা দাবিতে সদস্যদের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি
প্রতিদিন বাসার খাবার নিয়ে খালেদা জিয়াকে দেখতে যান তারেক রহমান
ফরিদপুরে দুর্ঘটনায় তিন দিনে নিহত ৯ জন, আহত-৩৫
ডিমলায় মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত
মাসের ব্যবধানে বরিশালের বাজারে সবজির মূল্য ৮০ ভাগ হ্রাস
লক্ষ্মীপুরে ৩ দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন
কলাপাড়ায় জুয়েলার্সের মালিকের বাসায় সন্ত্রাসীদের সশস্ত্র হানা, ৬০ ভরি স্বর্ণালঙ্কার দুই লাখ টাকা লুটের অভিযোগ
প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ
ঢাকার বায়ু দূষণ বন্ধে ৭ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের নির্দেশ
কুমিল্লার সাথে নয়, নোয়াখালীর নামে বিভাগ চায় লক্ষ্মীপুরবাসী
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, নেই লিটন ও হাসান মাহমুদ
সেতু নির্মাণকাজ বন্ধে যাতায়াতে চরম ভোগান্তিতে ২ উপজেলাবাসি
জেলবন্দিদের মুক্তি, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পূনঃবহালের দাবিতে কুড়িগ্রামে প্রতিবাদ সমাবেশ
যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের রোডম্যাপ ঘোষণা করুন- সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী
লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত বেড়ে ১৬, ইরান চায় উদ্ধারকর্মী পাঠাতে
পুলিশকে জনগণের আস্থা অর্জনে ব্রতী হতে হবে সিআইডি প্রধান- মো.মতিউর রহমান শেখ
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করলেন নিউজিল্যান্ড অধিনায়ক
নোয়াখালীর হকার্স মার্কেটে আগুন, ব্যবসায়ীদের দাবি পূর্বপরিকল্পিত
দাম কম হওয়ায় লোকসানের মুখে গোয়ালন্দের পেঁয়াজ চাষীরা