গল টেস্টের দ্বিতীয় দিনও নিউজিল্যান্ডের
১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৭ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৪ পিএম
বৃষ্টি বিঘ্নিত প্রথম সেশনেই উইলিয়াম ও’রুকের বোলিংয়ে গুটিয়ে গেল শ্রীলঙ্কা। পরে টম ল্যাথাম ও কেন উইলিয়ামসনের ব্যাটিংয়ে গল টেস্টের দ্বিতীয় দিনও ছড়ি ঘুরিয়েছে নিউজিল্যান্ড।
গল টেস্টের দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ২৫৫ রান। প্রথম ইনিংসে এখনও তারা ৫০ রানে পিছিয়ে। ৬০ বলে ৪১ রান নিয়ে ব্যাট করছেন ড্যারিল মিচেল। ৫২ বলে ১৮ রান নিয়ে তার সঙ্গী টম ব্ল্যান্ডেল। অবিচ্ছিন্ন এই পঞ্চম উইকেট জুটি থেকে এসেছে ৫৯ রান।
বৃষ্টির বাধায় দিনের প্রথম সেশনে খেলা হয়েছে মাত্র ৪.৫ ওভার। হাতের ৩ উইকেটে এদিন ৩ রান যোগ করে ৩০৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। শেষ ব্যাটার আসিথা ফার্নান্দোকে বোল্ড করে ৫ উইকেট পূর্ণ করেন ও’রুক। একই ওভারে এর আগে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন আগের দিনের অপরাজিত ব্যাটার রমেশ মেন্ডিসকে (৪৯ বলে ১৪)।
১৮.৫ ওভারে ৪ মেডেনসহ ৫৫ রানে ৫ উউকেট নিয়ে সফরকারীদের সেরা বোলার ও’রুকই। লঙ্কান ইনিংসে দুটি করে শিকার ধরেন আজাজ প্যাটেল ও গ্লেন ফিলিপস।
ব্যাট হাতে চারটি ফিফটি জুটি পায় কিউইরা। শুরুতে ১১২ বলে ৬৩ রানের জুটি গড়েন ডেভন কনওয়ে ও অ্যাথাম। কনওয়ে (৫৯ বলে ১৭) ফেরেন থিতু হয়ে। এরপর উইলিয়ামসনের সঙ্গে ১২০ বলে ৭৩ রানের জুটি উপহার দিয়ে পেরেন ল্যাথাম (১১১ বলে ৭০)।
সম্ভাবনা জাগিয়েও ইনিংস লম্বা করতে পারেননি রাচিন রবীন্দ্রও (৪৮ বলে ৩৯)। তবে উইলিয়ামসনের সঙ্গে দিয়ে যান ৮৪ বলে ৫১ রানের জুটি। ১০৪ বলে ৫৫ রান করা উইলয়ামসনের দুই ওভার পর ফেরেন রবীন্দ্রও। ২ উইকেটে ১৮৭ থেকে তখন কিউইদের রান ৪ উইকেটে ১৯৬। এরপর আর বিপদ হতে দেননি মিচেল ও ব্ল্যান্ডেল।
৩১ রানে দুটি শিকার ধরেন ধনাঞ্চয়া দি সিলভা। একটি করে নেন রামেশ মেন্ডিস ও প্রবথ জয়াসুরিয়া।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৯১.৫ ওভারে ৩০৫ (আগের দিন ৩০২/৭) (রামেশ ১৪, জায়াসুরিয়া ০, কুমারা ২*, আসিথা ০; সাউদি ১৪-২-৪৮-১, ও’রোক ১৮.৫-৪-৫৫-৫, এজাজ ২০-৪-৬০-২, স্যান্টনার ১৯-২-৬৪-০, ফিলিপস ১৮-০-৫২-২, রাভিন্দ্রা ২-০-১২-০)
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৭২ ওভারে ২৫৫ (ল্যাথাম ৭০, কনওয়ে ১৭, উইলিয়ামসন ৫৫, রাভিন্দ্রা ৩৯, মিচেল ৪১*, ব্লান্ডেল ১৮*; আসিথা ৭-১-২৫-০, কুমারা ৯-৪-১২-০, ধানাঞ্জায়া ৭-০-৩১-২, রামেশ ১৭-১-৬৯-১, জায়াসুরিয়া ৩১-৩-৯৯-১, কামিন্দু ১-০-৮-০)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য
পরিষ্কার বার্তা চায় জনগণ
অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
কারাগারে এস কে সুর
‘গ্রিনল্যান্ডকে সামরিক এলাকা বানাতে চান ট্রাম্প’
ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
অভি খালাস! তাহলে খুনী কে?
জল্পনা উড়াল চীনা সংস্থা টিকটক কিনছেন না মাস্ক
ধামরাইয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় ফের আবার ডাকাতির চেষ্টা
রাজউক জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
দ্বিতীয় দিনের মতো অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা
বন্ধ বেক্সিমকো খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস
পরিবারসহ জ্যাকব ও ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ
সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি’র
চুক্তিতে নিয়োগের দৌড়ে নওফেলের জালাল উদ্দিন চৌধুরী
পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম
ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করবে ইউএনডিপি
সাকরাইনে মেতেছে পুরান ঢাকা