আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপে বাংলাদেশ
২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৩ এএম
প্রথমে ৫০ ওভারের সিরিজ জয়। এরপর ২ ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ জয়। ব্যাটিং-ব্যর্থতায় চতুর্থ টি-টোয়েন্টি হারলেও গতকাল বোলারদের ঝলকে পঞ্চম ও শেষ ম্যাচে অনায়াস জয়ে শ্রীলঙ্কা সফরটা দারুণভাবে রাঙিয়ে রাখল বাংলাদেশ নারী ‘এ’ দল। কলম্বোর কোল্টস ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাটিং পেয়ে ১৬.২ ওভারে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা নারী ‘এ’ দল। ছোট লক্ষ্য বাংলাদেশ তাড়া করেছে ৮ উইকেট ও ৫০ বল বাকি রেখে। এ জয়ে ৪–১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতল রাবেয়া খানের দল।
নামে ‘এ’ দল হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলের খেলোয়াড়দেরই শ্রীলঙ্কায় পাঠিয়েছে বিসিবি। আগের ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে অধিনায়ক রাবেয়া নিজেই খেলেননি। বিশ্রামে ছিলেন নিগার সুলতানা, সাথি রানি, সুলতানা খাতুনও। গতকাল শেষ টি-টোয়েন্টিতে এই চারজনই দলে ফিরেছেন। সাথি ছাড়া অন্য তিনজন নিজেদের কাজটা ভালোভাবেই করেছেন।
বাংলাদেশ ‘এ’ দলের বোলাররা এদিন এতটাই নিয়ন্ত্রিত বোলিং করেছেন যে এক চেতনা বিমুক্তি ছাড়া লঙ্কানদের আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। নয়ে নামা বিমুক্তি করেন দলীয় সর্বোচ্চ ১১ রান। বাকি ১০ জনের স্কোর মুঠোফোন নম্বরের মতো- ৯, ০, ০, ৬, ৯, ৬, ৬, ০, ০, ০*। অতিরিক্ত ৭টি রান না এলে দলীয় ফিফটিও পূরণ হতো না স্বাগতিকদের। বাংলাদেশের পাঁচ বোলারের প্রত্যেকেই উইকেটের দেখা পেয়েছেন। সবচেয়ে সফল অধিনায়ক রাবেয়া। লেগব্রেক এই বোলার ৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে শিকার ফাহিমা খাতুন, নাহিদা আক্তার ও মারুফা আক্তারের। অন্য উইকেটটি সুলতানা খাতুনের।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৩ রানেই ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ নারী ‘এ’ দল। তিনে নামা মুর্শিদা খাতুন ৩ রানে আউট হওয়ার আগে ওপেনার সাথি রানী মারেন ‘ডাক’। শুরুর জোড়া ধাক্কার পর আর কোনো উইকেট হারায়নি সফরকারীরা। আরেক ওপেনার দিলারা আক্তার ও উইকেটকিপার-ব্যাটার নিগার দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। ম্যাচের একমাত্র ছক্কাটি এসেছে দিলারার ব্যাট থেকে। এই আত্মবিশ্বাস নিয়েই নারী বিশ্বকাপ খেলতে আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দেবে জ্যোতির দল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য
পরিষ্কার বার্তা চায় জনগণ
অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
কারাগারে এস কে সুর
‘গ্রিনল্যান্ডকে সামরিক এলাকা বানাতে চান ট্রাম্প’
ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
অভি খালাস! তাহলে খুনী কে?
জল্পনা উড়াল চীনা সংস্থা টিকটক কিনছেন না মাস্ক
ধামরাইয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় ফের আবার ডাকাতির চেষ্টা
রাজউক জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
দ্বিতীয় দিনের মতো অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা
বন্ধ বেক্সিমকো খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস
পরিবারসহ জ্যাকব ও ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ
সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি’র
চুক্তিতে নিয়োগের দৌড়ে নওফেলের জালাল উদ্দিন চৌধুরী
পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম
ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করবে ইউএনডিপি
সাকরাইনে মেতেছে পুরান ঢাকা