সাকিব-লিটনের ব্যাটে ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা
২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৫ পিএম
লাঞ্চের আগেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়া দল তাঁকিয়ে ছিল নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের দিকে। কিন্তু দ্বিতীয় সেশনের শুরুতেই ১০ বলের ব্যবধানে দুজনেই ফিরলে ধ্বংসস্তূপে পড়ে বাংলাদেশের ইনিংস। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করছেন দুই অভিজ্ঞ ব্যাটার সাকিব আল হাসান ও লিটন কুমার দাস।
এই রিপোর্ট লেখা পর্যন্ত চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৮৮ রান। সাকিব-লিটন জুটি অবিচ্ছিন্ন ১৪.১ ওভারে ৪৮ রানে। লিটন ২০* ও সাকিব ৩১* রানে ব্যাট করছেন।
এর আগে এদিন হাতের চার উইকেটে ৩৭ রান যোগ করে নিজেদের প্রথম ইনিংসে ৩৭৬ রানে গুটিয়ে যায় ভারত।
মোহাম্মদ সিরাজের বেরিয়ে যাওয়া বলে খোঁচা মেরে দ্বিতীয় স্লিপে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত (৩০ বলে ২০)। একটু পরেই বুমরাহর সুইং ও বাউন্স হওয়া বল মুশফিকের ব্যাটে লেগে যায় দ্বিতীয় স্লিপে লোকেশ রাহুলের হাতে। ১৪ বলে ৮ রান করে ফেরেন মুশফিক। বাংলাদেশ পঞ্চম উইকেট হারায় ৪০ রানে।
দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশের
ভারতকে চারশর আগে গুটিয়ে দেওয়ার স্বস্তি উবে যেতে বেশি সময় লাগল না বাংলাদেশ দলের। ব্যাটিংয়ে নেমে দ্রুত ৩ উইকেট হারিয়ে বিপদে সফরকারীরা।
চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৬ রান। প্রথম ইনিংসে এখনও তারা ৩৫০ রানে পিছিয়ে। ব্যাটিংয়ে আছেন নাজমুল হোসেন শান্ত (১৫*) ও মুশফিকুর রহিম ৪*।
ইনিংসে প্রথম ওভারেই সাদমান ইসলামকে (৬ বলে ২) হারায় বাংলাদেশ। খুব বাজেভাবে আউট হন এই ওপেনার। জাসপ্রিত বুমরাহর বল ছেড়ে দিয়ে হারান স্টাম্প।
এই ধাক্কা সামাল না দিতেই জোড়া আঘাত হানেন আকাশ দীপ। টানা দুই বলে জাকির হাসান ও মুমিনুল ঞকের স্টাম্প ছত্রভঙ্গ করে দেন এই পেসার। নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম সাবধানী ব্যাটিংয়ে ঠেকিয়ে দেন আকাশের হ্যাটট্রিক।
৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৬ রান।
দিনের শুরুতে ১১.২ ওভারে হাতের ৪ উইকেটে এদিন ৩৭ রান যোগ করতে পারে ভারত। তাদের ইনিংসে শেষ হয় ৩৭৬ রানে।
ভারতকে ৩৭৬ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৫
চেন্নাই টেস্টের প্রথম দিন ভারতীয় ইনিংসে ধ্বস নামিয়েছিলেন হাসান মাহমুদ। দ্বিতীয় দিন শেষটাও টানলেন এই পেসার। টানা দ্বিতীয় ইনিংসে পেলেন ৫ উইকেট। তবে দ্বিতীয় দিনে আসল কাজ করলেন তাসকিন আহমেদ। একে একে তিন ব্যাটারকে ফেরালেন এই ডানহাতি পেসার। চারশর আগেই গুটিয়ে গেল ভারতও।
চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনের পানি পানের বিরতির দুই বল পরেই ভারত গুটিয়ে গেল ৩৭৬ রানে। ঘরের মাঠে এ নিয়ে চতুর্থবার ভারতের দশ ব্যাটারই ক্যাচ আউট হলেন।
ব্যাক টু ব্যাক ৫ উইকেট নিলেন হাসান। সবশেষ পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে নেন ৪৩ রানে ৫ উইকেট। এবার নিলেন ৮৩ রানে ৫টি। ভারতের বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ উইকেট নেওয়ার রেকর্ডও গড়লেন এই ডানহাতি মিডিয়াম পেসার।
৫৫ রানে ৩ শিকার ধরেন তাসকিনের।
দিনের তৃতীয় ওভারেই রবীন্দ্র জাদেজাকে ফিরিয়ে শুরুটা করেছিলেন তাসকিনই। আগের দিন অপরাজিত জাদেজাকে ৮৬ রানেই ফেরান এই পেসার। জাদেজার ইনিংসে ছিল ১০ চার ও ১ ছক্কা। তার বিদায়ে ভাঙে ১৯৯ রানের সপ্তম উইকেট জুটি।
জাদেজার ক্যাচ দিয়ে টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে চারবার এক ইনিংসে ৪ ক্যাচ নিলেন লিটন। বাংলাদেশের দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে এই কীর্তি গড়লেন লিটন। প্রথমজন- মুশফিকুর রহিম।
৩০ বলে ১৭ রান করা আকাশকে খানিক পর মিড-অফে ক্যাচ বানান তাসকিন। নিজের পরের ওভারে ফেরাদ বাংলাদেশের গলার কাটা হয়ে থাকা রবিচন্দ্রন আশ্বিনকে। ভারতকে ১৩৩ বলে ১১৩ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন আশ্বিন। তার ইনিংসে চার ১১টি, ২টি ছক্কা।
এরপর পানি পানের বিরতিতে যায় দুই দল। ফিরে দ্বিতীয় বলেই বুমরাহকে তৃতীয় স্লিপে জাকির হাসানের ক্যাচ বানান হাসান।
১১.২ ওভারে বাকি থাকা ৪ উইকেট নিয়ে নিল সফরকারীরা। আগের দিনের স্কোরের সঙ্গে ৩৭ রান যোগ করে গুটিয়ে গেল ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৯১.২ ওভারে ৩৭৬ (আগের দিন ৩৩৯/৬) (জাদেজা ৮৬, অশ্বিন ১১৩, আকাস ১৭, বুমরাহ ৭, সিরাজ ০*; তাসকিন ২১-৪-৫৫-৩, হাসান ২২.২-৪-৮৩-৫, নাহিদ ১৮-২-৮২-১, মিরাজ ২১-২-৭৭-১, সাকিব ৮-০-৫০-০, মুমিনুল ১-০-৪-০)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য
পরিষ্কার বার্তা চায় জনগণ
অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
কারাগারে এস কে সুর
‘গ্রিনল্যান্ডকে সামরিক এলাকা বানাতে চান ট্রাম্প’
ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
অভি খালাস! তাহলে খুনী কে?
জল্পনা উড়াল চীনা সংস্থা টিকটক কিনছেন না মাস্ক
ধামরাইয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় ফের আবার ডাকাতির চেষ্টা
রাজউক জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
দ্বিতীয় দিনের মতো অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা
বন্ধ বেক্সিমকো খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস
পরিবারসহ জ্যাকব ও ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ
সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি’র
চুক্তিতে নিয়োগের দৌড়ে নওফেলের জালাল উদ্দিন চৌধুরী
পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম
ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করবে ইউএনডিপি
সাকরাইনে মেতেছে পুরান ঢাকা