ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১

বিশ্বরেকর্ড ছাড়া গতি নেই বাংলাদেশের

Daily Inqilab ইমরান মাহমুদ

২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬ এএম

বাজে ব্যাটিংয়ের পসরা মেলে চেন্নাই টেস্টের লাগাম শুরুর ইনিংসেই হাতছাড়া করে ফেলেছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে এসেই ভারতের বিপক্ষে জয় নিয়ে আলোচনা করাটাই অবান্তর। এমনকি ড্র করতে হলেও অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে। অনিশ্চিত ক্রিকেটে অনেক কিছুই ঘটতে পারে। তবে সেই তর্কে নামার আগে দুটি পরিসংখ্যান একটু চোখ বুলিয়ে নেয়া জরূরী।
এক. ঝড়ো ব্যাটিংয়ে ভারত নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ৪ উইকেটে ২৮৭ রানে। বাংলাদেশকে জিততে হলে করতে হবে ৫১৫ রান। ভারতকে হারাতে হলে এই টেস্টে বিশ্ব রেকর্ড গড়তে হবে টাইগারদের। টেস্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রানতাড়ার রেকর্ডটিই যে ৪১৮ রানের। ২০০৩ সালে সেন্ট জন্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে রানতাড়ার অবিশ্বাস্য এই কীর্তি গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আর টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানতাড়ার রেকর্ডটি ২০০৯ সালের। গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২১৫ রানের লক্ষ্য টপকে গিয়েছিল বাংলাদেশ।
দুই. ইতিহাস ও রেকর্ডের পাশাপাশি চেন্নাই টেস্টে বাংলাদেশ দলের খেলোয়াড়দের পারফরম্যান্সও খুব বেশি আশা জোগাচ্ছে না। দলের খেলোয়াড়দের চতুর্থ ইনিংসের পারফরম্যান্সের দিকে তাকালেই এই চিত্র সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। চেন্নাই টেস্টে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি গড় জাকির হাসানের। ৫ ইনিংসে ১৯৩ রান করা জাকিরের গড় ৪৮.২৫। দ্বিতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। ২৩ ইনিংসে ৮৫৫ রান করা সাকিবের গড় ৪৫। অন্য ব্যাটসম্যানদের মধ্যে ৩০-এর ওপরে গড় আছে দুজন ব্যাটসম্যানের। মুমিনুল হক (৩৭.২৯) ও মুশফিকুর রহিমের (৩৪.৬৪)। এই দু’জনও সমান ১৩ রান করে এরই মধ্যে বিদায় নিয়েছেন চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংস থেকে।
তারপরও অনিশ্চয়তার সুন্দরতম খেলায় ঘটতে পারে অনেক কিছুই। সেই বিচারে দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলামের ব্যাটে শুরুটাও ভালো করেছিল বাংলাদেশ। কিন্তু চা-বিরতির পর বদলে যায় সব। নিয়মিত বিরতিতে উইকেট পতনে চার উইকেট হারিয়ে বড় চাপে পড়েছে টাইগাররা। বাংলাদেশের আশা টিকিয়ে রেখে এক প্রান্ত আগলে লড়ছেন অধিনায়ক শান্ত। তাকে সঙ্গ দিচ্ছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান।
গতকাল চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ৩৭.২ ওভারে ৪ উইকেটে বাংলাদেশ তুলেছে ১৫৮ রান। ফলে এখনও ৩৫৭ রানে পিছিয়ে আছে সফরকারীরা। এর আগে ৪ উইকেটে ২৮৭ রান তোলার পর ইনিংস ঘোষণা করে ভারত। এদিনের তৃতীয় শেষের পানি পানের বিরতির পরপরই শেষ হয়ে যায় দিনের খেলা। ৩৮তম ওভারে পেসার মোহাম্মদ সিরাজের হাতে বল তুলে দিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। দুটি বল করার পর আলো কম থাকায় খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। ফ্ল্যাড লাইট জ্বালিয়ে দিলেও সন্তুষ্ট হননি তারা। নির্ধারিত সময়ের চাইতে ৯.৪ ওভার আগে মাঠ ছাড়েন দুই দলের খেলোয়াড়রা। ৬০ বলে ৫১ রানে অপরাজিত শান্ত, সাকিব খেলছেন ১৪ বলে ৫ রান নিয়ে।
চা-বিরতি পর্যন্ত দারুণ খেলেন জাকির ও সাদমান। ৫৬ রান সংগ্রহ করে বিরতিতে যান দুই ওপেনার। তবে বিরতির পর স্কোরবোর্ডে আর ৬ রান যোগ করতেই ভাঙে এই জুটি। ব্যক্তিগত ৩৩ রানে বিদায় নেন জাকির। জাসপ্রিত বুমরাহর অফ স্টাম্পের বাইরের ডেলিভারি খোঁচা মেরে গালিতে যশস্বী জসওয়ালের দারুণ ক্যাচে পরিণত হন এই ওপেনার। পরে খুব বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার সাদমানও, বিলিয়ে আসেন নিজের উইকেট। এবার ঘাতক রবিচন্দ্রন অশ্বিন। এই পেসারের খাটো লেন্থের বলে ব্যাকফুটে লেগে ঘোরাতে চেয়েছিলেন এই ওপেনার। তবে দোমনা হয়ে খেলতে গিয়ে ব্যাটের সামনের দিকের কানায় লেগে বল চলে যায় শর্ট মিড উইকেটে দাঁড়ানো শুবমান গিলের হাতে। ৬৮ বলে ৩৫ রান করেন সাদমান।
এরপর মুমিনুলকে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন শান্ত। তৃতীয় উইকেটে ৪০ রানের জুটিও গড়েছিলেন তারা। কিন্তু অশ্বিনের বলে ডিফেন্ড করতে গিয়ে লাইন মিস করে বোল্ড হয়ে যান মুমিনুল। তিনটি চারে ১৩ রান করেন তিনি। মুশফিকও নেমেই আগ্রাসী হওয়ার চেষ্টা চালান। একটি করে চার ও ছক্কা মারেন তিনি। তবে অশ্বিনের বলে বেরিয়ে এসে খেলতে গিয়ে মিড-অফে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দেন তিনি। সামনের দিকে ডাইভ দিয়ে ক্যাচটি ধরে এই ফিল্ডার। পরে তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত জানান। তার ব্যাট থেকেও আসে ১৩ রান।
সাকিব নেমেই রানের জন্য ছটফট করতে থাকেন। প্রথম বলেই উইকেট ছেড়ে বেরিয়ে শট নেন। করেছেন রিভার্স সুইপও। আগের ইনিংসে রিভার্স সুইপ করতে গিয়েই আউট হয়েছিলেন তিনি। তবে ব্যাটে বলে সে অর্থে সংযোগ করতে পারছেন না। ১৪ বলে ৫ রান করে অপরাজিত রয়েছেন এই অলরাউন্ডার। তবে এক প্রান্ত আগলে টিকে আছেন শান্ত। শুরু থেকেই ওয়ানডে স্টাইলে ব্যাটিং করতে থাকা অধিনায়ক এরমধ্যেই তুলে নিয়েছেন ফিফটি। ৫৬ বলে ফিফটি স্পর্শ করা এই ব্যাটার অপরাজিত রয়েছেন ৫১ রানে। ৪টি চার ও ৩টি ছক্কায় সাজান নিজের ইনিংস।
এর আগে রিশাভ পান্ত ও শুবমান গিলের সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৮৭ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিক দল। আগের ইনিংসের ২২৭ রানের লিড যোগ হয়ে তাতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫১৫ রানের। দেড়শো বছরের টেস্ট ইতিহাসে এত বড় রান তাড়া করে জেতার রেকর্ড নেই কোন দলের। বাংলাদেশকে তাই ম্যাচ জিততে গড়তে হবে বিশ্ব রেকর্ড। ম্যাচ বাঁচাতে ব্যাট করতে হবে আড়াই দিনের বেশি। ১২৮ বলে ১০৯ রান করেছেন পান্ত। ১৭৬ বলে ১১৯ রান করেছেন গিল।

সংক্ষিপ্ত স্কোর
ভারত : ৩৭৬ ও ২য় ইনিংস : ৬৪ ওভারে ২৮৭/৪ (আগের দিন ৮১/৩) (গিল ১১৯*, পান্ত ১০৯, রাহুল ২২*; তাসকিন ১/২২, হাসান ০/৪৩, নাহিদ ১/২১, সাকিব ০/৭৯, মিরাজ ২/১০২, মুমিনুল ০/১৫)।
বাংলাদেশ : ১৪৯ ও ২য় ইনিংস : (লক্ষ্য ৫১৫) ৩৭.২ ওভারে ১৫৮/৪ (জাকির ৩৩, সাদমান ৩৫, শান্ত ৫১*, মুমিনুল ১৩, মুশফিক ১৩, সাকিব ৫*; বুমরাহ ১/১৮, সিরাজ ০/২০, আকাশ ০/২০, অশ্বিন ৩/৬৩, জাদেজা ০/২৯)।
*এখনও ৩৫৭ রানে পিছিয়ে বাংলাদেশ। (৩য় দিন শেষে)


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভিনিসিউস-এমবাপ্পে ঝলকে রিয়ালের বড় জয়

ভিনিসিউস-এমবাপ্পে ঝলকে রিয়ালের বড় জয়

ফের বিবর্ণ ইউনাইটেড হারাল পয়েন্ট

ফের বিবর্ণ ইউনাইটেড হারাল পয়েন্ট

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

এবার বুন্দেসলীগায়ও বায়ার্নের গোল উৎসব

এবার বুন্দেসলীগায়ও বায়ার্নের গোল উৎসব

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দ্বিতীয় ওয়ানডেতেও অজিদের অনায়স জয়

দ্বিতীয় ওয়ানডেতেও অজিদের অনায়স জয়

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

দেশে সংস্কার  ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান

দেশে সংস্কার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান

ছাত্রলীগের হামলার শিকার শিক্ষার্থীদের মামলা করতে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ছাত্রলীগের হামলার শিকার শিক্ষার্থীদের মামলা করতে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই

বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

পুলিশের লুট হওয়া অস্ত্র অপরাধে ব্যবহারের আশঙ্কা

পুলিশের লুট হওয়া অস্ত্র অপরাধে ব্যবহারের আশঙ্কা

মস্কোয় হামলার উপযুক্ত ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠাবে না জার্মানি

মস্কোয় হামলার উপযুক্ত ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠাবে না জার্মানি

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান