বেঙ্গালুরু টেস্ট

ভারতকে সর্বনিম্ন রানের লজ্জা দিয়ে লাগাম নিউজিল্যান্ডের হাতে

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

১৭ অক্টোবর ২০২৪, ০৬:৪২ পিএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪, ০৭:৪৩ পিএম

ছবি: ব্ল্যাকক্যাপস/ফেসবুক

ম্যাট হেনরি আর উইলিয়াম ও’রুকের দুর্দান্ত বোলিংয়ে ঘরের মাঠে নিজেদের সর্বনিম্ন রানের লজ্জায় পড়ল ভারত। পরে ডেভন কনওয়ের ব্যাটে বেঙ্গলুরু টেস্টের লাগাম হাতে নিয়েছে নিউজিল্যান্ড।

খাতা কলমে বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিন হলেও কার্যত এটাই প্রথম দিন। আগের দিনের পুরেটাই ভেসে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় দিন নিউজিল্যান্ড শেষ করে ৩ উইকেটে ১৮০ রানে। দিন শেষে ৭ উইকেট হাতে নিয়ে ১৩৪ রানে এগিয়ে সফরকারী দলটি।

৩৪ বলে ২২ রানে রাচিন রবীন্দ্র ও ৩৯ বলে ১৪ রানে ড্যারিল মিচেল তৃতীয় দিন শুরু করবেন। ২৬ রানের জুটিতে তারা অবিচ্ছিন্ন আছেন।

কনওয়ে আউট হন নার্ভান নাইনটিতে। আশ্বিনের বলে বোল্ড হওয়ার আগে ১০৫ বলে ১১টি চার ও ৩ ছক্কায় ৯১ রান করেন এই ওপেনার। থিতু হয়ে আউট হন অঅরেক ওপেনার টম লাথাম (৪৯ বলে ১৫) ও উইল ইয়াং (৭৩ বলে ৩৩)।

৬৭ রানের ওপেনিং জুটির পর দ্বিতীয় উইকেটে ১১৬ বলে ৭৫ রান যোগ করেন কনওয়ে ও ইয়াং।

কিউইদের তিন উইকেট নিয়েছেন তিন স্পিনার রবীচন্দ্রন আশ্বিন, কুলদিপ যাদব ও রবীন্দ্র জাদেজা।

নিজেদের প্রথম ইনিংসে ৩১.২ ওভারে স্রেফ ৪৬ রানে গুটিয়ে যায় ভারত। ঘরের মাঠে যা তাদের সর্বনিম্ন ইনিংস। সব মিলিয়ে তৃতীয় সর্বনিম্ন।

টেস্টে ভারতের সর্বনিম্ন স্কোর ৩৬। ২০২০ সালের ডিসেম্বরে অ্যাডিলেডে অস্ট্রেরিয়ার বিপক্ষে। এর আগে দেশের মাটিতে ভারতের সর্বনিম্ন দলীয় স্কোর ছিল ৭৫ রান, দিল্লিতে ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

ভারতের শেষ ব্যাটার হিসেবে হেনরির শিকার হয়ে ফেরেন কুলদিপ যাদব। ম্যাচে হেনরির এটি পঞ্চম শিকার। একই সাথে এটি তার ২৬ টেস্ট ক্যারিয়ারের একশতম শিকারও।

৩২ বছর বয়সী এই ডানহাতি পেসার ৫ উইকেট নেন সেোফ ১৫ রানের বিনিময়ে। ২২ রানে ৪ উইকেট নেন তরুণ ডানহাতি পেসার ও’রুক।

উইকেট শিকারের উৎসবের শুরুটা হয়েছিল অবশ্য টিম সাউদির হাত ধরে। ষষ্ঠ ওভারে দলীয় ৯ রানে রোহিত শর্মাকে বোল্ড করে দেন অভিজ্ঞ এই পেসার। সেই শুরু। এরপর স্বাগতিক ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মিছিয়ে।

দুই অঙ্ক স্পর্শ করতে পারেন কেবল ইয়াসভি জয়সয়াল (৬৩ বলে ১৩) ও ঋশাভ পান্ত (৪৯ বলে ২০)। ১০ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে তারা গড়েন ইনিংস সর্বোচ্চ ৬৮ বলে ২১ রানের জুটি। দুই অঙ্কের আর কোনো জুটি নেই। ইনিংসে বাউন্ডারি মাত্র চারটি।

পাঁচজন ব্যাটার রানের খাতা খুলতে পারেননি। বিরাট কোহলি ৯ বলে ০ রানে লেগ দালিতে ক্যাচ দেন ও’রুকের বলে।

এর আগে সবশেষ ১৯৯৯ সালে মোহালিতে নিউজিল্যান্ডের বিপক্ষেই ভারতের ৫জন আউট হয়েছিলেন শূন্য রানে। সেদিন ভারত অলআউট হয়েছিল ৮৩ রানে।

অবশ্য গত জানুয়ারিতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউনে এক ইনিংসে ভারতের ৬ ব্যাটসম্যানও শূন্য রানে আউট হয়েছিলেন। ভারতের ছয় ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছেন ২০১৪ সালেও, ইংল্যান্ডের বিপক্ষে।

এক ইনিংসে সবচেয়ে বেশি ব্যাটসম্যানের শূন্য রানে আউটের তালিকায় অবশ্য সবচেয়ে বেশি তিনবার এসেছে বাংলাদেশের নাম। তবে ৬ জন শূন্য রানে ফেরার পরও সর্বোচ্চ স্কোরটা বাংলাদেশেরই, ২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে, ৩৬৫ রান।

(দ্বিতীয় দিন শেষে)

বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বাংলাদেশ পুলিশের অত্যাচারী আচরণের নতুন ভিডিও ফাঁস

বাংলাদেশ পুলিশের অত্যাচারী আচরণের নতুন ভিডিও ফাঁস

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা

আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'

আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'

পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান

পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান

বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে

বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে

হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস

হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস

শেখ পরিবার একটি চোরের কারখানা’

শেখ পরিবার একটি চোরের কারখানা’

অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন

অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন

জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন

জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস

টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস

টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস

পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন

পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন

টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি

টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি

আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে

আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে

মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!

মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!

মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার

মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার

আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ

আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে

ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার

ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার