সাজিদের ঘূর্ণিতে কুপোকাত ইংল্যান্ড
১৮ অক্টোবর ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ১৮ অক্টোবর ২০২৪, ১২:১০ এএম
মুলতানে প্রথম টেস্টে রীতিমতো বিধ্বস্ত হয়েছিল পাকিস্তান। বিব্রতকর এক হারে রেকর্ড গড়েই জিতেছিল ইংল্যান্ড। সেই পিচেই গড়ায় দ্বিতীয় টেস্ট। ব্যবহৃত পিচের সদ্ব্যবহার দারুণভাবে করেছে স্বাগতিকরা। তৃতীয় দিনে সবমিলিয়ে পড়েছে ১৬ উইকেট। মূলত সাজিদ খানের ঘূর্ণিতে বেকায়দায় ইংলিশরা। সফরকারীদের পরীক্ষা নিচ্ছেন আরেক স্পিনার নোমান আলীও। তাতে জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান। গতকাল মুলতান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ২৯৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে ২ উইকেটে ৩৬ রান করেছে ইংল্যান্ড। এখনও ২৬১ রানে পিছিয়ে আছে দলটি। এর আগে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ২৯১ রানে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ২২১ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।
সকালে আগের দিনে করা ৬ উইকেটে ২৩৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। শেষ চার উইকেট হারিয়ে এদিন আরও ৫২ রান যোগ করতে পারে দলটি। আগের দিন চার উইকেট তুলে নেওয়া সাজিদ এদিন তুলে নেন আরও তিনটি উইকেট। শেষ পর্যন্ত ১১১ রানের খরচায় পান ৭ উইকেট। মুলতানের মাঠে এটাই সেরা বোলিং ফিগার। বাকি তিনটি উইকেট পান নোমান। ইংলিশদের হয়ে এদিন কিছুটা লড়াই করেছিলেন জ্যাক লিচ ও জেমি স্মিথ। লিচ ২৫ রানে অপরাজিত থাকলেও স্মিথ থেমেছেন ২১ রানে।
প্রথম ইনিংসে ৭৫ রানে গিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। ১৫৬ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলে দলটি। এরপর সাজিদ খানকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সালমান আলী আগা। নবম উইকেটে ৬৫ রান যোগ করেন এ দুই ব্যাটার। তাতেই চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিতে পারে দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেন সালমান। ৮৯ বলে ৫টি চার ও ১টি ছক্কায় এই রান করেন তিনি। ৪৩ বলে ২২ রানের কার্যকরী ইনিংস খেলেন সাজিদ। এছাড়া সাউদ শাকিল ৩১ ও কামরান গুলাম ২৬ রান করেন। ইংল্যান্ডের পক্ষে ৬৬ রানের খরচায় ৪টি উইকেট নেন শোয়েব বশির। ৩টি শিকার লিচের। দুটি উইকেট পেয়েছেন ব্রাইডন কার্স।
২৯৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দিনের শেষ বেলাটা ভালো যায়নি ইংলিশদের। দুই ওপেনারকেই হারিয়েছে তারা। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান বেন ডাকেট রানের খাতা খোলার আগেই মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়েছেন সাজিদের বলে। আর নোমানের বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন জ্যাক ক্রলি। তবে জো রুটকে নিয়ে দিনের বাকি সময় ভালোভাবেই কাটিয়ে দিয়েছেন অলি পোপ। রুট ১২ ও পোপ ২১ রানে ব্যাটিং করছেন।
৫০ মনোনয়নপত্র বৈধ একটিতে আপত্তি
স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বহুল আলোচিত নির্বাচন ২৬ অক্টোবর। এই নির্বাচনের তফসিল অনুযায়ী গতকাল ছিল জমা দেওয়া মনোনয়নপত্রের ওপর আপত্তি জানানোর দিন। নির্বাচন কমিশন জমাকৃত মনোনয়নপত্রের ৫০টিকে বৈধ ঘোষণা করলেও পাশাপাশি আপত্তি পড়েছে শুধু একটিতে। সদস্য পদপ্রার্থী মাহফুজা আক্তার কিরণের মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেছেন শরীয়তপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কাউন্সিলর মোজাম্মেল হক চঞ্চল। আপিল কমিশনের কাছে আপিল করতে হলে ৫০ হাজার টাকা ফি প্রদান করতে হয়। নির্ধারিত ফি দিয়েই শরিয়তপুরের কাউন্সিলর কিরণের মনোনয়নপত্র বাতিল চেয়েছেন। কিরণের বিরুদ্ধে অভিযোগ হলো, পাসপোর্ট ও জাতীয় পরিচয় পত্রে মাহফুজা আক্তার থাকলেও মনোনয়নপত্রে মাহফুজা আক্তার কিরণ রয়েছে। নামের এই বৈসাদৃশ্যের জন্য শরীয়তপুরের কাউন্সিলর কিরণের মনোনয়ন বাতিল চেয়েছেন। পাশাপাশি আবেদনকারী ফিফা, এএফসিতে কিরণের আবেদনে শুধু মাহফুজা আক্তার লেখা সেটারও প্রমাণ দেন।
অভিযোগকারী এর আগে বুধবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেছিলেন। প্রধান নির্বাচন কমিশনার এই আবেদন পর্যালোচনা করে খারিজ করেন। যুক্তি হিসেবে তিনি দেখিয়েছেন গত নির্বাচনেও কিরণ নামটি ব্র্যাকেটে ব্যবহার হয়েছে। এতে বড় ধরনের কোনো ব্যত্যয় হয়নি। ব্র্যাকেটে ডাক নাম ব্যবহার করে মনোনয়ন বৈধ হয়েছে বেশ কয়েকটি। নির্বাচন আপিল কমিশনের কাছে কিরণের মনোনয়ন বাতিলের পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সমালোচনাও করেন শরীয়তপুরের কাউন্সিলর। কাল আজ সকাল সাড়ে ১০টায় আপিল কমিশন শুনানিতে বসবে। আপিল কমিশনের প্রধান নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ জাকারিয়া।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার
সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন রিসোর্ট পুড়ে ছাই