সাজিদ-নোমানের বোলিং রেকর্ডে ইংল্যান্ডকে হারাল পাকিস্তান
১৮ অক্টোবর ২০২৪, ০৩:১৬ পিএম | আপডেট: ১৮ অক্টোবর ২০২৪, ০৩:৩২ পিএম
সাজিদ খান ও নোমান আলির সামনে দাঁড়াতেই পারল না ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপ। দুই স্পিনের বোলিং রেকর্ডে ইংলিশদের গুড়িয়ে ভুলতে বসা এক জয়ের স্বাদ পেল পাকিস্তান।
মুলতান টেস্টে ইংল্যান্ডকে ১৫২ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরাল পাকিস্তান। ২৯৭ রানের লক্ষ্যে ১৪৪ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।
দ্বিতীয় ইনিংসে ৮টিসহ ইনিংসে মোট ১১টি উইকেট নেন বাঁ-হাতি অর্থডক্স বোলার নোমান। তবে প্রথম ইনিংসে ৭টিসহ ম্যাচে ৯ উইকেট ও গুরুত্বপূর্ণ সময়ে ২২ রান করা আরেক স্পিনার সাজিদ হয়েছেন ম্যাচ সেরা। ৫২ বছর পর দুই বোলার মিলেই শিকার করলেন প্রতিপক্ষের ২০ উইকেট।
দুই বোলার মিলেই প্রতিপক্ষের ২০ উইকেটের সবকটি নেওয়ার নজির ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে এই নিয়ে হলো মাত্র সপ্তমবার। সবশেষটি ছিল ১৯৭২ সালে। লর্ডসে সেবার ইংলিশ ব্যাটিং গুঁড়িয়ে টেস্ট অভিষেকেই দুই ইনিংসে ৮টি করে উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার বব ম্যাসি। বাকি চার উইকেট নিয়েছিলেন ডেনিস লিলি।
টানা ছয় টেস্টে পরাজয়ের পর অবশেষে জয়ের দেখা পেল পাকিস্তান। এর আগে দেশের মাঠে তারা সবশেষ জয়ের দেখা পেয়েছিল ২০২১ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর টানা ১১ টেস্টে জয় দেখেননি শান মাসুদ–বাবর আজমরা। তিন বছর আট মাসের অপেক্ষা শেষে এসেছে সেই মুহূর্ত। অধিনায়ক হিসেবেও টানা ছয় পরাজয়ের পর প্রথম জয়ের স্বাদ পেলেন শান মাসুদ।
জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ২৬১ রান, পাকিস্তানের ৮ উইকেট। শুক্রবার দিনের দ্বিতীয় ওভারেই ওলি পোপকে ফিরিয়ে সেই জয়ের পথে এগিয়ে দেওয়ার কাজটি শুরু করেন সাজিদ। এরপর বাকি কাজটা একাই সারেন নোমান। ইংল্যান্ডের ইনিংস থেমেছে ৩৩.৩ ওভারেই।
দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে ৮ উইকেট শিকার করে রেকর্ড বইয়ে নাম তোলেন নোমান। পাকিস্তানের ইতিহাসের প্রথম বোলার হিসেবে ৩৮ বছর পেরিয়ে ৫ উইকেটের স্বাদ পেলেন তিনি। ৩৮ বছর ৮ দিন বয়সে ম্যাচটি শুরু করেন তিনি। দুই ইনিংস মিলিয়ে তার প্রাপ্তি ১৪৭ রানে ১১ উইকেট।
পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি বয়সে ম্যাচে ১০ উইকেট নেওয়ার আগের রেকর্ড ছিল সাঈদ আজমলের (৩৫ বছর ৩৪২ দিন)।
মুলতানের এই পিচে প্রথম টেস্টে পাঁচ দিন খেলা হয়েছে বলে এটি ছিল কার্যত নবম দিনের উইকেট। স্পিনাররা সহায়তা পাচ্ছিলেন আগের দিন থেকেই। ইংল্যান্ডের ব্যাটসম্যানেরা গতকালের মতো আজও টিকে থাকা ও রান তোলার জন্য সুইপ–রিভার্স সুইপেই ভর করেছেন বেশি।
৩৬ বলে ৩৭ রানের সর্বোচ্চ ইনিংস খেলেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তবে নোমানকে এগিয়ে এসে ওড়াতে গিয়ে হয়েছেন স্টাম্প।
তিন ছক্কায় ২৭ রান করে বিদায় নেন ব্রাইডন কার্স। টানা দুই বলে উইকেট নিয়ে ম্যাচ শেষ করে দেন নোমান।
সিরিজ নির্ধারণী টেস্ট আগামী বৃহস্পতিবার থেকে, রাওয়ালপিন্ডিতে।
পাকিস্তান ১ম ইনিংস: ৩৬৬
ইংল্যান্ড ১ম ইনিংস: ২৯১
পাকিস্তান ২য় ইনিংস: ২২১
ইংল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ২৯৭, আগের দিন ৩৬/২) ৩৩.৩ ওভারে ১৪৪ (পোপ ২২, রুট ১৮, ব্রুক ১৬, স্টোকস ৩৭, স্মিথ ৬, কার্স ২৭, পটস ৯*, লিচ ১, বাশির ০; সাজিদ ১৭-০-৯৩-২, নোমান ১৬.৩-১-৪৬-৮)।
ফল: পাকিস্তান ১৫২ রানে জয়ী।
সিরিজ: তিন ম্যাচ সিরিজের দুটি শেষে ১-১ সমতা।
ম্যান অব দা ম্যাচ: সাজিদ খান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশ পুলিশের অত্যাচারী আচরণের নতুন ভিডিও ফাঁস
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার