রাচিনের সেঞ্চুরির পর তিন ফিফটিতে ভারতের লড়াই
১৮ অক্টোবর ২০২৪, ০৬:৩৯ পিএম | আপডেট: ১৮ অক্টোবর ২০২৪, ০৭:০৫ পিএম
রাচিন রবীন্দ্রর দুর্দান্ত সেঞ্চুরি ও টিম সাউদির ফিফটিতে চারশোর্ধো রানের সংগ্রহ পেল নিউজিল্যান্ড। পরে প্রথম ইনিংসের লজ্জা ভুলে রোহিত শর্মা, বিরাট কোহলি ও সরফরাজ খানের ফিফটিতে লড়াই চালিয়ে যাচ্ছে ভারত।
তবু বেঙ্গালুরু টেস্টের তৃতীয় দিন শেষে এখনও ১২৫ রানে পিছিয়ে ভারত, হাতে আছে ৭ উইকেট।
৩ উইকেটে ১৮০ রানে দিন শুরু করা নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৪০২ রানে। প্রথম ইনিংসে তারা পায় ৩৫৬ রানের লিড।
জবাবে প্রথম ইনিংসে ৪৬ রানে গুটিয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২৩১ রান তুলে দিন শেষ করে।
দুই দল মিলিয়ে এদিন তুলেছে ৪৫৩ রান। ভারতের মাটিতে টেস্টে এক দিনে যা দ্বিতীয় সর্বোচ্চ। আর সর্বোচ্চ ৪৭০ রান হয়েছিল ২০০৯ সালে মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কা টেস্টের দ্বিতীয় দিনে।
গ্লেন ফিলিপসের করা দিনের শেষ বলে কট বিহাইন্ড হন কোহলি। তাতে ছেদ পড়ে সরফরাজের সাথে তার ১৬৩ বলে ১৩৬ রানের জুটি। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া কোহলি এবার করেন ১০২ বলে ৮টি চার ও ১ ছক্কায় ৭০ রান। এই ইনিংসের পথে ভারতের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৯ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন কোহলি।
৭৮ বলে ৭টি চার ও ৩ ছক্কায় ৭০ রানে অপরাজিত আছেন সরফরাজ।
চা বিরতির সময় ভারতের রান ছিল ১৫ ওভারে বিনা উইকেটে ৫৭। ৭২ রানের ওপেনিং জুটি গড়ে ইয়াসভি জয়সয়াল (৫২ বলে ৩৫) ফেরেন এজাজ প্যাটেলের বলে কট বিহাইন্ড হয়ে। ২৩ রানের ব্যবধানে রোহিতকেও (৬৩ বলে ৫২) বোল্ড করে দেন প্যাটেল। এরপরই সেই কোহলি-সরফরাজ জুটি।
৪৯ ওভারে ভারত ৩ উইকেটে ২৩১ রান তুলেছে ৪.৭১ গড়ে।
এর আগে ২২ রান নিয়ে দিন শুরু করা রবিন্দ্র লম্বা সময় পাশে পেয়েছেন কেবল সাউদিকে। অষ্টম উইকেটে তারা গড়েন ১৩২ বলে ১৩৭ রানের ঝড়ো জুটি। এর আগে তাদের কোনো জুটি ২০ স্পর্শ করেনি।
৭৩ বলে ৫টি চার ও ৪ ছক্কায় ৬৫ রান করেন সাউদি। মূলত বোলার হিসেবে খেলা এই পেসারের সপ্তম টেস্ট ফিফটি এটি।
কুলদিপ ডাদবের বলে ছক্কা হাঁকাতে গিয়ে শেষ ব্যাটার হিসেবে আউট হন রাচিন, ১৫৭ বলে ১৩টি চার ও ৪ ছক্কায় ১৩৪ রান করে। ১০ টেস্টের ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় শতক।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৪৬
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৯১.৩ ওভারে ৪০২ (আগের দিন ১৮০/৩) (রাভিন্দ্রা ১৩৪, মিচেল ১৮, ব্লান্ডেল ৫, ফিলিপস ১৪, হেনরি ৮, সাউদি ৬৫, এজাজ ৪, ও'রোক ০*; বুমরাহ ১৯-৭-৪১-১, সিরাজ ১৮-২-৮৪-২, অশ্বিন ১৬-১-৯৪-১, কুলদিপ ১৮.৩-১-৭২-৩, জাদেজা ২০-১-৭২-৩)
ভারত ২য় ইনিংস: ৪৯ ওভারে ২৩১/৩ (জয়সওয়াল ৩৫, রোহিত ৫২, কোহলি ৭০, সারফারাজ ৭০*; সাউদি ৭-১-২২-০, হেনরি ১১-৫২-০, ও'রোক ১১-১-৪৮-০, এজাজ ১২-২-৭০-২, ফিলিপস ৮-১-৩৬-১)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সারজিসসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের তথ্যটি ভুয়া
রাশিয়াকে হুঁশিয়ারি দিল অস্ট্রেলিয়া ,নাগরিক নিহত হলে শাস্তি হবে কঠিন
বাংলাদেশ পুলিশের অত্যাচারী আচরণের নতুন ভিডিও ফাঁস
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ