এবার আন্দোলনে সাকিব ভক্তরা
১৯ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৯ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম
লাল-সবুজ ক্রিকেটের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের ঢাকায় ফেরা নিয়ে বেশ কিছুদিন ধরেই সমালোচনামূখর গোটা দেশ। বিশেষ করে গত কয়েকদিন ধরে সাকিব ইস্যুতে উত্তাল মিরপুরের হোম অব ক্রিকেট। আগের দিন শেরে বাংলা স্টেডিয়ামের চত্বরে সাকিবের বিরুদ্ধে একাট্টা হয়েছিলেন ছাত্র-জনতা। এবার সাকিবকে ফেরাতে ভক্তরা নামলেন আন্দোলনে। শুক্রবার একই সময়ে শেরে বাংলা স্টেডিয়াম চত্বরে বিক্ষোভের ডাক দিয়েছিল দুই পক্ষ। বৃষ্টি মাথায় নিয়ে সাকিব ভক্তরা বিকাল সাড়ে ৩টার দিকে স্টেডিয়ামের মূল ফটকের সামনে মিছিল করেন। কিছুক্ষণ পর তার বিরোধীদের স্টেডিয়ামের এক পাশে দেখা গেলেও তাদের মিছিল করতে দেখা যায়নি। বেশ কিছুক্ষণ ধরেই চলে সাকিব ভক্তদের বিক্ষোভ। এই বিক্ষোভ সমাবেশ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দেওয়া হয় আল্টিমেটাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের স্কোয়াডে ছিলেন সাকিব। মিরপুরে নিজের শেষ ম্যাচটি খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর তার সব আয়োজন ঠিকঠাকই ছিল। বাঁহাতি এই অলরাউন্ডার যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে বৃহস্পতিবার রওনাও হয়েছিলেন। কিন্তু দুবাইয়ের ট্র্যানজিটে এসে শেষ মুহ‚র্তে দেশে ফেরার সবুজ সঙ্কেত না পেয়ে ফিরে গেছেন। সাকিব। তার দেশে ফেরার খবরে বিরোধীরা বৃহস্পতিবার বিক্ষোভ করেন শেরে বাংলা স্টেডিয়ামের মূল ফটকের সামনে। তারা বিসিবিকে আল্টিমেটাম দিয়ে বলেন, সাকিবকে আর কখনোই জাতীয় দলের জার্সিতে দেখতে চান না। বিসিবি যদি তাদের দাবি মেনে না নেয়, সেক্ষেত্রে তারা মিরপুর বøকেড করে ফেলবেন। এমন আল্টিমেটামের একদিন পর সাকিব ভক্তরা শুক্রবার মিরপুরে জড়ো হন। বৃষ্টি মাথায় নিয়েই বিক্ষোভ করেন তারা। বিশাল ব্যানার নিয়ে তাদের মিছিল চলতে থাকে। ব্যানারে লেখা ছিল, ‘বাংলার নবাব সাকিব আল হাসানকে নিয়ে কোনো রকম ষড়যন্ত্র আমরা সাকিবিয়ান মেনে নিবো না।’ ব্যানারে আরও লেখা ছিল, ‘সাকিবের বিরুদ্ধে মব কালচার বন্ধের আহবান।’ তারা চান, সাকিবের নিরপত্তা। সাবেক অধিনায়কের পাশে তারা সবসময় আছেন বলে জানান। বিক্ষোভকারীদের একজন দৈনিক ইনকিলাবকে বলেন,‘সাকিব তো রাজনীতির শিকার হচ্ছেন। চুপ থাকা তো কোনও অপরাধ না। একটা মানুষ দেশের জন্য এত কিছু করেছে, আর সেই মানুষটার ইচ্ছা পূরণ হবে না, এটা তো হতে পারে না। আমাদের দাবি একটাই সাকিবকে নিরাপদে দেশে ফিরিয়ে এনে তার ইচ্ছা পূরণ করতে হবে। যদি এটা না করা হয় আমরা এখান থেকে সরবো না। আমাদের আন্দোলন চলতেই থাকবে।’
শেরে বাংলা স্টেডিয়ামের মূল ফটকের সামনে আন্দোলরত সাকিব ভক্তদের সেøাগান ছিল- ‘উই ওয়ান্ট জান্টিস’ ‘সাকিব- সাকিব’। এছাড়া সাকিব খেলবেই, খেলবেই মিরপুরে খেলবেই- এমন সব সেøাগানে প্রকম্পিত হয় স্টেডিয়াম এলাকা। সাকিব শাওন নামের এক ভক্ত বলেন,‘আমরা যে কোনো মূল্যে সাকিবকে দেশে দেখতে চাই। সাকিব মিরপুরে খেলবে এটা আমরা চাই। ভাইয়ের ইচ্ছা পূরণ না হলে আমাদের আন্দোলন কেউ থামাতে পারবে না।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সারজিসসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের তথ্যটি ভুয়া
রাশিয়াকে হুঁশিয়ারি দিল অস্ট্রেলিয়া ,নাগরিক নিহত হলে শাস্তি হবে কঠিন
বাংলাদেশ পুলিশের অত্যাচারী আচরণের নতুন ভিডিও ফাঁস
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ