পাল্টা আক্রমণে সরফরাজের স্মরণীয় সেঞ্চুরি
১৯ অক্টোবর ২০২৪, ০১:৪৫ পিএম | আপডেট: ১৯ অক্টোবর ২০২৪, ০২:০১ পিএম
যখন ব্যাটে নামনে দল তখন প্রবল চাপে। এমন পরিস্থিতিতে ব্যাটে নেমে সরফরাজ খান খেলতে থাকলেন ওয়ানডে মেজাজে। চার-ছক্কার পসরা সাজিয়ে এই টপ অর্ডার তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। নিউজিল্যান্ডের বিপক্ষে তার শতেকই প্রথম ইনিংসে নিজেদের সর্বনিম্ন রানের লজ্জা ভুলে লড়াই চালিয়ে যাচ্ছে ভারত।
বেঙ্গালুরু টেস্টের চতুর্থ দিন শনিবার লাঞ্চের আগেই জাদুকরী তিন অঙ্কে পৌঁছে যান সরফরাজ। ১১০ বলে ১৩টি চার ও ৩ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন এই ২৬ বছর বয়সী ব্যাটার।
ঘরোয়া ক্রিকেটে ভারতের নিয়তিম পারফরমারতের একজন সরফরাজ। গত ফেব্রুয়ারিতে রাজকোটে অভিষেকে ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসেই ফিফটি করেছিলেন তিনি। একটিতে ছিলেন অপরাজিত। সিরিজের পরের টেস্টে করেন ১৪ ও শূন্য। তৃতীয় টেস্টেও একমাত্র ইনিংসে করেন ফিফটি। এরপরও দলে নিয়মিত হতে পারেননি তিনি। সুযোগটা যে পেয়েছিলেন দলের নিয়মিত সদস্য চোটে পড়ায়।
এবারও শুবমান গিলের চোটের কারণে ভাগ্য খুলে যায় সরফরাজের। সুযোগটা নিতি কী দুর্দান্তভাবেই না জাকে লাগালেন। এরপরও গিল ফিরলে হয়ত তার দলে থাকা অনিশ্চিত।
সরফরাজের এই সেঞ্চুরি স্মরণীয় হয়ে থাকবে ভারতের জার্সি গায়ে ক্যারিয়ারের প্রথম বলেই। তবে যে পরিস্থিতিতে তিনি সেঞ্চুরি করলেন সেটাও স্মরণীয় করে রাখার মতো। প্রথম ইনিংসে দেশের মাঠে ৪৬ রানে গুটিয়ে গিয়ে চরম বিব্রতকর অভিজ্ঞতা হয়েছে দলের। প্রথম আট ব্যাটসম্যানের পাঁচজনই ফিরেছেন শূন্য রানে, সেখানে ছিলেন সারফারাজও। প্রথম ইনিংসে ভারত পিছিয়ে ছিল ৩৫৬ রানে। এবারও ব্যর্থ হলে হয়ত পরের টেস্টে সুযোগই পেতেন না। কিন্তু এবার আর বুল করলেন না এই ব্যাটার।
তৃতীয় দিন শেষ বেলায় কোহলি আউট হন ৭০ রান করে। সারফারাজ দিন শেষ করেন ঠিক ৭০ রানেই। পরের দিন তিন অঙ্কে যেতে বেশি সময় নেননি সরফরাজ।
এই রিপোর্ট লেখার সময় বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল। সরফরাজ ব্যাট করছিলেন ১৫৪ বলে ১৬টি চার ও ৩ ছক্কায় ১২৫ রানে। ভারতের স্কোর ৩ উইকেটে ৩৪৪ রান। মূলত তার ব্যাটেই প্রথম ইনিংসের ধাক্কা সামলে লিড নেওয়ার খুব কাছে ভারত।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য
পরিষ্কার বার্তা চায় জনগণ
অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
কারাগারে এস কে সুর
‘গ্রিনল্যান্ডকে সামরিক এলাকা বানাতে চান ট্রাম্প’
ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
অভি খালাস! তাহলে খুনী কে?
জল্পনা উড়াল চীনা সংস্থা টিকটক কিনছেন না মাস্ক
ধামরাইয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় ফের আবার ডাকাতির চেষ্টা
রাজউক জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
দ্বিতীয় দিনের মতো অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা
বন্ধ বেক্সিমকো খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস
পরিবারসহ জ্যাকব ও ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ
সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি’র
চুক্তিতে নিয়োগের দৌড়ে নওফেলের জালাল উদ্দিন চৌধুরী
পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম
ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করবে ইউএনডিপি
সাকরাইনে মেতেছে পুরান ঢাকা