সারফারাজ কীর্তিতেও হারের মুখে ভারত
২০ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম
উইলিয়াম ও’রোকের হালকা লাফিয়ে ওঠা ডেলিভারি স্কয়ার ড্রাইভের চেষ্টায় স্টাম্পে টেনে আনলেন ঋষভ পন্ত। নিস্তব্ধ হয়ে গেল চিন্নাস্বামী স্টেডিয়ামের গ্যালারি। একইসঙ্গে যেন লেখা হয়ে গেল ম্যাচের ভাগ্যও। শারফারাজ আহমেদের কীর্তিময় সেঞ্চুরির পর ধসে পড়ল ভারতের ইনিংস। স্বাগতিকদের ঘুরে দাঁড়ানোর গল্প ছাপিয়ে, জয়ের দারুণ সম্ভাবনায় এখন নিউজিল্যান্ড। গতকাল ব্যাঙ্গালুরু টেস্টের চতুর্থ দিন শেষে জয়ের সুবাস পেতে শুরু করেছে কিউইরা। ম্যাচের শেষ দিন সবকটি উইকেট হাতে রেখে জয়ের জন্য তাদের প্রয়োজন ১০৭ রান।
বৃষ্টির বাগড়া পেরিয়ে এদিন ৪৬২ রানে অলআউট হয়েছে ভারত। প্রথম ইনিংসে নতুন বলে খাবি খাওয়া দলটি দ্বিতীয়বার ধসে পড়েছে দ্বিতীয় নতুন বলে। ৮০ ওভার পেরুনোর পর, বাকি ৭ উইকেট হারিয়ে আর মাত্র ৬২ রান করতে পেরেছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ৩৫৬ রানে পিছিয়ে থাকা ভারতকে লিড এনে দেওয়ার কারিগর সারফারাজ আহমেদ। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ১৫০ রান করেন তরুণ মিডল-অর্ডার ব্যাটসম্যান। তিন অঙ্কের আশা জাগিয়ে ৯৯ রানে আউট হন পন্ত। তবে দিনটি ঠিকই নিজের করে নিতে পেরেছেন সারফারাজ।
প্রথম টেস্ট সেঞ্চুরি সবসময় বিশেষ কিছু। তবে সারফারাজের এই সেঞ্চুরি যেন আরও বেশি স্পেশাল। কত প্রতিকূলতা পেরিয়ে, কত বন্ধুর পথ মাড়িয়ে, কত যন্ত্রণাময় অপেক্ষার পর অবশেষে দিনটি এলো! শুধু ভারতীয় ক্রিকেট নয়, তার গল্প তো এখন জানা গোটা ক্রিকেট বিশ্বেরই। সেই ছোট্টবেলা থেকে একটি স্বপ্নকে ধাওয়া করে বাবার সঙ্গে দিনরাত একাকার করে ঘাম ঝরানো, ঘরোয়া ক্রিকেটে রানের জোয়ার বইয়ে দেওয়ার পরও উপেক্ষিত থাকা এবং অবশেষে দেশের হয়ে মাঠে নামতে পারা, সবই যেন রূপকথা। এবার দেশের হয়ে প্রথম সেঞ্চুরির স্বাদও পেয়ে গেলেন ২৬ বছর বয়সী ব্যাটসম্যান। তিন দিন পরই তার জন্মদিন। নিজেকে আগাম উপহারও দিয়ে রাখলেন তিনি।
শুধু প্রথম সেঞ্চুরি বলেই নয়, এই ইনিংস সারফারাজের কাছে আরও স্মরণীয় হয়ে থাকবে ম্যাচের পরিস্থিতির কারণেও। প্রথম ইনিংসে দেশের মাঠে ৪৬ রানে গুটিয়ে গিয়ে চরম বিব্রতকর অভিজ্ঞতা হয় দলের। প্রথম আট ব্যাটসম্যানের পাঁচজনই ফেরেন শূন্য রানে, সেখানে ছিলেন সারফারাজও। প্রথম ইনিংসে ভারত পিছিয়ে ছিল ৩৫৬ রানে। এই অবস্থায় এমনিতে সব দলের পরাজয়ের প্রহর গোনার কথা। কিন্তু ভারত দেখাল পাল্টা আক্রমণের ঝলক। ইয়াসাসভি জয়সওয়াল ও রোহিত শার্মা পথ দেখালেন। ভিরাট কোহলি ও সারফারাজ সেই পথ ধরেই ছুটে গেলেন আরও দূরে। তৃতীয় দিন শেষ বেলায় কোহলি আউট হয়ে গেলেন ৭০ রান করে। সারফারাজ দিন শেষ করেছিলেন ঠিক ৭০ রানেই। সেখান থেকেই চরচত হলো অনন্য এই সাফল্যগাঁথা।
এই ম্যাচে তিনি সুযোগ পেয়েছেন শুবমান গিল চোটে পড়ায়। দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হলে পরের টেস্টে খেলতে পারতেন না হয়তো। গিল ফিট হলে এমনকি এই সেঞ্চুরির পরও তার পরের টেস্টে খেলা অনিশ্চিত। কিন্তু সেটা তো আর তার হাতে নেই। তার হাতে আছে নিজের রান করা। সেটি তিনি দারুণভাবেই করলেন। অসাধারণ এক জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুললেন দলের জন্য। টেস্ট ক্রিকেটে পঞ্চাশের নিচে গুটিয়ে গিয়েও জয়ের নজির টেস্ট ইতিহাসে আছে কেবল একটিই। সেই ১৮৮৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৫ রানে অলআউট হয়েও জিতেছিল ইংল্যান্ড। সারফারাজের কীর্তিতে উদ্ভাসিত হয়ে ১৩৭ বছর পর তেমন কিছুর পুনরাবৃত্তির স্বপ্ন দেখতেই পারে ভারত!
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য
পরিষ্কার বার্তা চায় জনগণ
অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
কারাগারে এস কে সুর
‘গ্রিনল্যান্ডকে সামরিক এলাকা বানাতে চান ট্রাম্প’
ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
অভি খালাস! তাহলে খুনী কে?
জল্পনা উড়াল চীনা সংস্থা টিকটক কিনছেন না মাস্ক
ধামরাইয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় ফের আবার ডাকাতির চেষ্টা
রাজউক জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
দ্বিতীয় দিনের মতো অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা
বন্ধ বেক্সিমকো খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস
পরিবারসহ জ্যাকব ও ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ
সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি’র
চুক্তিতে নিয়োগের দৌড়ে নওফেলের জালাল উদ্দিন চৌধুরী
পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম
ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করবে ইউএনডিপি
সাকরাইনে মেতেছে পুরান ঢাকা