রেকর্ড ব্যবধানে হেরে ধবলধোলাই হলো বাংলাদেশ
৩১ অক্টোবর ২০২৪, ০৫:০০ পিএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ০৬:৩৬ পিএম
ব্যাটিং ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে চট্টগ্রাম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ২৭৩ রানে হারল বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হলো স্বাতিকরা।
প্রথম ইনিংসে ১৫৯ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে করতে পেরেছে ১৪৩ রান।
৬ উইকেটে ৫৭৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল টসজয়ী দক্ষিণ আফ্রিকা।
ইনিংস ও রানের ব্যবধানে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় জয় এটি। আগের রেকর্ডটিও ছিল বাংলাদেশের বিপক্ষে, ২০১৭ সালে ব্লুমফন্টেইনে ইনিংস ও ২৫৪ রানে।
প্রটিয়াদের বিপক্ষে বাংলাদেশের এটি নবম ইনিংস ব্যবধানে পরাজয়।
নিজেদের একমাত্র ইনিংসে ১৭৭ রানের অনবদ্য ইনিংস খেলা টনি ডি জর্জি হয়েছেন ম্যাচসেরা। ১৪ উইকেট নিয়ে প্লেয়ার অব দা সিরিজ কাগিসো রাবাদা।
প্রথম ইনিংসে মুমিনুল হকের ৮২ রান আর তাইজুল ইসলামের ৫ উইকেট ছাড়া এই টেস্টে উল্লেখ করার মতো কিছুই করতে পারেননি বাংলাদেশের ক্রিকেটাররা।
দ্বিতীয় ইনিংসে শূন্য রানে আউট হন মুমিনুল। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়া ব্যাটার এখন তিনিই (১৭)। এই রেকর্ড থেকে তিনি মুক্তি দিয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে (১৬)।
বাংলাদেশের শেষ জুটির সময় দক্ষিণ আফ্রিকার দুই স্পিনারের উইকেট ছিল চারটি করে। সেনুরান মুথুসামিকে পেছনে ফেলে ৫ উইকেট পূর্ণ করেন কেশাভ মহারাজ। নাহিদ রানাকে ফিরিয়ে অভিজ্ঞ স্পিনার পূর্ণ করলেন ৫ উইকেট।
ক্যারিয়ারে এই নিয়ে দশমবার ৫ উইকেট নিলেন মহারাজ।
দশে নেমে অপরাজিত ৩৮ রান করে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার হাসান মাহমুদ। আন্তর্জাতিক ক্রিকেটে আগের ৩১ ইনিংসে কোনো ছয় মারতে না পারা ব্যাটসম্যান এই ইনিংসেই ছক্কা মেরেছেন চারটি। ৩০ বলের ইনিংসে চার একটি।
দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। ৬৪ বলে ২৯ রান করেছেন অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন।
৪ উইকেটে ৩৮ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। মুহূর্তেই স্কোর হয়ে যায় ৮ উইকেটে ৪৮! সেখান থেকে ১০৩ রানের জুটি গড়েন মুমিনুল ও তাইজুল। ৮২ রানে মুমিনুল আউট হওয়অর পর আর বেশি এগোয়নি ইনিংস। তাইজুল করেন ৩০ রান।
৪১৬ রানে পিছিয়ে থাকা বাংলাদেশকে ফলো-অন করে দক্ষিণ আফ্রিকা। এবারও নিয়মিত বিরতিতে উইকেট বিলোতে থাকে ব্যাটাররা। প্রথম ইনিংসের মতো এবারও সর্বোচ্চ জুটি হয়েছে নবম উইকেটে। মাহিদুল ও হাসান মাহমুদের সেই জুটি থেকে আসে ৩৭ রান।
যে উইকেটে রানের উৎসব করেছে সেই সার্ফেসেই হুড়মুড় করে ভেঙে পড়েছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৫৭৫/৬ (ইনিংস ঘোষণা)
বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ৩৮/৪) ৪৫.২ ওভারে ১৫৯ (মুমিনুল ৮২, শান্ত ৯, মুশফিক ০, মিরাজ ১, মাহিদুল ০, তাইজুল ৩০, নাহিদ ০*; রাবাদা ৯-১-৩৭-৫, প্যাটারসন ১০-১-৩১-২, মহারাজ ১৬.২-৪-৫৭-২, মার্করাম ৫-১-৭-০, মুল্ডার ২-১-৫-০, মুথুসামি ৩-১-১০-১)।
বাংলাদেশ ২য় ইনিংস: ৪৩.৪ ওভারে ১৪৩ (জয় ১১, সাদমান ৬, জাকির ৭, মুমিনুল ০, শান্ত ৩৬, মুশফিক ২, মিরাজ ৬, মাহিদুল ২৯, তাইজুল ১, হাসান ৩৮*, নাহিদ ০; রাবাদা ৭-১-১৭-০, মুল্ডার ২-০-৫-০, প্যাটারসন ৩-০-৬-১, মুথুসামি ১৩-৩-৪৫-৪, মহারাজ ১৬.৪-০-৫৯-৫, মার্করাম ২-০-৭-০)।
ফল: দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ২৭৩ রানে জয়ী।
ম্যাচসেরা: টনি ডি জর্জি
সিরিজসেরা: কাগিসো রাবাদা
সিরিজ: ২ ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-০তে জয়ী।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বাজে বোলিং-ফিল্ডিংয়ে সিরিজ হার বাংলাদেশের
ব্রাহ্মণপাড়ায় মায়ের সঙ্গে অভিমান করে দুই শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা
গণঅভ্যুত্থানে হতাহতদের জন্য দেশের সব মসজিদে দোয়া কর্মসূচি
২ রানের জন্য সেঞ্চুরি হলো না মাহমুদউল্লাহর, তবে বাংলাদেশ পেল বড় সংগ্রহ
রুফটপ সলার সিস্টেমঃ সম্ভাবনা এবং সুবিধা বিষয়ক কর্মশালা
যশোরে স্ত্রী ও স্বামী গলায় ফাঁস নিলেন ঢাকায়
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের পদত্যাগের দাবিতে যশোরে বিক্ষোভ
কোটি টাকা বুঝে পেল সাফ জয়ী নারী দল
যশোরে স্ত্রী ও স্বামী গলায় ফাঁস নিলেন ঢাকায়
'মুসলিমদের মাটিতে পুতে ফেলার হুমকি দিয়ে তোপের মুখে মিঠুন চক্রবর্তী,পেয়েছেন পাকিস্তান থেকে হুমকি'
দুধ উৎপাদনের ঘাটতি কমাতে হবে, আমদানি নির্ভরতা থেকে বের হতে হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা
যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
দোয়ারাবাজারে পুকুরে অজু করতে গিয়ে মুসল্লির মৃত্যু
উদ্ভিদ সংরক্ষণে ১০০০ উদ্ভিদ প্রজাতির লাল তালিকা তৈরি করেছে সরকার : সৈয়দা রিজওয়ানা হাসান
উপদেষ্টা নিয়োগের একতরফা সিদ্ধান্ত; রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ বিক্ষোভ
নামাজ পড়তে গিয়ে ভ্যান হারানো রাজু পেলেন নতুন অটোভ্যান উপহার
সরবরাহের ক্ষেত্রে কোন অনিয়ম হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা--জেলা প্রশাসক
এক মাসের ব্যবধানে হত্যার শিকার আরো এক ইজিবাইকচালক
জুলাই-আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যেমে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে : সৈয়দ মেজবাহ উদ্দিন