রেকর্ড ব্যবধানে হেরে ধবলধোলাই হলো বাংলাদেশ
৩১ অক্টোবর ২০২৪, ০৫:০০ পিএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ০৬:৩৬ পিএম
ব্যাটিং ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে চট্টগ্রাম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ২৭৩ রানে হারল বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হলো স্বাতিকরা।
প্রথম ইনিংসে ১৫৯ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে করতে পেরেছে ১৪৩ রান।
৬ উইকেটে ৫৭৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল টসজয়ী দক্ষিণ আফ্রিকা।
ইনিংস ও রানের ব্যবধানে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় জয় এটি। আগের রেকর্ডটিও ছিল বাংলাদেশের বিপক্ষে, ২০১৭ সালে ব্লুমফন্টেইনে ইনিংস ও ২৫৪ রানে।
প্রটিয়াদের বিপক্ষে বাংলাদেশের এটি নবম ইনিংস ব্যবধানে পরাজয়।
নিজেদের একমাত্র ইনিংসে ১৭৭ রানের অনবদ্য ইনিংস খেলা টনি ডি জর্জি হয়েছেন ম্যাচসেরা। ১৪ উইকেট নিয়ে প্লেয়ার অব দা সিরিজ কাগিসো রাবাদা।
প্রথম ইনিংসে মুমিনুল হকের ৮২ রান আর তাইজুল ইসলামের ৫ উইকেট ছাড়া এই টেস্টে উল্লেখ করার মতো কিছুই করতে পারেননি বাংলাদেশের ক্রিকেটাররা।
দ্বিতীয় ইনিংসে শূন্য রানে আউট হন মুমিনুল। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়া ব্যাটার এখন তিনিই (১৭)। এই রেকর্ড থেকে তিনি মুক্তি দিয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে (১৬)।
বাংলাদেশের শেষ জুটির সময় দক্ষিণ আফ্রিকার দুই স্পিনারের উইকেট ছিল চারটি করে। সেনুরান মুথুসামিকে পেছনে ফেলে ৫ উইকেট পূর্ণ করেন কেশাভ মহারাজ। নাহিদ রানাকে ফিরিয়ে অভিজ্ঞ স্পিনার পূর্ণ করলেন ৫ উইকেট।
ক্যারিয়ারে এই নিয়ে দশমবার ৫ উইকেট নিলেন মহারাজ।
দশে নেমে অপরাজিত ৩৮ রান করে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার হাসান মাহমুদ। আন্তর্জাতিক ক্রিকেটে আগের ৩১ ইনিংসে কোনো ছয় মারতে না পারা ব্যাটসম্যান এই ইনিংসেই ছক্কা মেরেছেন চারটি। ৩০ বলের ইনিংসে চার একটি।
দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। ৬৪ বলে ২৯ রান করেছেন অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন।
৪ উইকেটে ৩৮ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। মুহূর্তেই স্কোর হয়ে যায় ৮ উইকেটে ৪৮! সেখান থেকে ১০৩ রানের জুটি গড়েন মুমিনুল ও তাইজুল। ৮২ রানে মুমিনুল আউট হওয়অর পর আর বেশি এগোয়নি ইনিংস। তাইজুল করেন ৩০ রান।
৪১৬ রানে পিছিয়ে থাকা বাংলাদেশকে ফলো-অন করে দক্ষিণ আফ্রিকা। এবারও নিয়মিত বিরতিতে উইকেট বিলোতে থাকে ব্যাটাররা। প্রথম ইনিংসের মতো এবারও সর্বোচ্চ জুটি হয়েছে নবম উইকেটে। মাহিদুল ও হাসান মাহমুদের সেই জুটি থেকে আসে ৩৭ রান।
যে উইকেটে রানের উৎসব করেছে সেই সার্ফেসেই হুড়মুড় করে ভেঙে পড়েছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৫৭৫/৬ (ইনিংস ঘোষণা)
বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ৩৮/৪) ৪৫.২ ওভারে ১৫৯ (মুমিনুল ৮২, শান্ত ৯, মুশফিক ০, মিরাজ ১, মাহিদুল ০, তাইজুল ৩০, নাহিদ ০*; রাবাদা ৯-১-৩৭-৫, প্যাটারসন ১০-১-৩১-২, মহারাজ ১৬.২-৪-৫৭-২, মার্করাম ৫-১-৭-০, মুল্ডার ২-১-৫-০, মুথুসামি ৩-১-১০-১)।
বাংলাদেশ ২য় ইনিংস: ৪৩.৪ ওভারে ১৪৩ (জয় ১১, সাদমান ৬, জাকির ৭, মুমিনুল ০, শান্ত ৩৬, মুশফিক ২, মিরাজ ৬, মাহিদুল ২৯, তাইজুল ১, হাসান ৩৮*, নাহিদ ০; রাবাদা ৭-১-১৭-০, মুল্ডার ২-০-৫-০, প্যাটারসন ৩-০-৬-১, মুথুসামি ১৩-৩-৪৫-৪, মহারাজ ১৬.৪-০-৫৯-৫, মার্করাম ২-০-৭-০)।
ফল: দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ২৭৩ রানে জয়ী।
ম্যাচসেরা: টনি ডি জর্জি
সিরিজসেরা: কাগিসো রাবাদা
সিরিজ: ২ ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-০তে জয়ী।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সত্যিকার সাংবাদিকের কোন বন্ধু নেই,সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে শীর উঁচু করে দাড়াঁতে হবে
মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাইলে আল্লাহর আইনে দেশ চালাতে হবে: সেলিম উদ্দিন
সউদিতে নিষিদ্ধ হলো ভারতীয় সিনেমা, 'ভুলভুলাইয়া ৩' এবং 'সিংহাম এগেইন'
সবকিছু পুনর্গঠন করতে হলে সবার আগে জাতিগত উন্নয়ন দরকার : পলিসি ডায়ালগে বক্তারা
কক্সবাজারকে নিরাপদ পর্যটন শহর হিসেবে গড়ে তোলা হবে -জেলা প্রশাসক কক্সবাজার
চাঁদপুর মেঘনায় ইলিশ শিকারের দায়ে ১০ জেলে আটক
দেশের প্রথম ব্লকচেইন অ্যাকাডেমি প্রতিষ্ঠা করতে ব্র্যাক ইউনিভার্সিটি ও নাইজেলা ওয়ার্ল্ডের মধ্যে চুক্তি স্বাক্ষর
আমরা জামায়াতের সঙ্গে মহা ঐক্য চাই : সৈয়দ এহসানুল হুদা
দলীয় নির্দেশনা অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা : যুবদল সভাপতি
ইউসিমাস জাতীয় ম্যাথ প্রতিযোগিতায় পুরস্কার পেল বগুড়ার ১২ শিক্ষার্থী
ডিজেল ও কেরোসিনের দাম কমাল সরকার
বাসযোগ্য শহর গড়তে যুবকদের এগিয়ে আসার আহ্বান পরিবেশ উপদেষ্টার
ছাত্র-জনতার ফ্যাসিবাদ বিরোধী মিছিলে হামলার জেরে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন-ভাঙচুর
বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আদর্শিক ছাত্র জনতার ভূমিকা রাখতে হবে -মাওলানা ইমতিয়াজ আলম
রাজবাড়ীতে পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারনার অভিযোগে আনসার সদস্যসহ ৪জন গ্রেপ্তার
পতিত সরকারের ভূমিমন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, অনুসন্ধান শুরু করেছে সিআইডি
কালিয়াকৈরে বিএনপি নেতা সাইয়েদুল আলম বাবুলকে সংবর্ধনা
পিএসসি’র আরও ৫ সদস্য নিয়োগ
জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার বিতর্কিত সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করুন
বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে আসছেন সাফজয়ী নারী দল