রেকর্ড ব্যবধানে হেরে ধবলধোলাই হলো বাংলাদেশ
৩১ অক্টোবর ২০২৪, ০৫:০০ পিএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ০৬:৩৬ পিএম
ব্যাটিং ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে চট্টগ্রাম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ২৭৩ রানে হারল বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হলো স্বাতিকরা।
প্রথম ইনিংসে ১৫৯ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে করতে পেরেছে ১৪৩ রান।
৬ উইকেটে ৫৭৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল টসজয়ী দক্ষিণ আফ্রিকা।
ইনিংস ও রানের ব্যবধানে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় জয় এটি। আগের রেকর্ডটিও ছিল বাংলাদেশের বিপক্ষে, ২০১৭ সালে ব্লুমফন্টেইনে ইনিংস ও ২৫৪ রানে।
প্রটিয়াদের বিপক্ষে বাংলাদেশের এটি নবম ইনিংস ব্যবধানে পরাজয়।
নিজেদের একমাত্র ইনিংসে ১৭৭ রানের অনবদ্য ইনিংস খেলা টনি ডি জর্জি হয়েছেন ম্যাচসেরা। ১৪ উইকেট নিয়ে প্লেয়ার অব দা সিরিজ কাগিসো রাবাদা।
প্রথম ইনিংসে মুমিনুল হকের ৮২ রান আর তাইজুল ইসলামের ৫ উইকেট ছাড়া এই টেস্টে উল্লেখ করার মতো কিছুই করতে পারেননি বাংলাদেশের ক্রিকেটাররা।
দ্বিতীয় ইনিংসে শূন্য রানে আউট হন মুমিনুল। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়া ব্যাটার এখন তিনিই (১৭)। এই রেকর্ড থেকে তিনি মুক্তি দিয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে (১৬)।
বাংলাদেশের শেষ জুটির সময় দক্ষিণ আফ্রিকার দুই স্পিনারের উইকেট ছিল চারটি করে। সেনুরান মুথুসামিকে পেছনে ফেলে ৫ উইকেট পূর্ণ করেন কেশাভ মহারাজ। নাহিদ রানাকে ফিরিয়ে অভিজ্ঞ স্পিনার পূর্ণ করলেন ৫ উইকেট।
ক্যারিয়ারে এই নিয়ে দশমবার ৫ উইকেট নিলেন মহারাজ।
দশে নেমে অপরাজিত ৩৮ রান করে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার হাসান মাহমুদ। আন্তর্জাতিক ক্রিকেটে আগের ৩১ ইনিংসে কোনো ছয় মারতে না পারা ব্যাটসম্যান এই ইনিংসেই ছক্কা মেরেছেন চারটি। ৩০ বলের ইনিংসে চার একটি।
দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। ৬৪ বলে ২৯ রান করেছেন অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন।
৪ উইকেটে ৩৮ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। মুহূর্তেই স্কোর হয়ে যায় ৮ উইকেটে ৪৮! সেখান থেকে ১০৩ রানের জুটি গড়েন মুমিনুল ও তাইজুল। ৮২ রানে মুমিনুল আউট হওয়অর পর আর বেশি এগোয়নি ইনিংস। তাইজুল করেন ৩০ রান।
৪১৬ রানে পিছিয়ে থাকা বাংলাদেশকে ফলো-অন করে দক্ষিণ আফ্রিকা। এবারও নিয়মিত বিরতিতে উইকেট বিলোতে থাকে ব্যাটাররা। প্রথম ইনিংসের মতো এবারও সর্বোচ্চ জুটি হয়েছে নবম উইকেটে। মাহিদুল ও হাসান মাহমুদের সেই জুটি থেকে আসে ৩৭ রান।
যে উইকেটে রানের উৎসব করেছে সেই সার্ফেসেই হুড়মুড় করে ভেঙে পড়েছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৫৭৫/৬ (ইনিংস ঘোষণা)
বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ৩৮/৪) ৪৫.২ ওভারে ১৫৯ (মুমিনুল ৮২, শান্ত ৯, মুশফিক ০, মিরাজ ১, মাহিদুল ০, তাইজুল ৩০, নাহিদ ০*; রাবাদা ৯-১-৩৭-৫, প্যাটারসন ১০-১-৩১-২, মহারাজ ১৬.২-৪-৫৭-২, মার্করাম ৫-১-৭-০, মুল্ডার ২-১-৫-০, মুথুসামি ৩-১-১০-১)।
বাংলাদেশ ২য় ইনিংস: ৪৩.৪ ওভারে ১৪৩ (জয় ১১, সাদমান ৬, জাকির ৭, মুমিনুল ০, শান্ত ৩৬, মুশফিক ২, মিরাজ ৬, মাহিদুল ২৯, তাইজুল ১, হাসান ৩৮*, নাহিদ ০; রাবাদা ৭-১-১৭-০, মুল্ডার ২-০-৫-০, প্যাটারসন ৩-০-৬-১, মুথুসামি ১৩-৩-৪৫-৪, মহারাজ ১৬.৪-০-৫৯-৫, মার্করাম ২-০-৭-০)।
ফল: দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ২৭৩ রানে জয়ী।
ম্যাচসেরা: টনি ডি জর্জি
সিরিজসেরা: কাগিসো রাবাদা
সিরিজ: ২ ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-০তে জয়ী।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সাবেক ছাত্রলীগ নেতার মুজেজায় সিলেটে এ লাফে অধ্যক্ষ হয়ে যান হাকিম মুহিব বুল্লাহ !
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি চুক্তি শিগগিরই হচ্ছে : লেবাননের প্রধানমন্ত্রী
বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে ১৯ বছর পর স্বামীর মৃত্যুদন্ড
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিলেটে প্রথম শহীদ জিলুর মৃত্যু বার্ষিকীতে সিলেট যুবদলের দোয়া মাহফিল
ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে সামরিক বাজেট দ্বিগুণ বাড়াচ্ছে ইরান
উত্তরায় ডেঙ্গু সচেতনতা লিফলেট বিতরণ করেন বিএনপি নেতা মোস্তফা জামান
না.গঞ্জে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৫০ জন আক্রান্ত
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন
অমিত শাহকে অভিযুক্ত করলেন কানাডার মন্ত্রী, কোনপথে দ্বিপাক্ষিক সম্পর্ক?
রিজার্ভ বাড়ছে, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: বাণিজ্য উপদেষ্টা
যশোরে দেশীয় অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী যুবলীগ কর্মী সাইফুল আটক
স্পিকারের দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা
'গণহত্যার দায়ে হুকুমের আসামী হিসেবে আন্তর্জাতিক আদালতে হাসিনার বিচার হতে হবে'
রাজনীতি উত্তরাধিকার সূত্রের কোন সাম্রাজ্য নয়- ভিপি নূর
ইরানের ন্যানো পণ্যের রপ্তানি বেড়েছে ১১০ শতাংশ
অভিনেতা মাসুদ আলী খান আর নেই
অভিনব প্রতিবাদ, টেসলার গাড়ি টেনে নিয়ে গেল ষাঁড়
প্রধান শিক্ষকের হাতে জিমি রয়েছে গোপালগঞ্জের খন্দকার শামসউদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয়টি।
শাহরুখের জন্মদিনে এলাহী আয়োজনের আভাস, অতিথি থাকছেন যারা!
বিনা টিকিটের যাত্রী থেকে বাড়তি ভাড়া আদায়, ২ রেল কর্মচারী বরখাস্ত