কিং-কার্টির সেঞ্চুরি ও রেকর্ড জুটিতে সিরিজ উইন্ডিজের
০৭ নভেম্বর ২০২৪, ১০:৫৮ এএম | আপডেট: ০৭ নভেম্বর ২০২৪, ১১:১১ এএম
অধিনায়ক শেই হোপ ও আলজারি জোসেফের বিতর্কিত ঘটনা জন্ম দেওয়ার ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন ব্রান্ডন কিং ও কেসি কার্টি। তাদের জোড়া শতকের রেকর্ডে ইংল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
সিরিজের শেষ ওয়ানডেতে বুধবার রাতে সফরকারীদের ৮ উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা। ২৬৪ রানের লক্ষ্য ৪২ বল হাতে রেখে পূরণ করে স্বাগতিকরা।
১১৭ বলে ১০২ রানের ইনিংস খেলেছেন ওপেনার ব্র্যান্ডন কিং। তিনে নামা কেসি কার্টি অপরাজিত ১১৪ বলে ১২৮ রানে।
কার্টির এটি প্রথম ওয়ানডে সেঞ্চুরি। কিংয়ের সেঞ্চুরিও কিছুটা প্রথমের মতোই মনে হতে পারে। আগে দুটি সেঞ্চুরি করেছেন তিনি, তবে তা ছিল ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
দ্বিতীয় উইকেটে দুজনের জুটি ২০৯ রানের। ইংল্যান্ডের বিপক্ষে যে কোনো উইকেটে ক্যারিবিয়ানদের প্রথম দুইশ রানের জুটি এটি।
এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল উইন্ডিজ।
ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ম্যাথিউ ফোর্ড আর আলজারি জোসেফের বোলিং তোপে ২৪ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড। এরপরও দল লড়ইয়ের পুজি পায় ওপেনার ফিল সল্টের ১০৮ বলে ৭৪, স্যাম কারানের ৫২ বলে ৪০, ডেন মোসলের ৭০ বলে ৫৭, জেমি ওভারটনের ২১ বলে ৩২ ও জফরা আর্চারের ১৭ বলে ৩৮ রানের কল্যাণে।
ফোর্ড ৩টি এবং জোসেফ ও শেফার্ড নেন ২টি করে উইকেট।
চতুর্থ ওভার শুরুর আগে ঘটে হোপ-জোসেফের সেই বিতর্কিত ঘটনা। বেশ লম্বা সময় হোপের সঙ্গে কথা বলতে দেখা যায় জোসেফকে। আম্পায়ার এসে এক পর্যায়ে তাড়া দিতে বাধ্য হন। যা মনে হচ্ছিল, মাঠ সাজানো নিয়েই একমত হতে পারছিলেন না দুজন। জোসেফ যে অখুশি, তা শরীরী ভাষায় বোঝা যাচ্ছিল স্পষ্ট। এক পর্যায়ে আঙুল উঁচিয়ে কথা বলতেও দেখা যায় তাকে।
সেই ওভারে গতির ঝড় তুলে জর্ডান কক্সকে আউট করেও উদযাপন করেননি জোসেফ। উইকেট-মেডেন নিয়ে ওভার শেষ করে কোনো দিকে না তাকিয়ে মাঠ ছেড়ে যান তিনি।
কোচ ড্যারেন স্যামি এসে বোঝানোর চেষ্টা করেও জোসেফের মাঠ ছেড়ে যাওয়া আটকানো যায়নি। কিছুক্ষণ ১০ জন নিয়েই ফিল্ডিং চালিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। পরে মাঠে নামেন দ্বাদশ ব্যক্তি হেইডেন ওয়ালশ। ষষ্ঠ ওভারের আগেই অবশ্য মাঠে ফেরন জোসেফ।
রান তাড়ায় ৪২ রানে ইভিন লুইসকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর সেই কিং-কার্টি জুটি। জয়ের খুব কাছে গিয়ে ১১৭ বলে ১৩টি চার ও ১ ছক্কায় ১০২ রান করে ফেরেন কিং। তবে হোপকে (৫) নিয়ে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন কার্টি।
দুই দল এবার মুখোমুখি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে, যা শুরু শনিবার ব্রিজটাউনে।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৫০ ওভারে ২৬৩/৮ (সল্ট ৭৪, জ্যাকস ৫, কক্স ১, বেথেল ০, লিভিংস্টোন ৬, কারান ৪০, মুজলি ৫৭, ওভারটন ৩২, আর্চার ৩৮*, রাশিদ ০*; ফোর্ড ১০-১-৩৫-৩, জোসেফ ১০-১-৩৫-২, শেফার্ড ৬.১-১-৩৩-২, মোটি ১০-০-৪৮-০, চেইস ১০-১-৪২-০, রাদারফোর্ড ৩.৫-০-৫৭-০)।
ওয়েস্ট ইন্ডিজ: ৪৩ ওভারে ২৬৭/২ (কিং ১০২, লুইস ১৯, কার্টি ১২৮*, হোপ ৫*; আর্চার ৯-০-৫৪-০, টপণি ৯-০-৫৫-১, ওভারটন ৪-০-১৭-১, রাশিদ ১০-০-৫১-০, লিভিংস্টোন ৫-০-৩৬-০, কারান ৩-০-২৩-০, বেথেল ৩-০-২৬-০)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী।
সিরিজ: তিন ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব্যবধানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: ব্র্যান্ডন কিং।
ম্যান অব দা সিরিজ: ম্যাথু ফোর্ড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় ব্যবহৃত চাকুসহ আরো এক আসামী গ্রেফতার
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়লো
৪২ মিনিটেই নেইমারের আয় ১০১ মিলিয়ন ইউরো
ফেব্রুয়ারিতে পার্স-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান
মাগুরায় পিলখানা হত্যাকান্ডে হত্যাকারী ও পরকল্পনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
কসাই থেকে নদীখেকো জাফর
পাঁচ দেশে বাংলাদেশ দূতাবাসের পাঁচ কর্মকর্তা প্রত্যাহার
ফ্যাসিবাদের চোখ রাঙানি উপেক্ষা করে সক্রিয় ছিল ইবি ছাত্রদল
সামনের বর্ষায় ঘাসে ঢাকা হবে রাজধানীর অনাবৃত সড়ক বিভাজন: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
মাদারীপুরে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের ৩ দফা দাবিতে মানববন্ধন
পূর্বাচলে প্লট দুর্নীতি : দুদকের মামলায় হাসিনা-পুতুলসহ ১৬ আসামি
কোকোর দেশের ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান বড় ভূমিকা ছিল: কাজী শিপন
তারেক রহমান একজন মানবিক মানুষ: কাইয়ুম চৌধুরী
রাবির সাত হলে কুরআন পোড়ানোর ঘটনায় উত্তাল ক্যাম্পাস, তদন্ত কমিটি গঠন
ডিসেম্বরে সর্বাধিক রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও সউদী আরব থেকে
যশোরে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন
অপরাধী যদি আমার ভাই হয়, তাকেও ছাড় দিবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা
আবারও সিলেটের নায়ক জাকির, খুলনার টানা দ্বিতীয় হার
এবার হাসিনা-জয়ের বিরুদ্ধে নারী আইনজীবীর মামলা
ব্যবসায়ীকে কোপানোয় শাস্তির হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের