অস্ট্রেলিয়াকে উড়িয়ে পাকিস্তানের ২২ বছরের অপেক্ষার অবসান
১০ নভেম্বর ২০২৪, ০৩:০৪ পিএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ০৩:২২ পিএম
আগুন ঝরা বোলিংয়ে লক্ষ্যটা নাগালে রাখলেন পেস চতুষ্টয়। পরে ব্যাট হাতে দুর্দান্ত শুরু এনে দিলেন আব্দুল্লাহ শফিক ও সাইম আয়ুব। ব্যাটে-বলে দুর্দান্ত অলরাউন্ডার পারফরম্যান্সে ঘুরে দাঁড়িয়ে স্বাগতিক অস্ট্রেলিয়াকে গুড়িয়ে ২২ বছর পর সিরিজ জিতে নিল পাকিস্তানও।
পার্থে রোববার সিরিজ নির্ধরণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়েছে সফরকারী দলটি। ১৪১ রানের লক্ষ্যে তারা পেরিয়ে যায় ২৬.৫ ওভারেই।
এই জয়ে তিন ম্যাচের সিরিজ তারা জিতে নিল ২-১ ব্যবধানে। সিরিজের প্রথম ম্যাচে স্রেফ ২০৩ রানের পুঁজি নিয়েও জয়ের সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত পাকিস্তান হেরে যায় ২ উইকেটে। পরের ম্যাচে হারিস রউফের বোলিং তোপে অজিদের স্রেফ ১৬৩ রানে গুটিয়ে ৯ উইকেটের জয়ে সিরিজে ফেরে পাকরা। এবার তো প্রতাপশালী অস্ট্রেলিয়াকে গুড়িয়ে সিরিজও জিতে নিল মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দলটি।
২২ বছর পর অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজ জিতল পাকিস্তান। আর এমন দুর্দান্ত ইতিহাস গড়েই শুরু হলো অধিনায়ক রিজওয়ানের পথচলা।
অস্ট্রেলিয়ার মাঠে সবশেষ ২০০২ সালে ওয়ানডে সিরিজ জিতেছিল তারা। এরপর ২০১০ ও ২০১৭ সালের সফরে পাত্তাই পায়নি পাকিস্তান। দুই সিরিজের দশ ম্যাচে তারা জিততে পেরেছিল মোটে একটি।
কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া পাকিস্তান ক্রিকেট টানা দুটি সাফল্য পেল। এর আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খুব বাজেভাবে হেরে টেস্ট সিরিজ শুরুর পর ঘুরে দাঁড়িয়ে একই ব্যবধানে ইংলিশদের হারিয়েছিল পাকরা। এক বছর পর ওয়ানডে খেলতে নেমে এই সংস্করণেও সফল হলো দলটি।
লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতে ১০৪ বলে ৮৪ রান তোলে পাকিস্তান। এরপর লেন্স মরিসের একই ওভারে আউট হন আয়ুব ও শফিক। একটি করে ছক্কা-চারে ৫৩ বলে ৩৭ রান করে ওভারের প্রথম বলে বোল্ড হন আব্দুল্লাহ; শেষ বলে মরিসকে ফিরতি ক্যাচ দেন ৫২ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৪২ রান করা আয়ুব।
বাকি পথ সহজেই পাড়ি দেন দুই অভিজ্ঞ ব্যাটার বাবর আজম (৩০ বলে ২৮) ও রিজওয়ান (২৭ বলে ৩০)। ৫৩ বলে অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়েন তারা।
তবে জয়ের আসল নায়ক পাকিস্তানের বোলাররা। ম্যাচে ২৪ রানে ২টি ও সিরিজে ১০ উইকেট নিয়ে ম্যাচ ও সিরিজ সেরা হারিস রউফ।
শুরু থেকেই শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন ও হারিস রউফের তোপে পড়ে অস্ট্রেলিয়া। পঞ্চম বোলার ব্যবহারই করতে হয়নি রিজওয়ানের।
চতুর্থ ওভারে জ্যাক ফ্রেজার-ম্যাকার্গকে দিয়ে শুরু। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা।
তাদের সর্বোচ্চ ৩০ রান আসে অষ্টম উইকেট জুটি থেকে। সেই জুটির নেতৃত্বে থাকা শেন অ্যাবোটের ভ্যাট থেকে এসেছে ৪১ বলে সর্বোচ্চ ৩০ রান। প্রথম সাত ব্যাটারের কেবল দুজন দুই অঙ্ক স্পর্শ করতে পারেন- ম্যাথিউ শর্ট (২২) ও অ্যারোন হার্ডি (১২)।
৩২ রানে ৩ উইকেট নিয়ে ইনিংসের সেরা বোলার আফ্রিদি। ৫৪ রানে ৩টি নেন নাসিম। আগের ম্যাচে ৫ উইকেট নেওয়া রউফের এবারের শিকার ২৪ রানে ২টি। ২৪ রানে ১টি শিকার ধরেন হাসনাইন। কুপার কনোলি আহত অবসর নিয়ে মাঠ ছাড়েন।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৩১.৫ ওভারে ১৪০ (শর্ট ২২, ফ্রেজার-ম্যাকগার্ক ৭, হার্ডি ১২, ইংলিস ৭, কনোলি ৭ আহত আউট, স্টয়নিস ৮, ম্যাক্সওয়েল ০, অ্যাবট ৩০, জ্যাম্পা ১৩, জনসন ১২*, মরিস ০; আফ্রিদি ৮.৫-১-৩২-৩, নাসিম ৯-০-৫৪-৩, হাসনাইন ৭-০-২৪-১, হারিস ৭-১-২৪-২)
পাকিস্তান: ২৬.৫ ওভারে ১৪৩/২ (সাইম ৪২, শাফিক ৩৭, বাবর ২৮*, রিজওয়ান ৩০*; জনসন ৮-০-২৮-০, স্টয়নিস ৩-১-১১-০, অ্যাবট ৬-০-৪৯-০, মরিস ৬-০-২৪-২, হার্ডি ২-০-১৯-০, জ্যাম্পা ১.৫-০-১০-০)
ফল: পাকিস্তান ৮ উইকেটে জয়ী
সিরিজ: তিন ম্যাচ সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধানে জয়ী
ম্যান অব দা ম্যাচ ও সিরিজ: হারিস রউফ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
তৃতীয়বার কমলো স্বর্ণের দাম
আবারও পুলিশের ঊর্ধ্বতন ২৮ কর্মকর্তাকে বদলি
আবারও ইসরাইলি হামলায় গাজা-লেবাননে নিহত ৯১
প্রথম এয়ার ট্যাক্সি স্টেশন নির্মিত হচ্ছে দুবাইয়ে
শম্ভুর ধরা পড়ায় এলাকায় আনন্দের বন্যা
রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।