ক্যারিবিয়ান সফরেও নেই শান্ত
১২ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
কুঁচকির চোটে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবার জানা গেল আরও খারাপ খবর। চলতি মাসে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজও খেলা হচ্ছে না তার। গতকাল এক বিবৃতিতে এমন তথ্যই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, ‘গতকাল (গতপরশু) শারজায় শান্তর একটা এমআরআই করানো হয়। আমরা দলের ফিজিও রিপোর্ট পেয়েছি। যাতে তার কুঁচকিতে গ্রেড টু স্ট্রেইন আছে। এটা সারতে তার বিশ্রাম ও পুনর্বাসন দরকার। সে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে তো বটেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলতে পারবে না। দুই সপ্তাহ পর আমরা তার অবস্থা খতিয়ে দেখব। সংযুক্ত আরব আমিরাত থেকে সে দেশে ফিরে পুনর্বাসন শুরু করবে।’
গত শনিবার আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে চলাকালীন কুঁচকির চোটে পড়েন শান্ত। শেষ দিকে ফিল্ডিং না করে মাঠ ছেড়ে বেরিয়ে যান। ওই ম্যাচে ৭৬ রান করে দলের জয়ে ভ‚মিকা রাখা শান্তর চোট নিয়ে শঙ্কা ছিলো। তবে সেটা যে এত প্রবল তা আঁচ করা যায়নি। সকালে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু শান্তর তৃতীয় ওয়ানডে না খেলার খবর দিয়েছিলেন। শান্ত না থাকায় আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দলকে সামলাবেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পরে হয়েছে সেটাই। শারজাহতে গতকাল সিরিজের তৃতীয় ওয়ানডেতে নেতৃত্ব দেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ক্যারিয়ারের শততম ওয়ানডেতে দেশকে প্রথমবার নেতৃত্ব দিলেন এই অলরাউন্ডার। টেস্ট দলের সহ-অধিনায়কও তিনিই। সব ঠিক থাকলে নিজের ৫০তম টেস্টে দেশের হয়ে টেস্ট অধিনায়কত্বেও অভিষেক হবে ২৭ বছর বয়সী ক্রিকেটারের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও দলের সহ-অধিনায়ক তিনি। শান্ত ছিটকে যাওয়ায় তৃতীয় ওয়ানডেতে খেলেছেন জাকির হাসান। তবে টেস্ট স্কোয়াডে শান্ত বদলে কাকে নেওয়া হবে তা এখনো জানানো হয়নি।
আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজে চোট একাধিকবার হানা দিল বাংলাদেশ দলে। অসুস্থতার কারণে সিরিজের আগেই ছিটকে যান ব্যাটার লিটন দাস। তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে ফিরছেন তবে বাংলাদেশ পাচ্ছে না মুশফিকুর রহিমকেও। প্রথম ওয়ানডেতে বাম হাতের তর্জনি আঙুলে চিড় ধরে তার। ফলে মুশফিক আগেই ছিটকে যান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে।
ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু আগামী ২২ নভেম্বর অ্যান্টিগায়। পরের টেস্ট জ্যামাইকায় ৩০ নভেম্বর থেকে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামী ৮ ডিসেম্বর। ফিট হয়ে উঠতে তাই চার সপ্তাহ সময় পাচ্ছেন শান্ত, এই ধরনের চোটের ক্ষেত্রে যা যথেষ্ট হওয়ার কথা। শান্তর অনুপস্থিতিই বড় সুযোগ ও রোমাঞ্চকর সময় বয়ে আনছে মিরাজের জন্য। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই দেশের ভবিষ্যৎ অধিনায়ক ভাবা হচ্ছে তাকে, দুটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন।
বাংলাদেশ স্কোয়াড
সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলি, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।
চোটের কারণে নেই : মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত
বাদ পড়লেন : নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ
ফিরলেন : জাকের আলী অনীক, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আমরা একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যেতে চাই: হাসনাত আবদুল্লাহ
যুবদল কর্মী হত্যার ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচার ও শিবির সভাপতির উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ
এগিয়ে যাবে বাংলাদেশ
টাঙ্গাইলে ইসলামি ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
শিক্ষা ও গবেষণায় তথ্য প্রযুক্তির ব্যবহার
মানুষের দুর্দশা মোচনে সরকারকে মনোযোগ দিতে হবে
সেনাবাহিনী ক্ষমতার বিকল্প সত্তা নয়
লিভ টুগেদার ইস্যুতে এবার স্বাগতাকে উকিল নোটিশ
ফিলিস্তিনের সমর্থনে ইস্তাম্বুলে লাখ লাখ মানুষের সমাবেশ
ব্যাপক গোলাগুলিতে নিউইয়র্কে আহত ১০
গাজায় জনসংখ্যা কমেছে ৬ শতাংশ
আইএসের পতাকা উড়িয়ে হামলা, নিহত বেড়ে ১৫
নোয়াখালীতে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
ইসরাইলি পার্লামেন্ট থেকে পদত্যাগ করলেন ইয়োভ গ্যালান্ট
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
আশা জাগানিয়া প্রত্যাশা করা বড়ই কঠিন : গুতেরেস
মেয়েকে সঙ্গে নিয়ে নববর্ষ উদযাপন অনুষ্ঠানে উন
শেনজেন অঞ্চলের পূর্ণ সদস্য হলো রোমানিয়া ও বুলগেরিয়া
প্লাস্টিক দূষণের চ্যালেঞ্জ মোকাবিলায় নির্দেশিকা প্রণয়ন করা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা
১৫% ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করুন: মাওলানা মোসাদ্দেক বিল্লাহ