শান্ত, মিরাজ, রিয়াদের উন্নতি
১৪ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
শারজায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পরও আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে গেলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আইসিসি ব্যাটসম্যানদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে পৌঁছালেন তিনি। গতকাল ছেলেদের সাপ্তাহিক হালনাগাদ র্যাংকিং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি। ওয়ানডে র্যাঙ্কিংয়ে শান্ত ছাড়াও এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ ও মুস্তাফিজুর রহমান।
সংযুক্ত আরব আমিরাত সফরে আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ৪৭ ও ৭৬ রানের ইনিংস খেলেন শান্ত। পরে চোটের কারণে তৃতীয় ম্যাচ থেকে ছিটকে যান শান্ত। তবে দুই ম্যাচের পারফরম্যান্সেই ১১ ধাপ এগিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এখন ৬০৪ রেটিং পয়েন্ট নিয়ে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে যৌথভাবে ২৩ নম্বরে অবস্থান করছেন নাজমুল হোসেন। এটিই তার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং। বর্তমানে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যেও সবার ওপরে তিনি। শেষ ওয়ানডেতে ৯৮ রানের ইনিংস খেলে ১০ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠেছেন মাহমুদউল্লাহ। প্রথম ম্যাচের পর আঙ্গুলের চোটে ছিটকে যাওয়া মুশফিকুর রহিম ৭ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪৪ নম্বরে। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান পঞ্চাশের ভেতরে নেই। এদিকে, শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর আজম। বোলারদের র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে লুঙ্গি এনগিডির সঙ্গে যৌথভাবে ২৩ নম্বরে উঠেছেন মেহেদী মিরাজ। সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট পাওয়া মুস্তাফিজ ৬ ধাপ এগিয়ে প্যাট কামিন্সের সঙ্গে যৌথভাবে ৩৬ নম্বরে। এছাড়া এক ধাপ এগিয়ে ৩৯ নম্বরে উঠেছেন তাসকিন আহমেদ। বিবর্ণ সিরিজ কাটিয়ে ১০ ধাপ পিছিয়ে ৩৪ নম্বরে নেমে গেছেন শরিফুল ইসলাম। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান আরও পোক্ত করেছেন বাংলাদেশের বিপক্ষে ব্যাটে-বলে আলো ছড়ানো মোহাম্মাদ নাবি। সিরিজের তিন ম্যাচে ১১৬ রান ও ৩ উইকেট নিয়ে ৪ ধাপ এগিয়ে চার নম্বরে উঠেছেন মিরাজ।
এদিকে, বোলিংয়ে এখন সবার ওপরে শাহিন শাহ আফ্রিদি। এক বছর পর ফের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন এই পাক তারকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘ অপেক্ষা ঘোচানোর সিরিজে বল হাতে আগুন ঝরিয়ে আইসিসি র্যাঙ্কিংয়েও পুরস্কার পেলেন পাকিস্তানের পেসাররা। ওয়ানডে বোলারদের মধ্যে শীর্ষে ফিরলেন শাহিন শাহ আফ্রিদি। ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে উঠলেন হারিস রউফ। টি-টোয়েন্টি বোলারদের তালিকায় বড় লাফ দিয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। প্রায় ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে ওয়ানডে সিরিজ জয়ে তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে বড় অবদান রাখেন আফ্রিদি। এর সৌজন্যে তিন ধাপ এগিয়ে শীর্ষে উঠে গেছেন বাঁহাতি পেসার। গত বছর ওয়ানডে বিশ্বকাপ চলাকালে প্রথমবার এক নম্বরে উঠেছিলেন তিনি। আফ্রিদির ঝুলিতে এখন ৬৯৬ রেটিং পয়েন্ট। এটিই তার ক্যারিয়ার সেরা। এছাড়া সিরিজে ১০ উইকেট নিয়ে ১৪ ধাপ এগিয়েছেন রউফ। আপাতত ৬১৮ রেটিং নিয়ে ১৩ নম্বরে তার অবস্থান। রেটিং ও র্যাঙ্কিং- দুটিই তার ক্যারিয়ার সেরা। বোলারদের সেরা দশে রদবদল আছে আরও কিছু। ৫ ধাপ পিছিয়ে ৯ নম্বরে নেমে গেছেন অ্যাডাম জম্পা। জশ হেজেলউড ৩ ধাপ পিছিয়ে নেমেছেন দশে। ফলে এগিয়েছেন বার্নার্ড শুলজ, জাসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্ট ও মোহাম্মদ সিরাজ। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। দুই ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ। এছাড়া পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান দুই ধাপ এগিয়ে নাজমুল হোসেন শান্তর সঙ্গে যৌথভাবে ২৩ নম্বরে। অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই এক নম্বরে মোহাম্মাদ নাবি। ২ ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠেছেন তার সতীর্থ আজমাতউল্লাহ ওমারজাই। এক ধাপ এগিয়ে এখন তিন নম্বরে আরেক আফগান অলরাউন্ডার রশিদ খান। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও আছে বেশ কিছু পরিবর্তন। ব্যাটসম্যানদের তালিকায় সেরা দশের ভেতরে এক ধাপ করে এগিয়েছেন ফিল সল্ট, জস বাটলার ও নিকোলাস পুরান। আপাতত দুই নম্বরে সল্ট, বাটলার ছয়ে এবং পুরানের অবস্থান দশম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ সেঞ্চুরি করে ২৭ ধাপ এগিয়ে ৩৯ নম্বরে উঠেছেন সাঞ্জু স্যামসন। এছাড়া রিজা হেন্ড্রিকস দুই ধাপ এগিয়ে ১২ ও ট্রিস্টান স্টাবস ১২ ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠেছেন। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ট্রাভিস হেড। টি-টোয়েন্টি বোলারদের মধ্যে ৪ ধাপ এগিয়ে ২ নম্বরে উঠেছেন হাসারাঙ্গা। শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করে ১০ ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠেছেন লকি ফার্গুসন। বোলিং র্যাঙ্কিংয়ে এক নম্বরে আদিল রাশিদ। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই এক নম্বরে লিয়াম লিভিংস্টোন। এছাড়া হাসারাঙ্গা ১ ধাপ এগিয়ে পঞ্চম ও রোমারিও শেফার্ড ৪ ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নেয়ায় রাশিয়া, চীনের প্রশংসায় এরদোগান
ইসলামী আন্দোলনের আমীর গণ বিপ্লবের মহানায়ক ছিলেন: মাও. জাফরী
ভিয়েতনামে পুরস্কার জিতলো আফসানা মিমির সিনেমা প্রকল্প ‘রেড লাইটস ব্লু অ্যাঞ্জেলস’
শিক্ষার্থীর উপর হামলার জের বিশ্বনাথ ডিগ্রি কলেজে মানববন্ধন
ইউরোপের প্রথম এআই গায়ককে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আইন পাসে বাধা, জার্মানির সংসদে বিরোধীতা চরমে
রাজশাহী মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের মহাসড়ক অচল করে দেয়ার হুশিয়ারী
চন্দ্রঘোনা থানা পুলিশ দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার
‘ফ্যাসিবাদের’ বিরুদ্ধে প্রতিবাদে ইরানে মানবাধিকার কর্মীর আত্মহত্যা
দেশকে এগিয়ে নিতে ঐক্যের কোন বিকল্প নেই- এ জেড এম জাহিদ
বগুড়ায় বাড়ছে ডেঙ্গু
শাহজাদপুরে আ.লীগের সাবেক ২ এমপি কবিতা ও চয়ন ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের
আলেমদের রাজনীতি আল্লাহর নবীদের রাষ্ট্রীয় ও অর্থনৈতিক উত্তরাধিকার পাকিস্তানের বর্ষিয়ান রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমান
কিশোরগঞ্জের কটিয়াদীতে স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ
এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর, বেড়েছে ১০০ টাকা ফি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম
গফরগাঁওয়ে জনতার হাতে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক
শম্ভুর বিরুদ্ধে অর্ধ কোটি টাকা আত্মসাৎ অভিযোগ
স্কুল থেকে ফেরার পথে তেলবাহী লরির ধাক্কায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর
জামিন পেলেন সেই চার শিশুর বাবা জামাল মিয়া