শান্তর চোটে উইন্ডিজ সফরে দীপু
১৪ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
অধিনায়কের চোট সুখবর বয়ে আনল শাহাদাত হোসন দীপুর জন্য। নাজমুল হোসেন শান্ত ছিটকে পড়ায় ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের টেস্ট দলে ডাক পেলেন তরুণ মিডল-অর্ডার ব্যাটসম্যান। গতপরশু রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের খবর জানায় বিসিবি। গত মার্চে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছেন শাহাদাত। তিন সিরিজ পর আবার সুযোগ পেয়েছেন ২২ বছর বয়সী ব্যাটসম্যান।
গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় শাহাদাতের। এখন পর্যন্ত খেলা চার টেস্টে তেমন কিছু করতে পারেননি। মাত্র ১৪.৭৫ গড়ে তার সংগ্রহ ১১৮ রান। আট ইনিংসে একবার শুধু ত্রিশ ছুঁতে পেরেছেন তিনি। পাকিস্তান সফরের দল থেকে বাদ পড়ার পর তার ফেরার পথ হিসেবে ‘এ’ দলের সিরিজ ও জাতীয় ক্রিকেট লিগে পারফর্ম করতে হবে জানান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। সেই অভিযানেও ব্যর্থ ছিলেন শাহাদাত। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচে একবারও ত্রিশ করতে পারেননি তিনি। পরে জাতীয় লিগেও প্রথম তিন রাউন্ডে হতাশ করেন চট্টগ্রাম অধিনায়ক। তবে চতুর্থ রাউন্ডে বরিশালের বিপক্ষে শাহাদাতের ব্যাট থেকে আসে ২৪৯ বলে ১১৬ রানের ইনিংস। ছয় ঘন্টার বেশি সময় ক্রিজে থেকে ১০ চারে নিজের ইনিংস সাজান ২২ বছর বয়সী ব্যাটসম্যান।
প্রথম শ্রেণির ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরির পরপরই প্রায় সাত মাস পর জাতীয় দলে ফিরলেন শাহাদাত। ওয়েস্ট ইন্ডিজ সফরের চোট জর্জর স্কোয়াডে মিডল-অর্ডারে বড় দায়িত্ব পালন করতে হতে পারে তার। সংযুক্ত আরব আমিরাত সফরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ের সময় কুচকিতে টান লাগে শান্তর। তাই ওই ম্যাচে অর্ধেকের বেশি সময় মাঠের বাইরেই থাকতে হয় তাকে। পরে পরীক্ষানিরীক্ষা করে চোটের তীব্রতা বেশি দেখা যাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ও ক্যারিবিয়ান সফরের টেস্ট সিরিজ থেকেও সরিয়ে নেওয়া হয় বাঁহাতি ব্যাটসম্যানকে। শান্তর অনুপস্থিতিতে আফগানদের বিপক্ষে শেষ ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ। ক্যারিবিয়ান সফরে সাদা পোশাকের ক্রিকেটেও এই দায়িত্ব পালন করবেন অফ স্পিনিং অলরাউন্ডার।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজে মুশফিকুর রহিমকেও পাচ্ছে না বাংলাদেশ। আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আঙুলে চোট পান অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে আগামী ২২ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। এরপর জ্যামাইকার স্যাবিনা পার্কে দ্বিতীয় টেস্ট শুরু ৩০ নভেম্বর। এর আগে আগামীকাল থেকে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নেয়ায় রাশিয়া, চীনের প্রশংসায় এরদোগান
ইসলামী আন্দোলনের আমীর গণ বিপ্লবের মহানায়ক ছিলেন: মাও. জাফরী
ভিয়েতনামে পুরস্কার জিতলো আফসানা মিমির সিনেমা প্রকল্প ‘রেড লাইটস ব্লু অ্যাঞ্জেলস’
শিক্ষার্থীর উপর হামলার জের বিশ্বনাথ ডিগ্রি কলেজে মানববন্ধন
ইউরোপের প্রথম এআই গায়ককে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আইন পাসে বাধা, জার্মানির সংসদে বিরোধীতা চরমে
রাজশাহী মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের মহাসড়ক অচল করে দেয়ার হুশিয়ারী
চন্দ্রঘোনা থানা পুলিশ দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার
‘ফ্যাসিবাদের’ বিরুদ্ধে প্রতিবাদে ইরানে মানবাধিকার কর্মীর আত্মহত্যা
দেশকে এগিয়ে নিতে ঐক্যের কোন বিকল্প নেই- এ জেড এম জাহিদ
বগুড়ায় বাড়ছে ডেঙ্গু
শাহজাদপুরে আ.লীগের সাবেক ২ এমপি কবিতা ও চয়ন ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের
আলেমদের রাজনীতি আল্লাহর নবীদের রাষ্ট্রীয় ও অর্থনৈতিক উত্তরাধিকার পাকিস্তানের বর্ষিয়ান রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমান
কিশোরগঞ্জের কটিয়াদীতে স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ
এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর, বেড়েছে ১০০ টাকা ফি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম
গফরগাঁওয়ে জনতার হাতে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক
শম্ভুর বিরুদ্ধে অর্ধ কোটি টাকা আত্মসাৎ অভিযোগ
স্কুল থেকে ফেরার পথে তেলবাহী লরির ধাক্কায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর
জামিন পেলেন সেই চার শিশুর বাবা জামাল মিয়া