মেন্ডিসের রেকর্ড গড়া সেঞ্চুরিতে জয়ে শুরু শ্রীলঙ্কার
১৪ নভেম্বর ২০২৪, ০১:৩৭ এএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ০১:৩৭ এএম
নার্ভাস নাইন্টির বাধা পেরিয়ে অবশেষে এ বছর সেঞ্চুরির দেখা পেলেন আভিস্কা ফার্নান্দো।কুশল মেন্ডিসের ব্যাট থেকেও এল রেকর্ড গড়া সেঞ্চুরি। তাদের রেকর্ড গড়া জুটিতে তিনশ ছাড়ানো সংগ্রহ গড়ল শ্রীলঙ্কা। পরে নিয়ন্ত্রিত বোলিংয়ে নিউ জিল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা।
ডাম্বুলায় বুধবার বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন পদ্ধতিতে ৪৫ রানে জিতেছে শ্রীলঙ্কা।
৪৯.২ ওভারে ৫ উইকেটে ৩২৪ রান করার পর বৃষ্টি নামলে ইনিংস শেষ করতে পারেনি শ্রীলঙ্কা। পরে কিউইদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭ ওভারে ২২১ রানের। ৯ উইকেটে ১৭৫ রানে থামে সফরকারীদের ইনিংস।
বৃষ্টির কারণে ৪০ মিনিট দেরিতে শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। তৃতীয় ওভারে পাথুম নিশাঙ্কা আউট হলেও স্বাগতিকদের ইনিংসে বড় ধাক্কা লাগতে দেননি আভিস্কা ও মেন্ডিস। দুজনে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ২০৬ রান। দুজনে তুলে নেন সেঞ্চুরিও।
১৩৬তম ওয়ানডে খেলতে নামা মেন্ডিস নিজের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরিতে পৌঁছান ৩৭তম ওভারে।আউট হওয়ার আগে শ্রীলঙ্কার জয়ের নায়ক মেন্ডিস ক্যারিয়ার সেরা ইনিংসে করেন ১৪৩ রান। তার ১২৮ বলের ইনিংসটি সাজানো ছিল ২ ছক্কা ও ১৭ চারে।এই ইনিংস খেলার পথে তিনি ভেঙে দিয়েছেন কিউইদের বিপক্ষে সনাৎ জয়াসুরিয়ার সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড।
পরের ওভারে ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করেন আভিস্কাও। ১১৫ বলে ২টি ছক্কা ও ৯টি চার মারেন এই ওপেনার।চতুর্থ শতক ছোঁয়া ইনিংসে ১১৫ বলে ২টি ছক্কা ও ৯টি চার মারেন এই ওপেনার।
বৃষ্টির বাগড়ায় লম্বা বিরতির পর রান তাড়ায় নেমে শুরুটা ভালোই করে নিউ জিল্যান্ড। উইল ইয়াং ও অভিষিক্ত টিম রবিনসনের উদ্বোধনী জুটিতে আসে ৮৮ রান। দুই ওপেনারকে একই ওভারে বিদায় করে দেন মাহিশ থিকশানা।
৪টি চারে ৩৫ রান করে স্টাম্পড হন রবিনসন। ৮ চারে ৪৮ রান করা ইয়াং হন বোল্ড। হেনরি নিকোলস, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস পারেননি দুই অঙ্ক ছুঁতে। এরপর তাই লক্ষ্যের ধারেকাছে যেতে পারেনি কিউইরা। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্তে ৫ চারে ৩৪ রান করে অপরাজিত থাকেন ব্রেসওয়েল।
পাল্লেকেলেতে দুই দলের দ্বিতীয় ওয়ানডে আগামী রোববার।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৪৯.৪ ওভারে ৩২৪/৫ (মেন্ডিস ১৪৩, আভিস্কা ১০০, আসালঙ্কা ৪০; ডাফি ৩/৪১)।
নিউজিল্যান্ড: (লক্ষ্য ২৭ ওভারে ২২১) ২৭ ওভারে ১৭৫/৯ (ইয়ং ৪৮, রবিনসন ৩৫, ব্রেসওয়েল ৩৪*; মাদুশকা ৩/৩৯, আসালঙ্কা ২/১৫)।
ফল: শ্রীলঙ্কা ৪৫ রানে জয়ী (ডিএল মেথড)।
ম্যান অব দ্য ম্যাচ: কুশল মেন্ডিস।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার