মেন্ডিসের রেকর্ড গড়া সেঞ্চুরিতে জয়ে শুরু শ্রীলঙ্কার
১৪ নভেম্বর ২০২৪, ০১:৩৭ এএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ০১:৩৭ এএম
নার্ভাস নাইন্টির বাধা পেরিয়ে অবশেষে এ বছর সেঞ্চুরির দেখা পেলেন আভিস্কা ফার্নান্দো।কুশল মেন্ডিসের ব্যাট থেকেও এল রেকর্ড গড়া সেঞ্চুরি। তাদের রেকর্ড গড়া জুটিতে তিনশ ছাড়ানো সংগ্রহ গড়ল শ্রীলঙ্কা। পরে নিয়ন্ত্রিত বোলিংয়ে নিউ জিল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা।
ডাম্বুলায় বুধবার বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন পদ্ধতিতে ৪৫ রানে জিতেছে শ্রীলঙ্কা।
৪৯.২ ওভারে ৫ উইকেটে ৩২৪ রান করার পর বৃষ্টি নামলে ইনিংস শেষ করতে পারেনি শ্রীলঙ্কা। পরে কিউইদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭ ওভারে ২২১ রানের। ৯ উইকেটে ১৭৫ রানে থামে সফরকারীদের ইনিংস।
বৃষ্টির কারণে ৪০ মিনিট দেরিতে শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। তৃতীয় ওভারে পাথুম নিশাঙ্কা আউট হলেও স্বাগতিকদের ইনিংসে বড় ধাক্কা লাগতে দেননি আভিস্কা ও মেন্ডিস। দুজনে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ২০৬ রান। দুজনে তুলে নেন সেঞ্চুরিও।
১৩৬তম ওয়ানডে খেলতে নামা মেন্ডিস নিজের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরিতে পৌঁছান ৩৭তম ওভারে।আউট হওয়ার আগে শ্রীলঙ্কার জয়ের নায়ক মেন্ডিস ক্যারিয়ার সেরা ইনিংসে করেন ১৪৩ রান। তার ১২৮ বলের ইনিংসটি সাজানো ছিল ২ ছক্কা ও ১৭ চারে।এই ইনিংস খেলার পথে তিনি ভেঙে দিয়েছেন কিউইদের বিপক্ষে সনাৎ জয়াসুরিয়ার সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড।
পরের ওভারে ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করেন আভিস্কাও। ১১৫ বলে ২টি ছক্কা ও ৯টি চার মারেন এই ওপেনার।চতুর্থ শতক ছোঁয়া ইনিংসে ১১৫ বলে ২টি ছক্কা ও ৯টি চার মারেন এই ওপেনার।
বৃষ্টির বাগড়ায় লম্বা বিরতির পর রান তাড়ায় নেমে শুরুটা ভালোই করে নিউ জিল্যান্ড। উইল ইয়াং ও অভিষিক্ত টিম রবিনসনের উদ্বোধনী জুটিতে আসে ৮৮ রান। দুই ওপেনারকে একই ওভারে বিদায় করে দেন মাহিশ থিকশানা।
৪টি চারে ৩৫ রান করে স্টাম্পড হন রবিনসন। ৮ চারে ৪৮ রান করা ইয়াং হন বোল্ড। হেনরি নিকোলস, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস পারেননি দুই অঙ্ক ছুঁতে। এরপর তাই লক্ষ্যের ধারেকাছে যেতে পারেনি কিউইরা। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্তে ৫ চারে ৩৪ রান করে অপরাজিত থাকেন ব্রেসওয়েল।
পাল্লেকেলেতে দুই দলের দ্বিতীয় ওয়ানডে আগামী রোববার।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৪৯.৪ ওভারে ৩২৪/৫ (মেন্ডিস ১৪৩, আভিস্কা ১০০, আসালঙ্কা ৪০; ডাফি ৩/৪১)।
নিউজিল্যান্ড: (লক্ষ্য ২৭ ওভারে ২২১) ২৭ ওভারে ১৭৫/৯ (ইয়ং ৪৮, রবিনসন ৩৫, ব্রেসওয়েল ৩৪*; মাদুশকা ৩/৩৯, আসালঙ্কা ২/১৫)।
ফল: শ্রীলঙ্কা ৪৫ রানে জয়ী (ডিএল মেথড)।
ম্যান অব দ্য ম্যাচ: কুশল মেন্ডিস।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যশোর আ’লীগ সহসভাপতি কারাগারে
কুরস্কে একদিনে ইউক্রেনের ৪৫০ সেনা নিহত
কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসির ফলাফল পুন:নিরীক্ষণে ৩৩১ জনের ফল পরিবর্তন
"নাচতে গিয়ে আহত অভিনেত্রী লহমা, নেওয়া হয়েছে হাসপাতালে"
সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন ও তার স্ত্রীসহ ২১৩ জন আসামি সিলেটে মামলা
তুলসি গ্যাবার্ডকে গোয়েন্দা দপ্তরের প্রধান করলেন ট্রাম্প
সব সংস্কার এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নয় - বিএনপির শিশু বিষয়ক সম্পাদক
গোদাগাড়ীর মাদ্রাসার ছাত্র চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর পূণর্ভবা নদীতে ডুবে মৃত্যু
শান্তি আলোচনার জন্য ইউক্রেনে বিশেষ দূত নিয়োগের পরিকল্পনা ট্রাম্পের
এআই ফিচার নিয়ে নজর কাড়ল ভিভো ভি৪০ লাইট
শেখ হাসিনা দেশ থেকে পালায় কিন্তু খালেদা জিয়া পালায় না-গয়েশ্বর চন্দ্র রায়
মণিপুরে পুড়িয়ে মারার আগে ৩ সন্তানের মাকে ভয়াবহ নির্যাতন
সমাজবিধ্বংসী ইসলামবিরোধী এবং খুনীদের সহযোগীকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভূক্ত করে উপদেষ্টা পরিষদকে কলঙ্কিত করা হয়েছে- কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন
ফ্যাসিস্ট হাসিনার আমলে সকল আলেম-ওলামাদের হত্যাকান্ডের বিচার করতে হবে মতবিনিময় সভায় মাহমুদুর রহমান
বাবরের দুই রেকর্ডের ম্যাচে পাকিস্তানের হার
ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নেয়ায় রাশিয়া, চীনের প্রশংসায় এরদোগান
ইসলামী আন্দোলনের আমীর গণ বিপ্লবের মহানায়ক ছিলেন: মাও. জাফরী
ভিয়েতনামে পুরস্কার জিতলো আফসানা মিমির সিনেমা প্রকল্প ‘রেড লাইটস ব্লু অ্যাঞ্জেলস’
শিক্ষার্থীর উপর হামলার জের বিশ্বনাথ ডিগ্রি কলেজে মানববন্ধন
ইউরোপের প্রথম এআই গায়ককে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া