তিলকের সেঞ্চুরিতে টি-টোয়েন্টির নতুন বিশ্ব রেকর্ড গড়ে জিতল ভারত
১৪ নভেম্বর ২০২৪, ০২:০০ এএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ০২:০০ এএম
টি-টোয়েন্টিতে সম্প্রতি ভারতের বিধংসী ব্যাটিংয়ের বার্তাই যেন দেয় এই পরিসংখ্যান। টি-টোয়েন্টিতে এক বছরে সবচেয়ে বেশি বার ২০০ বা তার বেশি রান করার বিশ্ব রেকর্ড গড়েছে ব্লুজরা।যার শেষটা বুধবার রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।আর রেকর্ড গড়ার ম্যাচটিতে জয়ও পেয়েছে ভারত।
চার ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ভারত তোলে ৬ উইকেটে ২১৯ রান। তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে ২০৮ রানে। ১১ রানের ম্যাচসেরা হয়েছেন ৫৬ বলে ১০৭ রানের ইনিংস খেলা তিলক ভার্মা।
সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয়টিতে জিতে সমতা টেনেছিল স্বাগতিকরা। এবার ফের ২-১ এ এগিয়ে গেল ভারত।
বিশ্ব রেকর্ড ছোঁয়ার ম্যাচটিতে ভারতের জয় এসেছে শেষ দিকে চ্যালেঞ্জের মুখে পড়ে। রান তাড়ায় নামা দক্ষিণ আফ্রিকার শেষ দুই ওভারে দরকার ছিল ৫১ রান। ম্যাচ অনেকটাই ভারতের নাগালে। ওই সময় হার্দিক পান্ডিয়ার করা ১৯তম ওভারে দুই ছক্কা ও তিন চারসহ ২৬ রান তুলে নেন মার্কো ইয়ানসেন। সমীকরণ নেমে আসে শেষ ৬ বলে ২৫ রানে।
তবে অর্শদীপ শেষ ওভারের তৃতীয় বলে ইয়ানসেনকে এলবিডব্লুতে ফিরিয়ে দিলে ভারতের জয় আটকায়নি।
এর আগে ভারতকে দুই শর বেশি রানের পুঁজি গড়ে দিয়ে যান তিলক ভার্মা ও অভিষেক ভার্মা। তিনে নামা ভার্মা ৫৬ বলে করেন ১০৭ রান, তাঁর ইনিংসটিতে ছিল ৭টি ছক্কা ও ৮টি চার। ওপেনিংয়ে অভিষেক শর্মা করেন ২৫ বলে ৫০ রান।
সেঞ্চুরিয়নের ম্যাচটিতে ভারতের বিশ্ব রেকর্ড গড়ে স্কোরবোর্ডে ২০০ রান ছুঁয়েই। ২০২৪ সালে আজসহ মোট ৮ বার দুই শ রানের ঘর ছুঁয়েছে ভারত। যা আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতেও এক পঞ্জিকাবর্ষে কোনো দলের প্রথম। এক বছরে সর্বোচ্চ ৭ বার ২০০ বার তার বেশি রান করার কৃতিত্ব ভারত (২০২৩), জাপান (২০২৪) ও বার্মিংহাম বিয়ার্সের (২০২২)।
সিরিজ নির্ধারণী শেষ ও চতুর্থ ম্যাচ মাঠে গড়াবে আগামী শুক্রবার, জোহানেসবার্গে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ২১৯/৬ (ভার্মা ১০৭*, অভিষেক ৫০, পান্ডিয়া ১৮; সিমেলেন ২/৩৪, মহারাজ ২/৩৬)।
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ২০৮/৭ (ইয়ানসেন ৫৪, ক্লাসেন ৪১, মার্করাম ২৯; অর্শদীপ ৩/৩৭, বরুণ ২/৫৪)।
ফল: ভারত ১১ রানে জয়ী।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শ্রীলঙ্কার পরামর্শক ম্যাকেঞ্জি
এমন একটি বাংলাদেশ চাই যেখানে ধর্ম বর্ণ দল-মতের ভেদাভেদ থাকবে না- লন্ডনে জামায়াতের আমীর
যশোর আ’লীগ সহসভাপতি কারাগারে
কুরস্কে একদিনে ইউক্রেনের ৪৫০ সেনা নিহত
কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসির ফলাফল পুন:নিরীক্ষণে ৩৩১ জনের ফল পরিবর্তন
"নাচতে গিয়ে আহত অভিনেত্রী লহমা, নেওয়া হয়েছে হাসপাতালে"
সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন ও তার স্ত্রীসহ ২১৩ জন আসামি সিলেটে মামলা
তুলসি গ্যাবার্ডকে গোয়েন্দা দপ্তরের প্রধান করলেন ট্রাম্প
সব সংস্কার এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নয় - বিএনপির শিশু বিষয়ক সম্পাদক
গোদাগাড়ীর মাদ্রাসার ছাত্র চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর পূণর্ভবা নদীতে ডুবে মৃত্যু
শান্তি আলোচনার জন্য ইউক্রেনে বিশেষ দূত নিয়োগের পরিকল্পনা ট্রাম্পের
এআই ফিচার নিয়ে নজর কাড়ল ভিভো ভি৪০ লাইট
শেখ হাসিনা দেশ থেকে পালায় কিন্তু খালেদা জিয়া পালায় না-গয়েশ্বর চন্দ্র রায়
মণিপুরে পুড়িয়ে মারার আগে ৩ সন্তানের মাকে ভয়াবহ নির্যাতন
সমাজবিধ্বংসী ইসলামবিরোধী এবং খুনীদের সহযোগীকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভূক্ত করে উপদেষ্টা পরিষদকে কলঙ্কিত করা হয়েছে- কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন
ফ্যাসিস্ট হাসিনার আমলে সকল আলেম-ওলামাদের হত্যাকান্ডের বিচার করতে হবে মতবিনিময় সভায় মাহমুদুর রহমান
বাবরের দুই রেকর্ডের ম্যাচে পাকিস্তানের হার
ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নেয়ায় রাশিয়া, চীনের প্রশংসায় এরদোগান
ইসলামী আন্দোলনের আমীর গণ বিপ্লবের মহানায়ক ছিলেন: মাও. জাফরী
ভিয়েতনামে পুরস্কার জিতলো আফসানা মিমির সিনেমা প্রকল্প ‘রেড লাইটস ব্লু অ্যাঞ্জেলস’