বাবরের দুই রেকর্ডের ম্যাচে পাকিস্তানের হার
১৪ নভেম্বর ২০২৪, ০৬:১৮ পিএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ০৬:৪৬ পিএম
দুই দলের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। দল হারলেও এই ম্যাচে দুটি রেকর্ড গড়েছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম।
ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ডে ৭ ওভারে নেমে আসা ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছে ২৯ রানে। ৯৪ রানের লক্ষ্যে ৯ উইকেটে ৬৪ রান করতে পারে পাকিস্তান।
এই ম্যাচ দিয়ে শোয়েব মালিককে ছাড়িয়ে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ টি-টোয়েন্টি ম্যাচ খেলা ক্রিকেটার এখন বাবর (১২৪)। একই দিন পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি ফিল্ডারদের মধ্যে সর্বোচ্চ ক্যাচে বাবর (৫২) পেরিয়ে গেছেন ফখর জামানকে (৫০)।
ঝড়-বৃষ্টিতে ওভার কমে আসা ম্যাচে সময়ের দাবি মেটান গ্লেন ম্যাক্সওয়েল। ওয়ানডাউনে নেমে ১৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় তিনি করেন ৪৩ রান। ৭ বলে অপরাজিত ২১ রান করেন মার্কাস স্টয়নিস।
এই ইনিংসের পথে স্বীকৃতি টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ম্যাক্সওয়েল। ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের পর অস্ট্রেলিয়ার তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। সব দেশ মিলিয়ে, ষোড়শ ক্রিকেটার হিসেবে জায়গা করে নিলেন ১০ হাজার রানের ক্লাবে।
পাকিস্তানের হয়ে ১ ওভারে ৯৯ রান দিয়ে ২ উইকেট নেন আব্বাস আফ্রিদি। ২ ওভারে ৩৭ রান দিয়ে ১ উইকেট নেন নাসিম শাহ। শাহিন শাহ আফ্রিদি ২ ওভারে দিয়েছেন ২৫ রান। হাসির রউফ ২ ওভারে ২১ রানে নেন ১ উইকেট।
ব্যাটিংয়েও পাকিস্তান পড়ে ব্যাটিং ধ্বসে। ১৬ রানে তারা হারায় ৫ উইকেট, ২৪ রানে ৬টি। প্রথম সারির ছয় ব্যাটারের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। ১০ বলে সর্বোচ্চ ২০ রানে অপরাজিত ছিলেন আব্বাস। দুই অঙ্ক স্পর্শ করেন আর কেবল হাসিবুল্লাহ খান (১২) ও আফ্রিদি (১১)।
অস্ট্রেলিয়ার হয়ে ২ ওভারে স্রেফ ৯ রান দিয়ে ৩ উইকেট নেন নাথান এলিস। ২ ওভারে ১৩ রানে ৩টি নেন জাভিয়ের বার্লেট। ১ ওভারে ১১ রানে ২টি শিকার ধরেন অ্যাডাম জাম্পা। স্পেন্সর জনসন ২ ওভারে ২৯ রানে নেন ১ উইকেট।
শনিবার সিডনিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৭ ওভারে ৯৩/৪ (শর্ট ৭, ফ্রেজার-ম্যাকগার্ক ৯, ম্যাক্সওয়েল ৪৩, ডেভিড ১০, স্টয়নিস ২১*, ইংলিস ০*; আফ্রিদি ২-০-২৫-০, নাসিম ২-০-৩৭-১, রউফ ২-০-২১-১, আব্বাস ১-০-৯-২)
পাকিস্তান: ৭ ওভারে ৬৪/৯ (ফারহান ৮, রিজওয়ান ০, বাবর ৩, উসমান ৪, সালমান ৪, ইরফান ০, হাসিবুল্লাহ ১২, আব্বাস ২০*, আফ্রিদি ১১, নাসিম ০; জনসন ২-০-২৯-১, বার্টলেট ২-০-১৩-৩, এলিস ২-০-৯-৩, জ্যাম্পা ১-০-১১-২)
ফল: অস্ট্রেলিয়া ২৯ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: গ্লেন ম্যাক্সওয়েল
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে অস্ট্রেলিয়া
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জানা গেল ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একাদশ
বাংলাদেশে ন্যায্য রুপান্তরে অর্থায়নের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান
গোপালগঞ্জে কারাগারে থাকা বাবার অবশেষে জামিন মঞ্জর
ওসমানী বিমান বন্দরে বিদেশী বিমান উঠা-নামার ব্যবস্থা গ্রহণের দাবী- প্রধান উপদেষ্টা বরাবরে সিলেটে স্মারকলিপি
ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় মৃত্যু বেড়ে ৬
জানুয়ারি পর্যন্ত ছিটকে গেলেন এনগিডি
দুবাইয়ে নবনিযুক্ত কনসাল জেনারেলের সাথে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স আজমানের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
গণঅভ্যুত্থানে আহতদের সুবিধা নিশ্চিতে দেওয়া হবে ইউনিক আইডি কার্ড
যে কারণে হারপিকে মেতেছে নেটিজেনরা
আ.লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি: তারেক রহমান
প্যারাগুয়ে ম্যাচে কেমন হবে আর্জেন্টিনার একাদশ
অর্থাভাবে ব্যক্তিগত বিমান ভাড়া দিয়েছেন শন ডিডি, বিক্রি করবেন বাড়ি
ব্রাহ্মণবাড়িয়ায় শ্রেনী কক্ষে অসুস্থ ১০ শিক্ষার্থী
ভারতীয় গণমাধ্যম আমাদের সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নরসিংদীতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
পুলিশ সংস্কার ও একটি কৌশলপত্র
মোস্তফা সরয়ার ফারুকীকে কেন উপদেষ্টা করতে হবে?
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
অভ্যুত্থানে আহতদের প্রতি এই অবহেলা অমার্জনীয়
নাট্যকার হুমায়ূন আহমেদ