নির্বাসন, ৮শ কোটি টাকা- পাকিস্তানের দুই ক্ষতি!
১৬ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম
ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না, পাকিস্তানও ‘হাইব্রিড মডেলে’ টুর্নামেন্ট করতে রাজি নয়। আগামী বছর ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টুর্নামেন্টটি তাহলে হবে কীভাবে? চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এই যে জটিলতা, সেই বিষয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি), ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। খোঁজখবর যা জানা যাচ্ছে ভারত-পাকিস্তানের সংবাদমাধ্যম থেকে। পাকিস্তান নাছোড়বান্দা। তারা নিজেদের দেশের বাইরে এবার টুর্নামেন্টটি যেতে দেবে না। ফলে এই টুর্নামেন্টে ভারতের খেলা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। ভারতের মতো দলকে বাদ দিলে তো বড় অংকের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে আইসিসিকে। আবার নিজেদের দেশে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে না পারলে পাকিস্তানই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছে। এর মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে, বিকল্প ভেন্যু প্রস্তুত আছে। পাকিস্তান যদি তাদের সিদ্ধান্তে অনড় থাকে, তবে দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নেওয়া হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর।
এর মাঝে নতুন করে পাকিস্তানকে ভাবাচ্ছে স্পোর্টস ইলাসস্ট্রেটরের একটি খবর। যেখানে বলা হয়েছে, পাকিস্তান যদি নিজেদের শক্ত অবস্থান থেকে সরে না আসে সেক্ষেত্রে প্রায় ৮শ কোটি টাকা ক্ষতির মুখে পড়বে পিসিবি। শুধু তাই নয়, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির স্বত্ত্বের সঙ্গে ভবিষ্যতে ক্রিকেট থেকে নির্বাসিতও হতে পারে পাকিস্তান। ক্রিকবাজের বরাত দিয়ে তারা বলছে, যদি পিসিবি তার কঠোর অবস্থান বজায় রাখে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যাহত হয়, তবে এটি নিষেধাজ্ঞা এবং উল্লেখযোগ্য অর্থায়ন হ্রাসসহ আইসিসি থেকে উল্লেখযোগ্য ক্ষতির মুখোমুখি হতে পারে। আর্থিক ঝুঁকি অনেক বেশি, কারণ টুর্নামেন্ট সরানো বা স্থগিত করা হলে পিসিবিকে হোস্টিং ফি বাবদ আনুমানিক ৬৫ মিলিয়ন ডলার খরচ হতে পারে। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য করাচি, রাওয়ালপিন্ডি এবং লাহোরে সংস্কার করার জন্য বেশ কিছু অর্থ বিনিয়োগও করে ফেলেছে।
সেটি যেন না হয়, অচলাবস্থার কয়েকটি সম্ভাব্য সমাধানের প্রস্তাব দিয়েছে আইসিসি। প্রথমত, একটি হাইব্রিড মডেল গ্রহণ করা যেখানে ১৫টি খেলার মধ্যে ৫টি সংযুক্ত আরব আমিরাতে খেলা হবে। দ্বিতীয়ত, টুর্নামেন্টটি পাকিস্তানের বাইরে নিয়ে যাওয়া, তাতে শঙ্কা থেকে যায় পিসিবি তার দল প্রত্যাহার করে, অথবা তৃতীয়ত, টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা। অতিরিক্তভাবে, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি স্পষ্ট করেছেন যে পিসিবি কোনও হাইব্রিড ব্যবস্থা সম্পর্কে বিসিসিআইয়ের কাছ থেকে আনুষ্ঠানিক যোগাযোগ পায়নি এবং বিসিসিআই বা আইসিসি কোনও পরিবর্তনের প্রস্তাব করলে আনুষ্ঠানিক নিশ্চিতকরণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে।
বাস্তবে পাকিস্তান শেষপর্যন্ত কী করবে, সময় বলবে। কিন্তু নিয়মিত বদলে যাওয়া পরিস্থিতি কাজে লাগিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও পানি মাপছে প্রবলভাবে। এমনকি পাকিস্তান সরে দাঁড়ালে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে তৈরি বলেও জানা গিয়েছে। এই ব্যাপারে পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করার জন্য সরকারের সঙ্গে আলোচনায় বসেন পাক বোর্ডের শীর্ষকর্তারা। সরকারের তরফে পিসিবি-কে অন্যান্য ক্রিকেট খেলিয়ে দেশগুলির সঙ্গে আলোচনার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ভারতের চাপে মাথা নীচু না করার কথাও গুরুত্ব পেয়েছে বৈঠকে।
এশিয়া কাপে হাইব্রিড মডেল মেনে নিয়ে মুখ পুড়েছিল পাকিস্তানের। এবার তাই কড়া অবস্থানে শেষ দেখে নেওয়ার মনোভাব। আইসিসির তরফে আশ্বাস দেওয়া হয়েছে, হাইব্রিড মডেলে ভারতের ম্যাচ না পেলেও আয়োজক হিসেবে পাকিস্তানের প্রাপ্য অর্থে কোনওরকম কাটছাঁট করা হবে না। পুরো ‘হোস্টিং ফি’ ৬৫ মিলিয়ন ডলার পাবে পাকিস্তান বোর্ড। যদিও পাকিস্তান সরকার যে প্রস্তাবে রাজি নয়। পাল্টা দাবি, হয় পুরো টুর্নামেন্টের আয়োজন, নাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট। বোর্ডের প্রধান মহসিন নকভিও জানিয়ে দিয়েছেন, হাইব্রিড মডেল নিয়ে আলোচনা হয়নি। সেই সম্ভাবনাও নেই। আইনি পথে যাওয়ার হুমকিও শোনা যাচ্ছে। আইসিসির কাছে পরিষ্কার ব্যাখ্যা চেয়ে লিখিতভাবে চিঠি পাঠাতে চলেছে পিসিবি। তবে হুংকার, হুমকির স্তরেই সবকিছু। পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত কী হতে চলেছে, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।
এইসব জল্পনার মাঝে একটি বিষয় আশা জাগাতে পারে পাকিস্তানকে। গতপরশু আইসিসি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিযোগিতার নতুন প্রোমোতে দেখা গেছে পাকিস্তানেরই নাম।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস