পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ে দলে তিন নতুন মুখ
১৯ নভেম্বর ২০২৪, ০৬:২৯ পিএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪, ০৬:২৯ পিএম
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিরিজকে সামনে রেখে দুই ফরম্যাটের জন্য পৃথক-পৃথক দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।
ওয়ানডে দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন ট্রেভর গুয়ান্ডু ও তাশিঙ্গা মুসেকিওয়া। জাতীয় দলের প্রথম সুযোগ পেলেন টিনোতেন্ডা মাপোসা। দুই ফরম্যাটের দলেই আছেন তিনি।
টি-টোয়েন্টির দল থেকে বাদ পড়েছেন দুই সিনিয়র ক্রিকেটার সিন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন।
ওয়ানডে দলে প্রথবারের মত সুযোগ পেলেও জিম্বাবুয়ের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে খেলেছেন পেসার গুয়ান্ডু ও ব্যাটার মুসেকিওয়া। গুয়ান্ডু ৬ ম্যাচে ৬ উইকেট এবং মুসেকিওয়া ৫ ম্যাচে ৩৮ রান করেছেন।
দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ হয়নি পেসার মাপোসার। এখন পর্যন্ত লিস্ট ‘এ’ ক্রিকেটে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন তিনি। ৬.২৯ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়েছেন মাপোসা। দুই ফরম্যাটে পেস আক্রমনকে নেতৃত্ব দেওয়া ব্লেসিং মুজারাবানি এবং রিচার্ড নাগারাভার সাথে থাকবেন মাপোসা।
দল নিয়ে এক বিবৃতিতে জিম্বাবুয়ের নির্বাচক আহ্বায়ক ডেভিড মুতেন্দেরা বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে সিরিজটি জিম্বাবুয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমরা বিশ্বাস করি সেরা ওয়ানডে দলই বেছে নিয়েছি। ক্রেগ আরভিন, সিকান্দার রাজা এবং সিন উইলিয়ামস এর মত অভিজ্ঞ খেলোয়াড় দলে আছে। পাশাপাশি ক্লাইভ মাদান্ডে, ব্রায়ান বেনেট, ডিয়ন মায়ার্স এবং নতুন তিন খেলোয়াড় দলের জন্য বড় অবদান রাখবে।’
ইনজুরির কারণে এ বছরের শুরুতে শ্রীলংকায় সাদা বলের সিরিজ মিস করলেও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে ফিরেছেন উইলিয়ামস। তবে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন তিনি।
আগামী ২৪ নভেম্বর থেকে ওয়ানডে ও ১ ডিসেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে জিম্বাবুয়ে ও পাকিস্তান।
জিম্বাবুয়ে ওয়ানডে দল: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, জয়লর্ড গাম্বি, ট্রেভর গুয়ান্ডু, তাশিঙ্গা মুসেকিওয়া, টিনোতেন্ডা মাপোসা, ক্লাইভ মাদান্ডে, তাদিওয়ানাশে মারুমানি, ব্র্যান্ডন মাভুতা, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, সিন উইলিয়ামস।
জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দল: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ট্রেভর গুয়ান্ডু, ক্লাইভ মাদান্ডে, ওয়েসলি মাধেভেরে, টিনোতেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্র্যান্ডন মাভুতা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিলল পুকুরে
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বুধবার রাতে সচিব নিবাসেও আগুন লেগেছিল
শৈলকুপায় নিহতের ঘটনায় অর্ধশতাধিক বাড়িঘর গুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা
মধ্যরাতে আগুন লেগেছিল সচিব নিবাসেও
গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে : রিজভী
ফুলপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন
সচিবালয়ের ৮ তলায় মিলল কুকুরের দগ্ধ মরদেহ, চাঞ্চল্যের সৃষ্টি
সুন্দরবন সংলগ্ন গাবুরা পল্লীতে ফ্রিজ থেকে উদ্ধার হলো হরিণের মাংস
ফায়ার ফাইটার নয়নের জানাজা সম্পন্ন
প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে রজতজয়ন্তী উদ্যাপন
‘সচিবালয়ে আগুনের পেছনে আওয়ামী দোসরদের ষড়যন্ত্র রয়েছে’
সচিবালয়ে অগ্নিকাণ্ড : প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি ফখরুলের
আটঘরিয়া-চাঁদভা হাড়লপাড়া সড়কের ব্রিজ ভেঙ্গে দুর্ভোগে পথচারীরা
পুড়ে যাওয়া ২ মন্ত্রণালয় দেখে আসিফ মাহমুদ: ‘আমাদের সব শেষ হয়ে গেছে’
দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী, অংশ নেবেন মাহফিলে
আরেকটি বিধ্বংসী দ্বিশতক হাঁকালেন রিজভি
অবৈধ শিসা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর
সচিবালয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন , বন্ধ দাপ্তরিক কাজ
স্থানীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা আজ স্বাবলম্বি