যৌক্তিক সমালোচনা মানতে সমস্যা নেই পাকিস্তানের নতুন কোচের
২১ নভেম্বর ২০২৪, ০৪:৩২ পিএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ০৪:৩৫ পিএম
অনেক নাটকীয়তার পর সাদা বলে পাকিস্তানের নতুন কোচ হয়েছেন আকিব জাভেদ। একই সাথে নির্বাচকের দায়িত্বও পালন করছেন সাবেক এই বোলার। অথচ একটা সময় একই সঙ্গে এই দুই দায়িত্ব পালন করায় মিসবাহ-উল-হাকের তীব্র সমালোচনা করেছিলেন আকিব জাভেদ। তবে নিজের ব্যাপারটি একটু ভিন্ন দাবি করে আকিব বললেন, যৌক্তিক সমালোচনা মাথা পেতে নেওয়ার প্রস্তুতি নিয়েই দায়িত্ব নিয়েছেন তিনি।
আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত পাকিস্তানের আপৎকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় আকিবকে। পাশাপাশি নির্বাচক হিসেবে আগের দায়িত্বও পালন করে যাবেন সাবেক এই পেসার।
পাকিস্তানের সংবাদমাধ্যম বলছে, আগামী মাসের দক্ষিণ আফ্রিকা সফরের পর গিলেস্পিকে সরিয়ে টেস্ট দলের কোচের দায়িত্বও দেওয়া হবে আকিবকেই।
অথচ মৌসুমের শুরুতে আকিব ছিলেন শ্রীলঙ্কার পেস বোলিং কোচ। মাস খানেক আগে পাকিস্তানের নির্বাচক কমিটি পুনর্গঠন করে সেখানে আনা হয় আকিবকে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোয় বড় কৃতিত্ব দেওয়ায় হয় তার পরিকল্পনাকে। পাকিস্তানের গণমাধ্যম বলছে, পিসিবি এখন চলে আকিবের কথাতেই।
আকিব নির্বাচক কমিটিতে আসার পরই দল নির্বাচনে ছেঁটে ফেলা হয় টেস্ট কোচের ভূমিকা। এ নিয়ে প্রকাশ্যেই অসন্তুষ্টির কথা জানান গিলেস্পি। এখন আকিব নিজেই আছেন এই দ্বৈত ভূমিকায়। তবে আকিব অন্যদের সঙ্গে নিজেকে মেলাতে চান না।
“আপনি যেসব ঘটনা বললেন, সেগুলোর চেয়ে আমার ব্যাপারটি একটু ভিন্ন। (মিসবাহর মতো) আমি প্রধান নির্বাচক নই, নির্বাচক প্যানেলের অংশ। আমি এটাকে কোনো সমস্যা হিসেবে দেখি না, কারণ আমরা সবাই চাই এমন ক্রিকেটারদের বেছে নিতে, যারা পাকিস্তানের হয়ে সেরাটা দেবে।”
“সমালোচনা অনিবার্য এবং সেটা যৌক্তিকও হতে পারে। লোকে প্রশংসা করবে নাকি সমালোচনা, এটিও একজন ক্রিকেটারের নিয়ন্ত্রণেই থাকে। দলের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। সমালোচনা ও প্রশংসা নির্ভর করবে আমাদের পারফরম্যান্সের ওপর। সমালোচনা যদি প্রাপ্য হয়, সবার আগে আমিই মেনে নেব।”
স্কোয়াড ও একাদশ নির্বাচনে নিজের একক কোনো ভূমিকা নেই বলেও জানান আকিব।
“আমরা সবসময়ই অধিনায়ক ও কোচের সঙ্গে আলোচনা করি। এরপরই দল ঘোষণা করে নির্বাচক কমিটি। (ইংল্যান্ডের বিপক্ষে) মুলতান টেস্ট থেকে এখনও পর্যন্ত দল নির্বাচনে ধারাবাহিকতা রক্ষা করেছি আমরা। আসাদ শাফিক (নির্বাচক কমিটির সদস্য) ছিল অস্ট্রেলিয়া সফরে, তার কাজ ছিল কোচ ও অধিনায়কের সঙ্গে আলোচনা করে দল উপস্থাপন করা, যেটা নিয়ে আবার নির্বাচক কমিটি আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে। এখন আমাদের বদলে আমি যাচ্ছি, কিন্তু চূড়ান্ত একাদশ এখনও নির্বাচক কমিটিই ঠিক করবে। নির্বাচক কমিটি মানে তো শুধু আমি একাই নই, পাঁচজনের প্যানেল এটি।”
“২০ বছর ধরে কোচিং করাচ্ছি আমি। কোচের দায়িত্বের কিছু সীমাবদ্ধতা আছে। তারা দলে একটা আবহ গড়ে তুলতে পারে এবং পরিষ্কার ও স্বচ্ছ একটা বার্তা দিতে পারে যে, কোন ধরনের ক্রিকেট খেলতে দেখতে চায় এবং দলকে সেভাবে প্রস্তুত করতে পারে। তবে দিনশেষে, ফলাফল বের করে আনতে হয় অধিনায়ক ও ক্রিকেটারদেরই।”
আকিবের নতুন চ্যালেঞ্জ শুরু হচ্ছে জিম্বাবুয়ে সফর দিয়ে। এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। তবে আকিবের আসল লক্ষ্য মূলত দেশের মাঠে আগামী ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
“চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমাদের মূল মনোযোগ এখন ওয়ানডে ক্রিকেটে। এই সংস্করণে থিতু একটি দল দেখতে পাবেন আপনারা। টি-টোয়েন্টিতেও বদলের ছাপ দেখতে পাবেন আপনারা। জিম্বাবুয়ে সিরিজে আমরা নতুন ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পরিকল্পনা করছি। তাদের জন্য সুযোগ লুফে নেওয়ার বার্তা এটি। নতুনদের সুযোগ না দিলে বিকল্প ক্রিকেটার গড়ে তোলা যাবে না।”
ফখর জামানের বাদ পড়া নিয়েও প্রশ্ন শুনতে হয় আকিবকে। তার দলে ফিরতে বাধা নেই বলে জানান তিনি। পাকিস্তান দলে ফখরের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন নতুন কোচ।
“ফখর জামান একজন ম্যাচ জেতানো খেলোয়াড়। সে অনেক বছর ধরে পাকিস্তানের হয়ে পারফর্ম করছে। এই মুহূর্তে ফিটনেস–জাতীয় কিছু সমস্যায় ভুগছে। তবে ফিটনেস ফিরে পেলেই নির্বাচক কমিটি তাকে দলে নেওয়ার ব্যাপারটি পুনর্বিবেচনা করে দেখবে।”
আকিব আরও বলেন, “ফখরের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত আছে। ফিট হলেই তাকে আমরা আবার (পাকিস্তানের হয়ে) খেলতে দেখব।”
জিম্বাবুয়ে সফরে পাকিস্তানের ওয়ানডে সিরিজ শুরু আগামী রোববার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ছাগলনাইয়ায় কোরআন তিলাওয়াত ও ইসলামী আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো গায়ে হলুদ
সড়ক পরিবহনে শৃঙ্খলা আনতে সচেতনতামূলক সভা
শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে হলে খেলাধুলার বিকল্প নেই: এডিসি লুৎফুন নাহার
হাইওয়ে পুলিশের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়
বাংলাদেশ সিভিল সার্ভিসে বৈষম্য কতটা প্রকট: সাধারণের অবস্থান কোথায়
কোরআন তেলাওয়াত আমাদের হৃদয়ে প্রশান্তি দান করে: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
শেরপুরে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা কবরস্থান থেকে হাত-পা মুখ বাঁধা অবস্থায় এক অচেতন সেনা সদস্য উদ্ধার
আফগানিস্তানে এবার ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের
মাওলানা মামুনুল হক আমির জালালুদ্দীন মহাসচিব নির্বাচিত
বসুন্ধরায় ফ্যাশন ব্রান্ড ‘হিজাবিয়ানা’র আউটলেট উদ্বোধন
‘সরকার এতই যোগ্য যে, থানা থেকে ওসি পালিয়ে যায় কিন্তু টেরই পায় না’: মাহমুদুর রহমান মান্না
সাংবাদিকতা হতে হবে পুরো সত্য, আংশিক নয়: কাদের গনি চৌধুরী
জিয়া পরিবারের জন্য বাংলাদেশের অস্তিত্ব টিকে আছে - যুবদল নেতা রেজাউল কবীর পল
বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন অভিশংসিত প্রেসিডেন্ট
কুষ্টিয়ায় ৮ ঘন্টার ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত-৩
তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প
২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি, দায় নিলেন সড়ক উপদেষ্টা
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে