মাইলফলকের টেস্ট স্মরণীয় করে রাখতে চান মিরাজ
২২ নভেম্বর ২০২৪, ১০:২৪ এএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ১০:২৪ এএম
নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটে পড়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ বাংলাশে দলকে নেতৃত্ব দিবেন মেহেদি হাসান মিরাজ। এটি আবার মিরাজের ৫০তম টেস্ট। মাইলফকের ম্যাচটি জয় দিয়ে স্মরণীয় করে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন এই অলরাউন্ডার।
অ্যান্টিগায় দুই ম্যাচের প্রথম টেস্ট শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়। এর আগের দিন সংবাদ সম্মেলনে নিজের লক্ষ্যের কথা জানান মিরাজ।
‘খুবই ভালো লাগছে। এটা দেশের জন্য, আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমার মনে হয় দেশের জন্য ৫০টা টেস্ট খেলা অনেক বড় প্রাপ্তি। এখন এটা যেন স্মরণীয় করতে পারি, সেটাই আমার লক্ষ্য।’
ওয়েস্ট ইন্ডিজে ২০০৯ সালের সফরে খর্বশক্তির দলের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতলেও সবশেষ তিন সফরে বাংলাদেশের প্রাপ্তি শূন্য। এই সময়ে ছয় টেস্টের সবকটি হেরেছে তারা। চিত্র এবার বদলে যাবে বলেই আশা মিরাজের।
“আমাদের লক্ষ্য থাকবে অবশ্যই ভালো ক্রিকেট খেলা। এর আগে যখন আমরা এখানে খেলেছি, টেস্ট ক্রিকেটে অতটা ভালো করতে পারিনি। গত চার বছরে (১০ বছরে) একটিও জিততে পারিনি। এবার লক্ষ্য থাকবে জয়ের জন্য এবং সবাই যেন পারফর্ম করতে পারে।”
অ্যান্টিগার স্মৃতি বাংলাদেশের জন্য সুখকর না। ২০১৮ সালের সফরে এখানে প্রথম ইনিংসে ৪৩ রানে গুটিয়ে ইনিংস ব্যবধানে ম্যাচ হেরেছে দল। ২০২২ সালের অলআউট হয়েছে তারা স্রেফ ১০৩ রানেই। দুঃস্বপ্নের অতীতকে পেছনে ফেলে এবার সুখস্মৃতি নিয়ে ফিরতে চান মিরাজ।
“অ্যান্টিগায় আমরা এর আগে ভালো খেলিনি। বাজেভাবে হেরেছিলাম। এবার আমরা নতুনভাবে এসেছি। এখানে আসার পর ১০ দিনের মতো এখানে অনুশীলন করেছি। একটি প্রস্তুতি ম্যাচ খেলেছি, ক্রিকেটাররা অনেক ভালো প্রস্তুতি নিয়েছে। আমি আত্মবিশ্বাসী যে আমার দল অনেক ভালো করবে।”
“(চেষ্টা থাকবে) সবাই ভালো ক্রিকেট খেলে যেন ম্যাচটা জিততে পারি। ব্যাটসম্যানরা, বোলাররা এবং আমি, স্পিনাররা যারা আছে, সবাই দল হিসেবে যদি খেলতে পারি, তাহলে আশা করি ভালো ফল আসবে।”
বিভাগ : খেলাধুলা