লাঞ্চের আগেই ৪ উইকেট নেই ভারতের
২২ নভেম্বর ২০২৪, ১০:৩৭ এএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ১০:৩৭ এএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে সিরিজের প্রথম টেস্টের শুরুটা ভালো হয়নি ভারতের। টসে জিতে ব্যাটিংয়ে নেমে সফরকারী দলটি লাঞ্চের আগেই হারিয়ে বসেছে ৪ উইকেট।
২৫ ওভারে ভারত ৪ উইকেটে ৫১ রান তোলার পর আসে মধ্যাহ্ন বিরতির ঘোষণা। ঋশাব পান্তের (২৪ বলে ১০) সঙ্গে ব্যাটিংয়ে আছেন ধ্রুব জুরেল (১০ বলে ৪)।
২৩তম ওভারে দলীয় ৪৭ রানে চতুর্থ ব্যাটার হিসেবে ফিরেছেন লোকেশ রাহুল, ৭৪ বলে ২৬ রান করে। মিচেল স্টার্কের বলে কট বিহাইন্ড হয়েছেন এই ওপেনার।
আরেক ওপেনার ইয়াসভি জয়সয়ালকে গালিকে ক্যাচ বানিয়ে প্রথম আঘাতটিও হেনেছিলেন স্টার্ক, দলীয় তৃতীয় ওভারে। ভারতের রান তখন ৫।
এরপর দলীয় ১৪ রানে দেবদুত পাড্ডিকাল (২৩ বলে ০) ও ৩২ রানে বিরাট কোহলিকে (১২ বলে ৫) আউট করেন জশ হেইজেলউড।
নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে সফরকারী দলকে নেতৃত্ব দিচ্ছেন জাসপ্রিত বুমরাহ। অস্ট্রেলিয়ার নেতৃত্বে যথারীতি প্যাট কামিন্স।
এই টেস্ট দিয়ে ভারতের হয়ে অভিষেক হয়েছে হার্ষিত রানা ও নীতিশ রেড্ডির। অস্ট্রেলিয়ার হয়ে ব্যাগি গ্রিন টুপি পেয়েছেন নাথান ম্যাকসুয়েনি।
ভারত একাদশ: লোকেশ রাহুল, যশস্বী জয়সোয়াল, দেবদূত পাডিক্কাল, বিরাট কোহলি, ঋষভ পন্ত, ধ্রুব জুরেল, নীতিশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, যশপ্রীত বুমরা (অধিনায়ক) ও মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়া একাদশ: উসমান খাজা, নাথান ম্যাকসুয়েনি, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজলউড।
বিভাগ : খেলাধুলা