ভারতের রান পাহাড়ের সামনে আবারও ব্যাটিং ধ্বসে অস্ট্রেলিয়া

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

২৪ নভেম্বর ২০২৪, ০৪:০৮ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৩৫ পিএম

ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম/ফেসবুক

প্রথম ইনিংসের ব্যর্থতা পুষিয়ে যশস্বী জয়সোয়াল আর বিরাট কোহলির জোড়া শতকে বিশাল সংগ্রহ গড়ল ভারত। পাহাড়সম লক্ষ্য তাড়ায় ৫ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ধ্বসে পড়েছে অস্ট্রেলিয়া। বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের তৃতীয় দিনেই পরাজয়ের শঙ্কায় পড়েছে স্বাগতিক দলটি।

পার্থে ৫৩৪ রানের রেকর্ড রান তাড়ায় অস্ট্রেলিয়া তৃতীয় দিন শেষ করেছে ৪.২ ওভারে ৩ উইকেটে ১২ রান তুলে। জাসপ্রিত বুমরাহর বলে মার্নাস লাবুশেন আউট হওয়ার পর কেউ আর ব্যাটিংয়ে নামেননি।

ম্যাচ বাঁচাতে হাতে ৭ উইকেট নিয়ে এখনও ৫২২ রানের মহাসমুদ্র পাড়ি দিতে হবে স্বাগতিকদের। সময় বাকি এখনও দুই দিন।

টেস্টে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে। ২০০৩ সালে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই রেকর্ড গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

বিনা উইকেটে ১৭২ রান নিয়ে দিন শুরু করা ভারত ৬ উইকেটে ৪৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। কোহলির সেঞ্চুরি পূরণ হতেই আসে ইনিংস শেষের ঘোষণা।

তবে দিনের সবচেয়ে উজ্জ্বল নাম জয়সোয়াল। ১৬১ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়েছেন এই তরুণ ওপেনার।

১৩৫তম ওভারে লাবুশেনের তৃতীয় বলে ডিপ ফাইন লেগ দিয়ে চার মেরে টেস্ট ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। টেস্টে ১৫ ইনিংস ও তিন সংস্করণ মিলিয়ে ২৯ ইনিংস পর সেঞ্চুরি পেলেন কোহলি। ১৪৩ বলে ৮ চার ও ২ ছক্কায় ঠিক ১০০ রানে অপরাজিত থাকেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার।

তার সঙ্গে সপ্তম উইকেটে ৫৪ বলে ৭৭ রানে অবিচ্ছিন্ন জুটিতে নীতিশ কুমার রেড্ডি ২৭ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন। তার আগে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে ১৭৬ বলে ৮৯ রানের জুটি গড়েন কোহলি।

তবে দিনের সবচেয়ে আলোকিত নাম জয়সোয়াল। ৯০ রানে দিন শুরু করা এই ওপেনার জশ হ্যাজলউডকে ছক্কা হাঁকিয়ে তিন অঙ্ক স্পর্শ করেন। তৃতীয় ভারতীয় হিসেবে প্রথমবার অস্ট্রেলিয়া সফরেই তিন অঙ্কের দেখা পেলেন এই ওপেনার। আগের দুজন ছিলেন সুনিল গাভাস্কার ও প্রায়ত এম.এল জয়সিমহা। এবারের বোর্ডার–গাভাস্কার ট্রফির প্রথম সেঞ্চুরিও এটি।

প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া জয়সোয়াল এবার তিন অঙ্ক স্পর্শ করেন ২০৫ বলে। দারুণ ধৈর্যের পরীক্ষা দিয়ে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিটি ৮টি চার ও ৩ ছক্কায় ইনিংসটি সাজান তিনি।

তার শতকের পরের ওভারেই আউট হন আরেক ওপেনার লোকেশ রাহুল। ভাঙে দুজনের ৩৮৩ বলে ২০১ রানের দুর্দান্ত জুটি। উইকেটের পিছনে অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দেওয়া রাহুল ফিরেছেন ১৭৬ বলে ৭৭ রানের ইনিংস খেলে।

পরে দেবদুত পাড্ডিকালকে নিয়ে ১২৮ বলে ৭৪ রানের জুটি গড়েন জয়সোয়াল। কোহলির সঙ্গে তার জুটিটা বেশিদূর এগোয়নি। জুটিতে ৬০ বলে ৩৮ রান তুলতেই আউট হন জয়সোয়াল। ২৯৭ বলে ১৬১ রানের ইনিংসটি তিনি সাজান ১৫টি চার ও ৩ ছক্কায়।

লক্ষ্য তাড়ায় চতুর্থ বলেই অভিষিক্ত নাথান ম্যাকসুয়েনিকে এলবিডব্লিউ করেন বুমরাহ। তৃতীয় ওভারের প্রথম বলে প্যাট কামিন্সকে দ্বিতীয় স্লিপে ক্যাচ বানান মোহাম্মদ সিরাজ। আর পঞ্চম ওভারের দ্বিতীয় বলে লাবুশেনকেও এলবিডব্লিউ করেন প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া বুমরাহ। ৯ বলে ৩ রানে অপরাজিত থাকা উসমান খাজার সামনে সোমবার অপেক্ষা করছে কঠিনতম পরীক্ষা।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ১৫০ ও ৪৮৭/৬ (জয়সোয়াল ১৬১, কোহলি ১০০*, রাহুল ৭৭, নীতিশ ৩৮*, ওয়াশিংটন ২৯, পাড়িক্কাল ২৫, পন্ত ১, জুরেল ১; লায়ন ২/৯৬, হ্যাজলউড ১/২৮, মার্শ ১/৬৫, কামিন্স ১/৮৬, স্টার্ক ১/১১১)।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১০৪ ও ১২/৩ (খাজা ৩*, লাবুশেন ৩, কামিন্স ২, ম্যাকসুয়েনি ০; বুমরা ২/১, সিরাজ ১/৭)।—তৃতীয় দিন শেষে।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ

মেঘনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ৩, নিখোঁজ ১

মেঘনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ৩, নিখোঁজ ১

হবিগঞ্জের সড়কে প্রাণ গেল তিন নারী পোশাক শ্রমিকের

হবিগঞ্জের সড়কে প্রাণ গেল তিন নারী পোশাক শ্রমিকের

বরিশালে জাতীয় মহাসড়কের ওপর নির্মিত পাক অপসারণে নগর ভবনকে সড়ক অধিদপ্তরের চিঠি

বরিশালে জাতীয় মহাসড়কের ওপর নির্মিত পাক অপসারণে নগর ভবনকে সড়ক অধিদপ্তরের চিঠি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩

দুইবার আবেদন করেও দুর্নীতির অভিযোগ থাকায় মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার

দুইবার আবেদন করেও দুর্নীতির অভিযোগ থাকায় মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

এবি পার্টির জাতীয় কাউন্সিল শুরু সোহরাওয়ার্দী উদ্যানে

এবি পার্টির জাতীয় কাউন্সিল শুরু সোহরাওয়ার্দী উদ্যানে

মায়ের জন্য রান্না করা খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান

মায়ের জন্য রান্না করা খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান

রাজশাহীতে এবেলা ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহীতে এবেলা ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ

লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ

আশুলিয়ায় মেরামতের নাম করে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে

আশুলিয়ায় মেরামতের নাম করে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে

'বিয়ের গন্ডগোল' নিয়ে জোভান–তটিনী আত্মপ্রকাশ

'বিয়ের গন্ডগোল' নিয়ে জোভান–তটিনী আত্মপ্রকাশ

ভারতে বসে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছেন ফ্যাসিস্টের দোসর আলাউদ্দিন নাসিম

ভারতে বসে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছেন ফ্যাসিস্টের দোসর আলাউদ্দিন নাসিম

রুশ জ্বালানিখাতে আবারও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

রুশ জ্বালানিখাতে আবারও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

সিরিয়ার দামেস্কের মসজিদে পদদলিত হয়ে নিহত ৪ জন

সিরিয়ার দামেস্কের মসজিদে পদদলিত হয়ে নিহত ৪ জন

কিছুটা নিয়ন্ত্রণে আসছে লস অ্যাঞ্জেলেসের দাবানল

কিছুটা নিয়ন্ত্রণে আসছে লস অ্যাঞ্জেলেসের দাবানল

খাদ্য পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখতে পুনর্গঠন হলো এফপিএমসি

খাদ্য পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখতে পুনর্গঠন হলো এফপিএমসি

দেশে অস্তিত্বহীন দলবাজরা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে: জয়নুল আবদিন ফারুক

দেশে অস্তিত্বহীন দলবাজরা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে: জয়নুল আবদিন ফারুক

ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা

ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা