সবচেয়ে দামী পন্ত, শ্রেয়াসে তোলপাড়
২৫ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম
আইপিএল নিলাম
ঋষভ পন্তের জন্য প্রথম বিডটা করল লক্ষেèৗ সুপার জায়ান্টস। তাদের সঙ্গে তুমুল লড়াই চলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। পরে লক্ষেèৗয়ের সঙ্গে লড়ল সানরাইজার্স হায়দরাবাদ। ‘রাইট-টু-ম্যাচ’ নিয়মে পান্তকে নিতে চাইল তার পুরোনো দল দিল্লি ক্যাপিটালসও। কিন্তু এমন এক দাম বলল লক্ষেèৗ, সেই দামে রাজি হলো না দিল্লি। ২৭ কোটি রুপিতে পান্তকে দলে নিল লক্ষেèৗ। তাতেই আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে গেলেন ভারতীয় এই বিস্ফোরক ব্যাটসম্যান।
গতকাল সউদী আরবের জেদ্দায় আইপিএলের মেগা নিলামে প্রথম দিন ঝড় ওঠে শ্রেয়াস আইয়ারকে নিয়েও। এই ভারতীয় ব্যাটসম্যানকে ২৬ কোটি ৭৫ রান রুপিতে দলে নেয় পাঞ্জাব কিংস। তখন পর্যন্ত এটিই ছিল আইপিএল নিলামে কোনো ক্রিকেটারের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়ার রেকর্ড। কিছুক্ষণ পরই সেটা ভেঙে দেন পান্ত। গত বছরের নিলামে আকাশচুম্বি দামে দল পেয়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। স্টার্কের সবচেয়ে বেশি পারিশ্রমিকের রেকর্ড ছাড়িয়ে গেলেন শ্রেয়াস ও পান্ত। ¯্রফে ১১ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এবার আর পান্তকে ধরে রাখেনি দিল্লি। ২ কোটি রুপি ভিত্তি মূল্যের ক্রিকেটারকে নিলামে ‘রাইট-টু-ম্যাচ’ নিয়মের ব্যবহার করে দলে নিতে চেষ্টা করেছিল তারা। এই নিয়মে কোনো ক্রিকেটারের নিলাম যখন শেষ হবে, তখন চাইলে ওই দামে তাকে নিয়ে নিতে পারবে তার পুরোনো ফ্র্যাঞ্চাইজি। ২০ কোটি ৭৫ লাখ রুপিতে শেষ হয়েছিল পন্তের নিলাম। তখন দিল্লি রাইট-টু-ম্যাচ নিয়মে তাকে দলে টানতে চায়। পরে ২৭ কোটি রুপি বিড করে লক্ষেèৗ দলে ভেড়ায় দিল্লির সাবেক অধিনায়ককে। কদিন আগেই ভারতের সাবেক ব্যাটসম্যান সুরেশ রায়না বলেছিলেন, এবারের নিলামে ২৫ থেকে ৩০ কোটি রুপি পাওয়া উচিত পন্তের। মারাত্মক এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে লম্বা সময় মাঠের বাইরে থাকার পর গত বছর আইপিএল দিয়ে মাঠে ফেরা এই ক্রিকেটার তেমন পারিশ্রমিকই পেলেন।
গত আসরের শিরোপা জয়ী অধিনায়ক শ্রেয়াসকে ধরে রাখেনি কলকাতা। তবে নিলাম থেকে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই ক্রিকেটারকে নেওয়ার জন্য পাঞ্জাব কিংসের সঙ্গে কিছুক্ষণ লড়াই করে তারা। ১০ কোটি রুপি পর্যন্ত উঠে হাল ছেড়ে দেয়। পরে দৃশ্যপটে এসে শ্রেয়াসকে দলে টানে পাঞ্জাব।
মারকিউ প্লেয়ারদের প্রথম ধাপের নিলামে পান্ত, শ্রেয়াসের সঙ্গে দল পেয়েছেন জস বাটলার, কাগিসো রাবাদা, স্টার্ক ও আর্শদ্বীপ সিং। রাজস্থান রয়্যালস ছেড়ে নতুন ঠিকানায় খেলবেন ইংলিশ কিপার-ব্যাটসম্যান বাটলার। তাকে ১৫ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছে গুজরাট টাইটান্স। ফ্র্যাঞ্চাইজিটি ১০ কোটি ৭৫ লাখ রুপিতে কিনতে পেরেছে দক্ষিণ আফ্রিকান পেসার রাবাদাকেও। আগের বছরের নিলামে রেকর্ড গড়া স্টার্ক এবার পেয়েছেন ¯্রফে ১১ কোটি ৭৫ লাখ রুপি। তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। রাইট-টু-ম্যাচ নিয়ে ভারতীয় পেসার আর্শদ্বীপকে ১৮ কোটিতে দলে টেনেছে পাঞ্জাব।
মারকিউ প্লেয়ারের দ্বিতীয় গ্রæপে থাকা ভারতীয় পেসার মোহাম্মদ শামি খেলবেন হায়দরাবাদের হয়ে। ১০ কোটি রুপিতে তাকে নিয়েছে দলটি। দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান ডেভিড মিলারকে সাড়ে ৭ কোটিতে টেনেছে লক্ষেèৗ। আর পাঞ্জাব ১৮ কোটি রুপিতে নিয়েছে ভারতীয় লেগ স্পিনার যুযবেন্দ্র চেহেলকে। সোয়া ১২ কোটিতে মোহাম্মদ সিরাজ যাচ্ছেন গুজরাটে। পৌনে ৯ কোটিতে লিয়াম লিভিংস্টোনকে নিয়েছে ব্যাঙ্গালুরু। ১৪ কোটিতে দিল্লি টেনেছে লোকেশ রাহুলকে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ
মেঘনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ৩, নিখোঁজ ১
হবিগঞ্জের সড়কে প্রাণ গেল তিন নারী পোশাক শ্রমিকের
বরিশালে জাতীয় মহাসড়কের ওপর নির্মিত পাক অপসারণে নগর ভবনকে সড়ক অধিদপ্তরের চিঠি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩
দুইবার আবেদন করেও দুর্নীতির অভিযোগ থাকায় মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
এবি পার্টির জাতীয় কাউন্সিল শুরু সোহরাওয়ার্দী উদ্যানে
মায়ের জন্য রান্না করা খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান
রাজশাহীতে এবেলা ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ
আশুলিয়ায় মেরামতের নাম করে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে
'বিয়ের গন্ডগোল' নিয়ে জোভান–তটিনী আত্মপ্রকাশ
ভারতে বসে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছেন ফ্যাসিস্টের দোসর আলাউদ্দিন নাসিম
রুশ জ্বালানিখাতে আবারও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
সিরিয়ার দামেস্কের মসজিদে পদদলিত হয়ে নিহত ৪ জন
কিছুটা নিয়ন্ত্রণে আসছে লস অ্যাঞ্জেলেসের দাবানল
খাদ্য পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখতে পুনর্গঠন হলো এফপিএমসি
দেশে অস্তিত্বহীন দলবাজরা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে: জয়নুল আবদিন ফারুক
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা