আফগানিস্তানকে উড়িয়ে যুব এশিয়া কাপ শুরু বাংলাদেশের
২৯ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ পিএম | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪, ০৯:০৪ পিএম
ব্যাট হাতে দারুণ সেঞ্চুরি উপহার দিলেন আজিজুল হাকিম। এসময় অধিনায়ক পাশে পেলেন ওপেনার কালাম সিদ্দিকীকে। পরে বল হাতে জ্বলে উঠলেন মারুফ মৃধা, আল ফাহাদ, রাফি উজ্জামান। আফগানিস্তানকে উড়িয়ে যুব এশিয়া কাপ শুরু করল বাংলাদেশও।
এশিয়ান ক্রিকেট কাইন্সিল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে শুক্রবার আফগানদের ৪৫ রানে হারিয়েছে টাইগার জুনিয়ররা।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ছিল খানিকটা মন্থর। বল ব্যাটে এসেছে একটু ধীরে।২২৯ রানের লক্ষ্যে ১৮৩ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।
১৩৩ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১০৩ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন আজিজুল। যুব ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান তিনি।
টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। প্রথম ওভারেই তারা তুলে নেয় বাংলাদেশের ওপেনার যাওয়াদ আবরারের উইকেট। এরপর আরেক ওপেনারকে সিদ্দিকীকে নিয়ে ১৪২ রানের জুটি গড়েন আজিজুল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় দল। তবে এক প্রান্ত ঠিকই আগলে ছিলেন আজিজুল। প্রথম ওভারে উইকেটে নেমে ৪৭তম ওভারে আউট হন অধিনায়ক। দলও পায় লড়াইয়ের পুঁজি।
দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ রান করেন সিদ্দিকী। তার ১১০ বলের ইনিংসে চার ছিল ৫টি, ১টি ছক্কা।
শেষ আট ব্যাটসম্যানের মধ্যে ১১ রানের বেশি করতে পারেননি কেউ, পাঁচজনই যেতে পারেননি দুই অঙ্কে। শেষ ১০ ওভারে রান আসে কেবল ৫৬।
আফগানিস্তানের হয়ে ২টি উইকেট নেন আব্দুল আজিজ, নূরিস্তানি ওমরজাই ও খাতির স্তানিকজাই।
জবাবে শুরু থেকে দেখেশুনে খেলতে থাকে আফগানরা। উইকেট বাঁচিয়ে খেলার চেষ্টায় প্রত্যাশামত রান আসেনি। ৩০তম ওভারে ২ উইকেটে ১১৬ রানের পরও তাই লক্ষ্যে যেতে পারেনি তারা। দলটির হয়ে ৫৮ বলে সর্বোচ্চ ৫৮ রান করেন তিনে নামা ফয়সাল খান আহমদজাই। বিশোর্ধো ইনিংস আর একটি, নাসির খান মারুফখাইয়ের (৬০ বলে ৩৪)।
বাংলাদেশের গয়ে ৩৬ রানে ৩ উইকেট নেন আল ফাহাদ। ৪০ রানে ৩টি শিকার ধরেন ইকবাল। ৯ ওভারে স্রেফ ২৫ রানের খরচায় ২ উইকেট নেন মারুফ।
একই দিন গ্রুপের অন্য ম্যাচে নেপালকে ৫৫ রানে হারায় শ্রীলঙ্কা।
আগামী রোববার একই মাঠে নিজেদের পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২২৮/৯ (জাওয়াদ ০, কালাম ৬৬, আজিজুল ১০৩, দেবাশিস ১, জেমস ১০, রিয়াজ ৫, ফাহাদ ০, ফরিদ ১০, রাফি ১১*, মারুফ ০, ইমন ১*; আজিজ ৯-১-২৯-২, গাজানফর ১০-১-২৫-১, ওমারজাই ১০-০-৪৯-২, স্টানিকজাই ১০-০-৪৬-২, মারুফখিল ৭-০-৪৭-১, নিয়াজাই ৪-০-২২-০)।
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯: ৪৭.৫ ওভারে ১৮৩ (মেহবুব ১৬, নিয়াজাই ৮, আহমাদজাই ৫৮, মারুফখিল ৩৪, ইব্রাহিমজাই ১৯, আমিরি ১৭, হামজা ৫, স্টানিকজাই ৩, আজিজ ৫, ওমারজাই ২*, গাজানফার ২; মারুফ ৯-০-২৫-২, ফাহাদ ৯.৫-০-৩৬-৩, ইমন ৮-০-৪০-৩, রাফি ৭-০-৩২-১, রিয়াজ ৭-০-১৭-০, আজিজুল ৩-০-১৯-০, দেবাশিস ৪-০-২২০-)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ৪৫ রানে জয়ী।
ম্যান ব দা ম্যাচ: আজিজুল হাকিম।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন