ক্রাইস্টচার্চে জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড
৩০ নভেম্বর ২০২৪, ০৩:০৫ পিএম | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪, ০৩:২৩ পিএম
হ্যারি ব্রুক আর বেন স্টোকস দলকে টানলেন অনেকটা পথ। শেষ দিকে আক্রমনাত্মক ব্যাটিংয়ে ইংল্যান্ডের লিড বাড়াতে দারুণ ভূমিকা রাখলেন গাস অ্যাটকিনসন ও ব্রেইডন কার্স। কার্স পরে আলো ছড়ালেন বল হাতেও। সাথে ক্রিস ওসকের দারুণ বেলিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড।
ক্রাইস্টচার্চে ক্রো-থর্প ট্রফির প্রথম টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড তুলেছে ৪৯৯ রান। প্রথম ইনিংসে ১৫১ রানে পিছিয়ে থাকা নিউজিল্যান্ড শনিবার দিন শেষ করেছে ৬ উইকেট ১৫৫ রান নিয়ে। চার উইকেট নিয়ে মাত্র চার রানে এগিয়ে কিউইরা।
তবে দিনটা একজনের জন্য বিশেষ- কেন উইলিয়ামসন। টেস্ট ক্রিকেটে ৮ হাজারের মতো নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার।
স্মরণীয় এই দিনে উইলিয়ামসনের ব্যাট থেকে এসেছে ৮৬ বলে ৬১ রান। চোট কাটিয়ে ফিরে দুই ইনিংসেই ফিফটির দেখা পেলেন তিনি।
তবে দিনটা ভুলে যেতে চাইবে তার দল। আগের দিন নিউ জিল্যান্ডের ছয়টি ক্যাচ ছাড়ার সুযোগে তিনশ ছাড়িয়ে গিয়েছিল ইংল্যান্ড। চার বার জীবন পেয়ে হ্যারি ব্রুক অপরাজিত ছিলেন ১৩২ রানে। একবার জীবন পেয়ে ৩৭ রানে অপরাজিত ছিলেন বেন স্টোকস।
ব্রুক-স্টোকস জুটিতে আরও এগিয়ে যায় ইংল্যান্ডকে। ১৮৬ বলে দেড়শ স্পর্শ করেন ব্রুক, স্টোকসের ফিফটি আসে ১০৫ বলে। অবশেষে দ্বিতীয় নতুন বলের ষষ্ঠ ওভারে এই জুটি ভাঙতে পারে কিউইরা। ১৫ চার ও ৩ ছক্কায় ১৯৭ বলে ১৭১ রান করে ম্যাট হেনরির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ব্রুক।
পরের ওভারে ক্রিস ওকসকে ১ রানে বিদায় করেন টিম সাউদি। তবে ইংলিশ ইনিংস শেষ হয়নি দ্রুত। বরং অষ্টম উইকেটে ৫৩ বলে ৬৩ রানের জুটি গড়েন স্টোকস ও গাস অ্যাটকিনসন। এখানে অধিনায়ক স্টোকস ছিলেন মূলত দর্শক, অ্যাটকিনসন করেন ৩৬ বলে ৪৮। পরের জুটিতেও আসে ৩২ বলে ৪০ রান।
ছক্কার চেষ্টায় ৮০ রান করে হেনরিকে উইকেট দিয়ে ফেরেন স্টোকস। তিন ছক্কায় ২৪ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন কার্স।
কার্স এরপর নিজের আসল কাজ বোলিংয়েও জ্বলে ওঠেন। প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকা ক্রিস ওকস মেলে ধরেন নিজের স্কিল। দুজনই তিনটি করে উইকেট নিয়ে পরাজয়ের দুয়ারে ঠেলে দেন কিউইদের।
অধিনায়ক টম ল্যাথামকে ১ রানে ফিরিয়ে প্রথম আঘাত হানেন ওকস। আরেক ওপেনার ডেভন কনওয়েকে ৮ রানে ফেরান কার্স।
উইলিয়ামসন এরপর প্রতিরোধের চেষ্টা করেন রাচিন রাভিন্দ্রাকে নিয়ে। জুটি যদিও বেশি লম্বা হয়নি। চা-বিরতির পরপরই কার্সের শর্ট বলে সীমনায় ধরা পড়েন ২৪ রান করা রাভিন্দ্রা।
নিউজিল্যান্ডকে সেই বিপদ থেকে উদ্ধার করেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল। প্রথম ইনিংসে ৯৩ রান করা উইলিয়ামসন বিপর্যয়ের মধ্যেই সাবলিল ব্যাটিং করছিলেন। তাকে ভরসা জুগিয়ে আরেকপ্রান্ত আগলে রাখেন মিচেল। দুজনের জুটি জমে ওঠে বেশ।
১৮২তম ইনিংসে ৯ হাজারে পা রাখেনে উইলিয়ামসন। টেস্ট ইতিহাসে এই নিয়ে ১৮ জন ব্যাটসম্যান দেখা পেলেন এই মাইলফলকের। উইলিয়ামসন সেখানে অষ্টম দ্রুততম। ১৭২ ইনিংসে ছুঁয়ে বিশ্বরেকর্ড কুমার সাঙ্গাকারার।
কিন্তু দুই বলের মধ্যে খেলার মোড় ঘুরিয়ে দেন ওকস। ৮৬ বলে ৬১ রান করে এলবিডব্লিউ হয়ে যান উইলিয়ামসন। পরের বলেই উইকেটের পেছনে ধরা পড়েন দুঃসময়ে থাকা টম ব্লান্ডেল। চার ইনিংসের মধ্যে দ্বিতীয়বার শূন্য রানে আউট হলেন এই কিপার-ব্যাটার। সবশেষ ২৫ টেস্ট ইনিংসে তার ফিফটি কেবল একটি।
শেষ বেলায় বিপজ্জনক গ্লেন ফিলিপসকে ১৯ রানে থামিয়ে নিউজিল্যান্ডকে আরও খাঁদের কীনারে ঠেলে দেন কার্স। দিনশেষে ৩১ রানে অপরাজিত আছে মিচেল। তবে নিউজিল্যান্ডের আশা নেই বললেই চলে।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৩৪৮
ইংল্যান্ড ১ম ইনিংস: ১০৩ ওভারে ৪৯৯ (আগের দিন ৩১৯/৫) (ব্রুক ১৭১, স্টোকস ৮০, ওকস ১, অ্যাটকিনসন ৪৮, কার্স ৩৩*, বাশির ৫; সাউদি ২০-৪-৮৫-২, হেনরি ২৩-৫-৮৪-৪, স্মিথ ২৬-০-১৪১-৩, ও’রোক ২৫-২-১৩৮-১, ফিলিপস ৯-০-৩৫-০)।
নিউজিল্যান্ড ২য় ইনিংস: ৪৯ ওভারে ১৫৫/৬( ল্যাথাম ১, কনওয়ে ৮, উইলিয়ামসন ৬১, রাভিন্দ্রা ২৪, মিচেল ৩১*, ব্লান্ডেল ০, ফিলিপস ১৯, স্মিথ ১*; ওকস ১৩-১-৩৯-৩, অ্যাটকিনসন ১৩-২-৩৭-০, কার্স ১২-৩-২২-৩, বাশির ৯-০-৪৭-০, স্টোকস ২-০-৯-০)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন