শ্রীলঙ্কাকে বড় ব্যবধানেই হারাল দ. আফ্রিকা
৩০ নভেম্বর ২০২৪, ০৬:২৮ পিএম | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪, ০৮:৪১ পিএম
টেস্টের চতুর্থ ইনিংস বিবেচনায় ভালো ব্যাটিং উপহার দিলেন শ্রীলঙ্কার ব্যাটাররা। কিন্তু যা হওয়ার তা তো হয়ে গিয়েছিল প্রথম ইনিংসেই। নিজেদের সর্বনিম্ন ইনিংসে গুটিয়ে যাওয়ার লজ্জা পাওয়ার ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানেই হেরেছে লঙ্কানরা।
ডারবানে প্রথম টেস্টের চতুর্থ দিন লঙ্কানদের ২৩৩ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ৫১৬ রানের রেকর্ড লক্ষ্যে ২৮২ রানে শেষ হয় সফরকারীদের ইনিংস।
প্রথম ইনিংসে ১৩ রানে ৭ উইকেট নেওয়া মার্কো ইয়ানসেন এবার নিয়েছেন ৭৩ রানে চারটি। ম্যাচে ১১ উইকেট নিয়ে প্রটিয়াদের জয়ের নায়ক এই পেসারই।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ১৯১ রানের জবাবে স্রেফ ৪২ রানে গুটিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। টেস্টে এটিই তাদের সর্বনিম্ন রানের ইনিংস। পরে ট্রিস্টান স্টাবস ও টেম্বা বাভুমার জোড়া শতকে ৫ উইকেটে ৩৬৬ রান তুলে পাঁচশোর্ধো রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। টেস্টে ৪১৮ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই।
এই জয়ে অস্ট্রেলিয়াকে হঠিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে দ্বিতীয়স্থানে উঠলো দক্ষিণ আফ্রিকা। ৯ ম্যাচে ৫ জয়, ৩ হার ও ১ ড্র’তে ৫৯.২৬ শতাংশ পয়েন্ট আছে প্রোটিয়াদের। ১৩ ম্যাচে ৫৭.৬৯ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে নেমে গেল অস্ট্রেলিয়া। ১৫ ম্যাচে ৬১.১১ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত।
দক্ষিণ আফ্রিকার কাছে হারের কারণে পঞ্চমস্থানে নেমে যেতে হলো শ্রীলঙ্কাকে। ১০ ম্যাচে লঙ্কানদের ৫০ শতাংশ পয়েন্ট আছে। ১১ ম্যাচে ৫৪.৫৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে উঠে এসেছে নিউজিল্যান্ড।
পরাজয়ের ধ্বনি তৃতীয় দিন শেষ বিকেলেই শুনতে পেয়েছিল লঙ্কানরা। ৫ উইকেটে ১০৩ রানে দিন শেষ করে তারা। ২৯ রানে অপরাজিত ছিলেন দিনেশ চান্দিমাল। তার সঙ্গে চতুর্থ দিনের শুরুটা করেন ধনাঞ্জয়া ডি সিলভা।
মধ্যাহ্ন বিরতির আগে কেবল ধনাঞ্জয়ার উইকেট হারায় সফরকারীরা। ৮১ বলে ৫১ রান করা অধিনায়কের বিদায়ে ভাঙে ষষ্ঠ উইকেটে ১৫১ বলে ৯৫ রানের জুটি।
পরে কুসল মেন্ডিসকে নিয়ে ১১৫ বলে ৭৫ রানের জুটি গড়েন চান্দিমাল। চান্দিমালের বিদায়েই ভাঙে এই জুটি। ১৭৪ বলে ১২টি চারে ৮৩ রান করে জেরাল্ড কোয়েৎসিকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটার। এরপর বেশিক্ষণ দাঁড়াতে পারেনি লঙ্কানরা। কুসলের ব্যাট থেকে আসে ৭৭ বলে ৪৮ রান।
ইয়ানসেনের ৪ উইকেট বাদে বাকি ৬ উইকেট ২টি করে ভাগ করে নেন কাগিসো রাবাদা, কোয়েৎসি ও কেশভ মহারাজ।
সিরিজের দ্বিতীয় শেষ ও শেষ টেস্ট শুরু আগামী বৃহস্পতিবার, সেন্ট জর্জেস পার্কে।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১৯১
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪২
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৩৬৬/৫ ডিক্লে
শ্রীলঙ্কা ২য় ইনিংস: (লক্ষ্য ৫১৬) ৭৯.৪ ওভারে ২৮২ (আগের দিন ১০৩/৫) (চান্দিমাল ৮৩, ধানাঞ্জায়া ৫৯, মেন্ডিস ৪৮, ভিশ্ব ১, লাহিরু ৫*, আসিথা ০; রাবাদা ২১-৩-৬৫-২, ইয়ানসেন ২১.৪-৫-৭৩-৪, কুটসিয়া ১৩-০-৬৭-২, মহারাজ ২৪-৫-৬৭-২)
ফল: দক্ষিণ আফ্রিকা ২৩৩ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মার্কো ইয়ানসেন
সিরিজ: ২ টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে দক্ষিণ আফ্রিকা
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন