চ্যাম্পিয়ন্স ট্রফি: সুর নরম করছে পাকিস্তান
০১ ডিসেম্বর ২০২৪, ০৪:২৭ পিএম | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪, ০৪:২৭ পিএম
চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে এতদিন হাইব্রিড মডেলকে ‘না’ বলে আসছিল পাকিস্তান। তবে ভারতের আপত্তির মুখে অবশেষে সুর নরম করেছে দেশটি। শেষ পর্যন্ত সেই হাইব্রিড মডেলেই টুর্নামেন্ট আয়োজনে রাজি হয়েছে পাকিস্তান!
এ ব্যাপারে এখনও কারো পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোসণা আসেনি। তবে পাকিস্তানের গণমাধ্যমের খবর এমনই। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, দুই শর্তে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)- (১) আইসিসির রাজস্ব আয় থেকে পিসিবির জন্য বরাদ্দ বাড়াতে হবে; (২) ২০৩১ সাল পর্যন্ত ভারত যতগুলো বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব পেয়েছে, সেগুলোও হাইব্রিড মডেলে হতে হবে।
হাইব্রিড মডেলে বলতে ভারতের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। এমনকি ভারত যদি ফাইনালেও ওঠে তবুও লাহোরের পরিবর্তে ফাইনাল হতে হবে আরব আমিরাতে।
আইসিসির বর্তমান আর্থিক মডেল অনুয়ায়ী, মোট আয়ের ৩৮.৫০ শতাংশই পায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), যা বছরে ২৭৫০ কোটি টাকারও বেশি। পিসিবি পায় মাত্র ৫.৭৫ শতাংশ। কিন্তু হাইব্রিড মডেলের জন্য পাকিস্তানের শর্ত মানা হলে আইসিসি থেকে দেশটির জন্য রাজস্ব বরাদ্দ বাড়াতে হবে।
আর দ্বিতীয় শর্ত অনুয়ায়ী, আগামী ৭ বছরে ভারতে যতগুলো বৈশ্বিক টুর্নামেন্ট হওয়ার কথা সেখানে দল পাঠাবে না পাকিস্তান। তাদের ম্যাচগুলোও আয়োজন করতে হবে ভারতের বাইরে।
উল্লেখিত সময়কালে ভারতে আইসিসির ৪টি বড় ইভেন্ট হওয়ার কথা। ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ, ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৯ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ।
শুক্রবার যুব এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচটি দুবাইয়ে মাঠে বসে দেখেছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। ম্যাচে ভারতকে ৪৩ রানে হারায় পাকিস্তান। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাপারে নাকভি বলেন, ‘দেখুন, (ভেতরে ভেতরে) অনেক কিছুই চলছে। কিন্তু আমি এই মুহূর্তে বেশি কথা বলতে চাই না। কারণ, এতে সবকিছু পণ্ড হয়ে যেতে পারে। আমরা আমাদের দিকটা আইসিসিকে জানিয়েছি, ভারত ওদের সিদ্ধান্ত জানিয়েছে।’
হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে পাকিস্তান রাজি কি না—এমন প্রশ্নের উত্তরে নাকভি বলেন, ‘এমন একটি পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে, যেন দুই দেশই জেতে। আমরাও জিতি, ভারতও জেতে। আমরা শুধু দেখব কোনো কিছু যেন একতরফাভাবে না হয়। ক্রিকেটের ভালোর জন্য যেটা করতে হয়, সেটাই করব। এমন যেন না হয় যে ভারত আমাদের দেশে কখনোই খেলতে আসবে না আর আমরা বারবার ভারতে যাব।’
‘এটা কোনোভাবেই হাইব্রিড ফর্মুলা হবে না, নতুন কোনো ফর্মুলা হতে পারে। সেক্ষেত্রেও আমরা দেখব সবকিছু যেন সমান–সমান থাকে। পাকিস্তানের সম্মান আমাদের কাছে আগে। দিন শেষে আমাদের চাওয়া ক্রিকেটের জয় হোক।’
২০০৮ সালের পর থেকে পাকিস্তান সফরে যায় না ভারত। ২০২৩ এশিয়া কাপের আয়োজক পাকিস্তান তাই ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করতে বাধ্য হয়। পরে ক্রিকেট বিশ্বে যা হাইব্রিড মডেল হিসেবে পরিচিতি পায়।
আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা। ভারত ও পাকিস্তান ছাড়া টুর্নামেন্টের অন্য ছয় দল বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বোলারদের নৈপুণ্যে অল্প টার্গেটেও স্বপ্ন দেখছে পাকিস্তান
৩১ দফা রাষ্ট্র কাঠামোর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: আমিনুল হক
পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন শামীম সভাপতি ও তানভীর সম্পাদক
বিরক্তিকর সময়কে গুডবাই বলুন! এন্টি ডোট হিসেবে সেরা অ্যাপ (পর্ব-১)
দেশের বিরাজমান সংকট উত্তরণে জাতির আস্থা তারেক রহমান : মীর হেলাল
টোল প্লাজায় দুর্ঘটনা: বাসের ব্রেকে সমস্যা ছিল, চালক নেশা করতেন
পাবনার আমিনপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, শঙ্কিত পরিবার
দেশে এলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০
বিএনপির দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হলে কাউকে ছাড় নয়: শাহ সুলতান খোকন
সচিবালয়ে অস্থায়ী প্রবেশ পাসের জন্য বিশেষ সেল গঠন
যুদ্ধের দামামা, তালেবানের পাল্টা হামলায় ১৯ পাকিস্তানি সেনা নিহত
ফিরে দেখা ২০২৪: ফুটবলে ঘটনাবহুল বছর
বড় চমক অ্যাপলের, জ্বর ও হার্ট অ্যাটাকের আগেই সতর্ক করবে ইয়ারবাডস
রাস্তাটি সংস্কার করুন
থার্টি ফাস্ট নাইট এবং প্রাসঙ্গিক কথা
ইসলামী শক্তির সম্ভাবনা কতটা
কিশোরগঞ্জে দুই নারীর রহস্যজনক মৃত্যু, গ্রেফতার-১
সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করা জরুরি
দেশের পরিস্থিতি ঠিক না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে: পররাষ্ট্র উপদেষ্টা
অনুপ্রবেশকারীদের টার্গেট নরসিংপুর সীমান্ত!