রেকর্ডের মালা গেঁথে বাংলাদেশের সিরিজ জয়
০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩০ এএম
লক্ষ্যটা বড় হতে দেননি ফাহিমা খাতুন, নাহিদা আকতার, সুলতানা খাতুনরা। পরে ব্যাট হাতে আবারও আলো ছড়ালেন ফারজানা হক ও শারমিন আকতার। অনেকগুলো রেকর্ড গড়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ছাড়ল বাংলাদেশ নারী ক্রিকেট দলও।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আইরিশদের ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। ১৮৬ রানের লক্ষ্য ৭৫ বল হাতে রেখেই পূরণ করে দলটি।
এই জয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিল বাংলাদেশ। এ নিয়ে তৃতীয়বার কোনো দলকে হোয়াইটওয়াশ করল মেয়েরা। তবে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে সব ম্যাচ জয়ের নজির এটিই প্রথম।
ভারতে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা জিইয়ে রাখতে এই সিরিজে পূর্ণ ছয় পয়েন্ট জরুরি ছিল বাংলাদেশর জন্য। তিন ম্যাচেই দাপুটে জয়ে সেই লক্ষ্য পূরণ করেছে তারা।
এই সফল্যের অন্যতম প্রধান কারিগর প্রায় দেড় বছর পর দলে ফেরা শারমিন। প্রথম ম্যাচে ৯৬ রানের ইনিংস উপরহার দেওয়া এই টপ অর্ডার এবার খেলেছেন ৮৮ বলে ৭২ রানের ইনিংস। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেরও সেরা খেলোয়াড় তিনিই।
সিরিজে তিন ম্যাচে শারমিনের সংগ্রহ ৭০.৩৩ গড়ে ২১১ রান। এই প্রথম বাংলাদেশের কোনো ব্যাটার এক সিরিজে দুইশর বেশি রান করলেন।
গত বছর ভারতের বিপক্ষে ১৮১ রান করে রেকর্ডটি এতদিন ছিল ফারজানা হকের। অভিজ্ঞ ব্যাটার এই সিরিজেও যথারীতি উজ্জ্বল। তিন ম্যাচেই ফিফটি করা ওপেনারের রান এই সিরিজে মোট ১৭২। এই প্রথম এক সিরিজে তিনটি পঞ্চাশছোঁয়া ইনিংস খেললেন বাংলাদেশের কোনো ব্যাটার। সিরিজ সেরাও হয়েছেন এই ওপেনার।
প্রথম ম্যাচে ১০৪ রানের জুটি গড়া ফারজানা ও শারমিন এবার যোগ করেন ১৪৩ রান। যে কোনো উইকেটেই ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ জুটি এটি।
সব মিলিয়ে এই সিরিজে মোট ৬টি পঞ্চাশছোঁয়া জুটি পেয়েছে বাংলাদেশ। এটিও রেকর্ড। গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচে ৫টি পঞ্চাশছোঁয়া জুটি গড়েছিল তারা।
টসে জিতে এদিনও ব্যাট বেছে নেন আইরিশ অধিনায়ক। ব্যাট হাতে তিনিই দিতে পেরেছেন কেবল ফিফটি ছোঁয়া ইনিংস। তার ৭৯ বলে ৫২ ছাড়া আউ কেউই ত্রিশ স্পর্শ করতে পারেননি। তবে শেষ বলে গুটিয়ে যাওয়ার আগে মিলিত প্রচেষ্টায় লড়াইয়ের পুঁজি পায় তারা।
ফাহিমা ৪৩ রানে ৩টি, সুলতানা ২৯ রানে ২টি এবং নাহিদা ৫৫ রানে ২টি শিকার ধরেন।একটি করে নেন রাবেয়া ও স্বর্ণা।
জবাবে পঘ্চম ওভারে দলীয় ৯ রানে মুর্শিদা খাতুনকে হারায় বাংলাদেশ। এরপর ফারজানা-শারমিনের সেই রেকর্ড জুটি। ৯৯ বলে ৬ চারে ৬১ রান করা ফারজানার বিদায়ে ভাঙে জুটি। পরে বিদায় নেন শারমিনও। তার ৮৮ বলে ৭৭ রানের ইনিংসে চার ছিল ১১টি।
তবে জয় পেতে বেগ পোহাতে হয়নি মেয়েদের। ৩৭.৩ ওভারে দলকে লক্ষ্যে পৌঁছে দেন নিগার সুলতানা (১৮ বলে ১৮*) ও সোবহানা মোস্তারি (৮ বলে ৭*)।
দুই দল এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মুখোমুখি হবে। তিনটি ম্যাচই হবে সিলেটে, আগামী বৃহস্পতি, শনি ও সোমবার।
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড: ৫০ ওভারে ১৮৫ (ফোর্বস ৫, লুইস ৫২, হান্টার ২৩, প্রেন্ডারগাস্ট ২৭, পল ৯, রেমন্ড-হোয়ি ৬, কেলি ১৮, ডালজেল ১৯, মারে ১৩, সারজেন্ট ৭*, ম্যাগুয়েইর ৩; মারুফা ৫-০-১০-০, সুলতানা ১০-২-২৯-২, নাহিদা ১০-০-৫৫-২, রাবেয়া ১০-০-২৭-১, ফাহিমা ১০-০-৪৩-৩, স্বর্ণা ৪-০-১৫-১, রিতু ১-০-৬-০)
বাংলাদেশ: ৩৭.৩ ওভারে ১৮৬/৩ (ফারজানা ৬২,, মুর্শিদা ৮, শারমিন ৭২, নিগার ১৮*, সোবহানা ৭*; প্রেন্ডারগাস্ট ৫-০-১৭-১, সারজেন্ট ৭-০-৩৬-০, মারে ৬-০-৪২-০, কেলি ৫.৩-১-২০-০, ডালজেল ৫-০-২২-০, ম্যাগুয়েইর ৮-০-৩৮-২, ফোর্বস ১-০-১০-০)
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী
সিরিজ: তিন ম্যাচের সিরিজ বাংলাদেশ ৩-০তে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: শারমিন আক্তার
প্লেয়ার অব দা সিরিজ: ফারজানা হক
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পরশুরামে মুহুরী নদীতে পানির পাম্প বসাতে দিচ্ছে না বিএসএফ
বগুড়া কারাগারে হার্ট এ্যাটাকে আওয়ামী লীগ নেতাদের সিরিয়াল মৃত্যু নানামুখি প্রশ্ন
যতবার বাংলাদেশে সুষ্ঠু ভোট হয়েছে, ততবার বিএনপি সরকার গঠন করেছে: এবিএম মোশাররফ
সচিবালয়ে অগ্নিকান্ডের ঘটনায় ষড়যন্ত্র আছে: সারজিস আলম
শীর্ষ ফুটবলে নিজেকে আরও কয়েক বছর দেখেন ফন ডাইক
কালীগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু আরেক শিশু নিখোঁজ
কুমিল্লায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কর্মসূচি অনুষ্ঠিত
মির্জাপুরে বনের ভেতর গড়ে উঠা ৯টি ঘর উচ্ছেদ
সচিবালয়ে আগুন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকার ও গোয়েন্দা সংস্থা দায় এড়াতে পারেনা - এবি পার্টি
পথশিশুদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন আলোকিত নরসিংদী
কুলাউড়ায় বিসিএস ডাক্তারদের মানববন্ধন
ইসলামিক ফাউন্ডেশনের ডিজির সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেট সীমান্তে নিহত এক তরুন : বিজিবির প্রতিবাদ
যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের বিচার হওয়া উচিত: বদিউল আলম মজুমদার
ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহতের ঘটনায় মামলা
সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময় বাড়ল
মেহেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের শুভেচ্ছা জ্ঞাপন
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে কেএমপিকে ঢেলে সাজানো হচ্ছে; কেএমপি কমিশনার
মির্জাপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে মানববন্ধন কর্মসূচি পালিত
বাগেরহাটে ষড়যন্দ্রমূলক মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে প্রবাসীর সংবাদ সম্মেলন