রেকর্ডের মালা গেঁথে বাংলাদেশের সিরিজ জয়
০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম
লক্ষ্যটা বড় হতে দেননি ফাহিমা খাতুন, নাহিদা আকতার, সুলতানা খাতুনরা। পরে ব্যাট হাতে আবারও আলো ছড়ালেন ফারজানা হক ও শারমিন আকতার। অনেকগুলো রেকর্ড গড়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ছাড়ল বাংলাদেশ নারী ক্রিকেট দলও।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আইরিশদের ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। ১৮৬ রানের লক্ষ্য ৭৫ বল হাতে রেখেই পূরণ করে দলটি।
এই জয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিল বাংলাদেশ। এ নিয়ে তৃতীয়বার কোনো দলকে হোয়াইটওয়াশ করল মেয়েরা। তবে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে সব ম্যাচ জয়ের নজির এটিই প্রথম।
ভারতে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা জিইয়ে রাখতে এই সিরিজে পূর্ণ ছয় পয়েন্ট জরুরি ছিল বাংলাদেশর জন্য। তিন ম্যাচেই দাপুটে জয়ে সেই লক্ষ্য পূরণ করেছে তারা।
এই সফল্যের অন্যতম প্রধান কারিগর প্রায় দেড় বছর পর দলে ফেরা শারমিন। প্রথম ম্যাচে ৯৬ রানের ইনিংস উপরহার দেওয়া এই টপ অর্ডার এবার খেলেছেন ৮৮ বলে ৭২ রানের ইনিংস। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেরও সেরা খেলোয়াড় তিনিই।
সিরিজে তিন ম্যাচে শারমিনের সংগ্রহ ৭০.৩৩ গড়ে ২১১ রান। এই প্রথম বাংলাদেশের কোনো ব্যাটার এক সিরিজে দুইশর বেশি রান করলেন।
গত বছর ভারতের বিপক্ষে ১৮১ রান করে রেকর্ডটি এতদিন ছিল ফারজানা হকের। অভিজ্ঞ ব্যাটার এই সিরিজেও যথারীতি উজ্জ্বল। তিন ম্যাচেই ফিফটি করা ওপেনারের রান এই সিরিজে মোট ১৭২। এই প্রথম এক সিরিজে তিনটি পঞ্চাশছোঁয়া ইনিংস খেললেন বাংলাদেশের কোনো ব্যাটার। সিরিজ সেরাও হয়েছেন এই ওপেনার।
প্রথম ম্যাচে ১০৪ রানের জুটি গড়া ফারজানা ও শারমিন এবার যোগ করেন ১৪৩ রান। যে কোনো উইকেটেই ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ জুটি এটি।
সব মিলিয়ে এই সিরিজে মোট ৬টি পঞ্চাশছোঁয়া জুটি পেয়েছে বাংলাদেশ। এটিও রেকর্ড। গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচে ৫টি পঞ্চাশছোঁয়া জুটি গড়েছিল তারা।
টসে জিতে এদিনও ব্যাট বেছে নেন আইরিশ অধিনায়ক। ব্যাট হাতে তিনিই দিতে পেরেছেন কেবল ফিফটি ছোঁয়া ইনিংস। তার ৭৯ বলে ৫২ ছাড়া আউ কেউই ত্রিশ স্পর্শ করতে পারেননি। তবে শেষ বলে গুটিয়ে যাওয়ার আগে মিলিত প্রচেষ্টায় লড়াইয়ের পুঁজি পায় তারা।
ফাহিমা ৪৩ রানে ৩টি, সুলতানা ২৯ রানে ২টি এবং নাহিদা ৫৫ রানে ২টি শিকার ধরেন।একটি করে নেন রাবেয়া ও স্বর্ণা।
জবাবে পঘ্চম ওভারে দলীয় ৯ রানে মুর্শিদা খাতুনকে হারায় বাংলাদেশ। এরপর ফারজানা-শারমিনের সেই রেকর্ড জুটি। ৯৯ বলে ৬ চারে ৬১ রান করা ফারজানার বিদায়ে ভাঙে জুটি। পরে বিদায় নেন শারমিনও। তার ৮৮ বলে ৭৭ রানের ইনিংসে চার ছিল ১১টি।
তবে জয় পেতে বেগ পোহাতে হয়নি মেয়েদের। ৩৭.৩ ওভারে দলকে লক্ষ্যে পৌঁছে দেন নিগার সুলতানা (১৮ বলে ১৮*) ও সোবহানা মোস্তারি (৮ বলে ৭*)।
দুই দল এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মুখোমুখি হবে। তিনটি ম্যাচই হবে সিলেটে, আগামী বৃহস্পতি, শনি ও সোমবার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ভারত বাংলাদেশি কূটনৈতিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে-পীর সাহেব চরমোনাই
আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে : জাতিসংঘ
সেন্টমার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন রোধে সরকারের কার্যক্রম
এবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি হারুনের বিরুদ্ধে অভিনেত্রী স্বর্ণার অভিযোগ
মতাদর্শ বিবেচনা করে সাংবাদিকদের আর্থিক অনুদান দেয়া হত: আব্দুল্লাহ
প্রধান উপদেষ্টা ও ডিসি-এসপিকে স্বারকলিপি দিলেন সাদপন্থিরা
এলাকার আধিপত্য যুবলীগের নিয়ন্ত্রণে টঙ্গীতে যুবদল নেতাকে গ্রেফতারে মিশ্র প্রতিক্রিয়া
নির্বাচন সংস্কার কমিশনের প্রধানের কাছে গণঅধিকার পরিষদের ৯ দফা প্রস্তাবনা হস্তান্তর
সাভারে দ্রুতগতির বাসের ধাক্কায় প্রাইভেটকারের তিন আরোহী নিহত, আহত ২
বাংলাদেশের চাইতে অসাম্প্রদায়িক দেশ উপমহাদেশে নেই : উপদেষ্টা সাখাওয়াত
কর্মকর্তা বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে জাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
পার্বত্য চুক্তির সংবিধান বিরোধী ধারা-উপধারা সংশোধন প্রয়োজন : বাংলাদেশ ন্যাপ
আগরতলায় উপদূতাবাসে উগ্র হিন্দুত্ববাদীদের বর্বর হামলা, সর্বত্র নিন্দার ঝড়
রাজশাহীতে ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিল ছাত্রদলের নেতাকর্মীরা
বিপদে ভারত, মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টারকে জামিন দিল কানাডা
বড়দিন উপলক্ষ্যে ভালোবাসার বার্তা রাজবধূ কেটের
নিলামে উঠেছে ডন ব্র্যাডমানের ব্যাগি গ্রিন, কত দাম রাখা হয়েছে জানেন?
ইসকন সমর্থকদের বিক্ষোভের মুখে বন্ধ হলো জকিগঞ্জ শুল্ক স্টেশনের আমদানি-রপ্তানি
নিয়মিত বিরতির পর অমির 'দুই চাক্কার সাইকেল