রানার বোলিং তোপে ১৮ রানের লিড, সাদমান-মিরাজে শক্ত অবস্থানে টাইগাররা
০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪৫ এএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪৫ এএম
ব্যাটসম্যানদের আরও একবার সাদামাটা পারফরম্যান্সে ১৬৪ রানেই থেমে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। দ্বিতীয় দিনশেষে ওয়েস এক উইকেট হারিয়ে ৭০ রানে। আজ তৃতীয় দিনের সকালে দীর্ঘ সময় মাঠে থাকার প্রস্তুতি হয়ত নিয়েছিল টাইগাররা।সাথে লিডের বোঝা।তবে পেসার নাহিদ যেন এদিন অন্য পরিকল্পনা নিয়েই নেমেছিলেন।ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট খেলতে নামা এই তরুণ দুর্দান্ত এক স্পেলে প্রথমবারের মতো তুলে নিলেন পাঁচ উইকেট। আর তাতে ১৪৬ রানেই শেষ ক্যারিবিয়ানরা।অল্পতে গুটিয়ে গিয়েও বাংলাদেশ পেয়ে যায় ১৮ রানের লিড।
গতকাল দ্বিতীয় দিনের শেষ বিকেলে বাংলাদেশের পেসারদের বিপক্ষে দারুণ এক প্রতিরোধ গড়েছিলেন ক্রেইগ ব্রার্থওয়েট এবং কেসি কার্টি। আজ দিনের শুরুতেই ব্রার্থওয়েটকে ফিরিয়ে সেই প্রতিরোধ ভেঙে দেন নাহিদ রানা। ক্যারিবিয়ান অধিনায়ক ফেরেন ৩৯ রান করে।
পরে চারে নেমে সুবিধা করতে পারেননি কাভেম হজ। নাহিদের বলেই সাজঘরে ফিরেছেন তিনি। অফ স্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। লিটনের গ্লাভসে আটকা পড়ার আগে করেছেন ৩ রান।
প্রথম টেস্টে ব্যাট হাতে পারফর্ম করা অ্যালিক অ্যাথানাজে ব্যর্থ হয়েছেন জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে। তাসকিনের নিচু হওয়া ডেলিভারিতে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন ২ রান করা অ্যাথানাজে। পেসারদের দাপটের মাঝে উইকেট পার্টিতে যোগ দেন তাইজুল ইসলামও। বাঁহাতি এই স্পিনার বোল্ড করেছেন জাস্টিন গ্রেভসকে। গুড লেংথে করা সোজা বল ব্যাট ও প্যাডের ফাঁক গলে আঘাত করে স্টাম্পে।
পরে বাংলাদেশকে উইকেট এনে দিয়েছেন হাসান মাহমুদও। ডানহাতি পেসারের মিডল স্টাম্পে পড়ে লেগ স্টাম্প দিয়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে বলের লাইন মিস করেন জশুয়া ডি সিলভা। নিজের পরের ওভারে বোলিংয়ে এসে বাংলাদেশের পথের কাঁটা হয়ে দাঁড়ানো কার্টিকেও ফিরিয়েছেন হাসান। এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করা এই ব্যাটার ফিরেছেন ৪০ রান করে।লাঞ্চের আগে আলজেরি জোসেফকে আউট করে নিজের চতুর্থ উইকেট শিকার করেন নাহিদ রানা। ১২৩ রানে ৮ উইকেট হারায় ক্যারিবীয়রা।
৮ উইকেটে ১৩৫ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। বিরতির পর দ্বিতীয় ওভারেই শামার জোসেফকে (৬) এলবিডব্লিউ করেন মিরাজ। আর শেষ ব্যাটার কেমার রোচকে (৮) এলবিডব্লিউ করে টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট শিকার করেন নাহিদ রানা।
সবমিলিয়ে ৬১ রানে ৫ উইকেট নেন নাহিদ রানা। এটিই তার ক্যারিয়ারসেরা বোলিং। হাসান মাহমুদ নেন ২ উইকেট।
বোলার পারফরম্যান্সে ব্যাটসমানরাও যেন লড়াইয়ের মন্ত্র পেলেন।তবে শুরুর ধাক্কার পর। জেইডেন সিলসের করা প্রথম ওভারের পঞ্চম বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন ওপেনার মাহমুদুল হাসান (০)। এরপরই শুরু হয় প্রতিআক্রমণ। যার শুরুটা শাহাদাত হোসেনের মাধ্যমে। চার স্লিপ নিয়ে বোলিং করা ক্যারিবিয়ান পেসারদের ফুল লেংথের বল ছাড়েননি শাহাদত। ৪টি চারে ২৬ বলে ২৮ রানে এগোচ্ছিলেন দ্রুত গতিতে।
তবে আলজারি জোসেফের করা ১১তম ওভারে দ্রুত রান তুলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটসম্যান।ভাঙে দ্বিতীয় উইকেটে ৪৭ রানের জুটি।মমিনুলের অসুস্থতায় চার নম্বরে ক্রিজে নামেন মেহেদী হাসান মিরাজ।নেমে শুর থেকেই ছিলেন আগ্রাসী মেজাজে। শুরুতে সময় নেওয়া সাদমানও বাড়ান রান তোলার গতি।তৃতীয় উইকেটে ৬২ বলে ৬৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে চা বিরতিতে যান দুজন।আগ্রাসী ব্যাটিংয়ে শামার জোসেফ, সিলস কিংবা আলজারির শর্ট লেংথের বল ছাড়েননি এই দুই তারকা। চা বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে দলের স্কোরবোর্ডে ১১০ রান।১২৮ রানের লিড নিয়েছে বাংলাদেশ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ভারতে বাংলাদেশ দূতাবাসে হামলা, ঢাবিতে ছাত্র অধিকারের বিক্ষোভ
ভারত বাংলাদেশি কূটনৈতিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে-পীর সাহেব চরমোনাই
আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে : জাতিসংঘ
সেন্টমার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন রোধে সরকারের কার্যক্রম
এবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি হারুনের বিরুদ্ধে অভিনেত্রী স্বর্ণার অভিযোগ
মতাদর্শ বিবেচনা করে সাংবাদিকদের আর্থিক অনুদান দেয়া হত: আব্দুল্লাহ
প্রধান উপদেষ্টা ও ডিসি-এসপিকে স্বারকলিপি দিলেন সাদপন্থিরা
এলাকার আধিপত্য যুবলীগের নিয়ন্ত্রণে টঙ্গীতে যুবদল নেতাকে গ্রেফতারে মিশ্র প্রতিক্রিয়া
নির্বাচন সংস্কার কমিশনের প্রধানের কাছে গণঅধিকার পরিষদের ৯ দফা প্রস্তাবনা হস্তান্তর
সাভারে দ্রুতগতির বাসের ধাক্কায় প্রাইভেটকারের তিন আরোহী নিহত, আহত ২
বাংলাদেশের চাইতে অসাম্প্রদায়িক দেশ উপমহাদেশে নেই : উপদেষ্টা সাখাওয়াত
কর্মকর্তা বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে জাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
পার্বত্য চুক্তির সংবিধান বিরোধী ধারা-উপধারা সংশোধন প্রয়োজন : বাংলাদেশ ন্যাপ
আগরতলায় উপদূতাবাসে উগ্র হিন্দুত্ববাদীদের বর্বর হামলা, সর্বত্র নিন্দার ঝড়
রাজশাহীতে ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিল ছাত্রদলের নেতাকর্মীরা
বিপদে ভারত, মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টারকে জামিন দিল কানাডা
বড়দিন উপলক্ষ্যে ভালোবাসার বার্তা রাজবধূ কেটের
নিলামে উঠেছে ডন ব্র্যাডমানের ব্যাগি গ্রিন, কত দাম রাখা হয়েছে জানেন?
ইসকন সমর্থকদের বিক্ষোভের মুখে বন্ধ হলো জকিগঞ্জ শুল্ক স্টেশনের আমদানি-রপ্তানি