নাহিদের ক্যারিয়ার সেরা বোলিং: জ্যামাইকায় চালকের আসনে বাংলাদেশ
০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩ এএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩ এএম
বোলারদের জন্য সহায়ক উইকেটে আগুন ঝরালেন নাহিদ রানা। শক্ত অবস্থানে থেকেও এই পেসারের ক্যারিয়ারসেরা বোলিংয়ে দেড়শর আগেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। লিড পেয়ে উজ্জীবিত ব্যাটিং করেছেন সাদমান ইসলাম, মেহেদি হাসান মিরাজরাও। প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণও এখন বাংলাদেশের হাতে।
জ্যামাইকায় সিরিজে ঘুরে দাঁড়ানোর টেস্টের তৃতীয় দিন শেষে ৫ উইকেট হাতে নিয়ে ২১১ রানে এগিয়ে বাংলাদেশ। ৫ উইকেটে ১৯৩ রান তুলে দিন শেষ করেছে সফরকারীরা।
প্রথম ইনিংসে বাংলাদেশের ১৬৪ রানের জবাবে ১ উইকেটে ৭০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ১৪৬ রানে। ১৮ রানের লিড পায় বাংলাদেশ।
২০০ রানের আগে গুটিয়েও নিজেদের ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বার প্রথম ইনিংসে লিড পেল টাইগাররা।
এই মাঠে সর্বোচ্চ রান তাড়া জয়ের রেকর্ড ২১২ রান। সেই রান ছাড়িয়ে আরও বড় লক্ষ্য দেওয়ার পথে আছে বাংলাদেশ। এখনও ব্যাটিংয়ে বাকি অসুস্থতার জন্য তৃতীয় দিন মাঠের বাইরে থাকা মুমিনুল হক।
তিন চারে ৪৯ বলে ২৯ রানে ব্যাট করছেন জাকের, ২২ বলে ৯ রানে অপরাজিত তাইজুল। ষষ্ঠ উইকেটে দুজনে ৪৭ বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মাঠ ছাড়েন।
খরুচে বোলিংয়ে ১০ ওভারে ৭০ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন শামার জোসেফ। ওভার প্রতি চারের বেশি রান দিয়ে একটি করে উইকেট নিয়েছেন জেডেন সিলস ও আলজারি জোসেফ।
৮ ওভারে ২০ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন জাস্টিন গ্রেভস। তার অফকাটার যেভাবে ভেতরে ঢুকেছে সেটা আশাবাদী করে তুলতে পারে বাংলাদেশের দুই স্পিনার মিরাজ ও তাইজুলকে।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় সেশনে মিরাজ ও সাদমান ইসলামের আক্রমণাত্বক ব্যাটিংয়ে বাংলাদেশের লিড বেড়ে দাঁড়ায় ১২৮। এই সেশনে ২০ ওভারে পড়েছে ২ উইকেট, রান উঠেছে ১১০।
তৃতীয় সেশনে ২১.৪ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে লিডে আরও ৮৩ রান যোগ করেছে বাংলাদেশ।
সব মিলিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪১.৪ ওভারে ৫ উইকেটে ১৯৩ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।
দ্বিতীয় সেশনে দারুণ ব্যাট করা সাদমানকে শেষ সেশনে খেলা শুরুর দ্বিতীয় ওভারে হারায় বাংলাদেশ। শামার জোসেফের করা স্টাম্পের বাইরের বলে ড্রাইভ খেলতে গিয়ে উইকেটকিপার জশুয়া দা সিলভাকে ক্যাচ দেন ৮২ বলে ৪৬ রান করা সাদমান। ভাঙে মিরাজের সঙ্গে তাঁর তৃতীয় উইকেটে ৭৪ বলে ৭০ রানের দারুণ এক জুটি।
দ্বিতীয় সেশনে দারুণ ব্যাট করা মিরাজও ফিরেছেন কিছুক্ষণ পরই। বাংলাদেশ অধিনায়ক আউট হন ৩৯ বলে ৪২ রান করে। এবারও শিকারি ছিলেন শামার।
পাঁচে নামা লিটন দাসের সঙ্গে পঞ্চম উইকেটে ৫২ বলে ৪১ রানের জুটি গড়েন জাকের। ৩৪তম ওভারে জাস্টিন গ্রিভসের দারুণ এক অফ কাটারে ভাঙে জুটি। ১২ রানে শামারের বলে ‘জীবন’ পাওয়া লিটন গ্রিভসের অফ কাটারে বোল্ড হয়ে যান ৩৪ বলে ২৫ রান করে। বাকি সময় পার করে দেন তাইজুল ও জাকের।
দিনের শুরুও দারুণ ছিল বাংলাদেশের। ক্রেইগ ব্রার্থওয়েটকে ফিরিয়ে আগের দিনের দ্বিতীয় উইকেটের প্রতিরোধ ভেঙে দেন নাহিদ রানা। ক্যারিবিয়ান অধিনায়ক ফেরেন ৩৯ রান করে।
পরে চারে নেমে সুবিধা করতে পারেননি কাভেম হজ। নাহিদের বলেই সাজঘরে ফিরেছেন তিনি। অফ স্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। লিটনের গ্লাভসে আটকা পড়ার আগে করেছেন ৩ রান।
প্রথম টেস্টে ব্যাট হাতে পারফর্ম করা অ্যালিক অ্যাথানাজে ব্যর্থ হয়েছেন জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে। তাসকিনের নিচু হওয়া ডেলিভারিতে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন ২ রান করা অ্যাথানাজে। পেসারদের দাপটের মাঝে উইকেট পার্টিতে যোগ দেন তাইজুল ইসলামও। বাঁহাতি এই স্পিনার বোল্ড করেছেন জাস্টিন গ্রেভসকে। গুড লেংথে করা সোজা বল ব্যাট ও প্যাডের ফাঁক গলে আঘাত করে স্টাম্পে।
পরে বাংলাদেশকে উইকেট এনে দিয়েছেন হাসান মাহমুদও। ডানহাতি পেসারের মিডল স্টাম্পে পড়ে লেগ স্টাম্প দিয়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে বলের লাইন মিস করেন জশুয়া ডি সিলভা। নিজের পরের ওভারে বোলিংয়ে এসে বাংলাদেশের পথের কাঁটা হয়ে দাঁড়ানো কার্টিকেও ফিরিয়েছেন হাসান। এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করা এই ব্যাটার ফিরেছেন ৪০ রান করে।লাঞ্চের আগে আলজেরি জোসেফকে আউট করে নিজের চতুর্থ উইকেট শিকার করেন নাহিদ রানা। ১২৩ রানে ৮ উইকেট হারায় ক্যারিবীয়রা।
৮ উইকেটে ১৩৫ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। বিরতির পর দ্বিতীয় ওভারেই শামার জোসেফকে (৬) এলবিডব্লিউ করেন মিরাজ। আর শেষ ব্যাটার কেমার রোচকে (৮) এলবিডব্লিউ করে টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট শিকার করেন নাহিদ রানা।
সবমিলিয়ে ৬১ রানে ৫ উইকেট নেন নাহিদ। এটিই তার ক্যারিয়ারসেরা বোলিং। হাসান মাহমুদ নেন ২ উইকেট। একটি করে উইকেটের দেখা পান তাসকিন, মিরাজ ও তাইজুল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ১৬৪
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: (আগের দিন ৭০/১) ৬৫ ওভারে ১৪৬ (ব্র্যাথওয়েট ৩৯, লুই ১২, কার্টি ৪০, হজ ৩, আথানেজ ২, গ্রেভস ২, দা সিলভা ৫, আলজারি জোসেফ ৭, রোচ ৮, শামার জোসেফ ৬, সিলস ৮*; হাসান ১১-৪-১৯-২, তাসকিন ১৪-৭-২০-১, নাহিদ ১৮-১-৬১-৫, তাইজুল ১৭-৭-২৪-১, মিরাজ ৫-১-১৫-১)
বাংলাদেশ ২য় ইনিংস: ৪১.৪ ওভারে ১৯১/৫ (জয় ০, সাদমান ৪৬, শাহাদাত ২৮, মিরাজ ৪২, লিটন ২৫, জাকের ২৯*, তাইজুল ৯*; সিলস ৯-২-৪৩-১, আলজারি জোসেফ ৮.৪-০-৩৯-১, শামার জোসেফ ১০-০-৭০-২, গ্রেভস ৮-১-২০-১, হজ ১-০-৪-০, রোচ ৫-০-১২-০)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ফায়ার ফাইটার নয়নের জানাজা সম্পন্ন
প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে রজতজয়ন্তী উদ্যাপন
‘সচিবালয়ে আগুনের পেছনে আওয়ামী দোসরদের ষড়যন্ত্র রয়েছে’
সচিবালয়ে অগ্নিকাণ্ড : প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি ফখরুলের
আটঘরিয়া-চাঁদভা হাড়লপাড়া সড়কের ব্রিজ ভেঙ্গে দুর্ভোগে পথচারীরা
পুড়ে যাওয়া ২ মন্ত্রণালয় দেখে আসিফ মাহমুদ: ‘আমাদের সব শেষ হয়ে গেছে’
দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী, অংশ নেবেন মাহফিলে
আরেকটি বিধ্বংসী দ্বিশতক হাঁকালেন রিজভি
অবৈধ শিসা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর
সচিবালয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন , বন্ধ দাপ্তরিক কাজ
স্থানীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা আজ স্বাবলম্বি
মনোহরগঞ্জে দারুল উলূম বান্দুয়াইন মাদরাসার বার্ষিক মাহফিললে-আল্লামা মামুনুল হক
ঈশ্বরগঞ্জে আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন
আ'লীগ দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছে- মির্জাগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
বুমরাহকে অনাকাঙ্ক্ষিত রেকর্ড উপহার দেওয়া কনস্টাসের দিন
সাভারে বন্ধ থাকা টিএমআর কারখানা চালু করার নির্দেশনা উপদেষ্টার
ঐশ্বরিয়ার লেহেঙ্গা অস্কারের জাদুঘরে
কক্সবাজারে ছাত্রদল নেতা রাফির মুক্তির দাবীতে বিক্ষোভ, যানবাহন ভাঙচুর ও রাস্তা ব্লক
কুড়িগ্রামে দেখা মিলেছে বিপন্ন প্রজাতির শকুনের
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত