নাহিদকে যত্ন নিতে বললেন বোলিং কোচ
০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৬ পিএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৬ পিএম
বছরটা দারুণ কাটছে বাংলাদেশের পেসারদের। হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদদের পাশাপাশি দারুণ ছন্দে আছেন নাহিদ রানাও। তবে অন্যদের থেকে একটা যায়গায় আলাদা নাহিদ। নিয়মিত দেড়শ কিলোমিটারের আশেপাশের গতিতে বল করতে পারেন এই পেসার। বাংলাদেশের ক্রিকেটে যা অভূতপূর্ব।
তার গতিতে পরাস্থ হয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকা টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ। গতির ঝলক দেখিয়ে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেটের স্বাদ পেয়েছেন ২২ বছর বয়সী ফাস্ট বোলার।
১৬৪ রানের পুঁজি নিয়েও বাংলাদেশ যে ১৮ রানের লিড পেল, সেটির মূল কারণ নাহিদ। ৫ উইকেট নিয়ে তিনিই ভেঙে দেন ক্যারিবিয়ান ব্যাটিংয়ের মেরুদণ্ড।
কেবল বাংলাদেশের ক্রিকেটেই নয়, বিশ্ব ক্রিকেটরই সম্পদ হতে পারেন নাহিদ। তাই তার যত্ন নেওয়ার কথা বললেন বাংলাদেশের বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস।
তিনি বলেন, ‘আমরা জানতাম কোনো না কোনো পর্যায়ে এটা (রানার ফাইফার) আসবে। ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করলে একটা পর্যায়ে উইকেট আসবেই। ফেব্রুয়ারিতে তার যখন অভিষেক হয়েছিল, তখন সে জায়গামতো বল ফেলতে পারছিল না। আমাদের ওকে দেখেশুনে রাখতে হবে। এ কারণেই সে প্রথম ম্যাচে খেলেনি। ’
নাহিদের সাফল্যের পেছনে হাসান ও তাসকিনের অবদানের কথাও তুলে ধরেন বোলিং কোচ।
‘খেলাটাকে ভালোমতো বুঝতে হবে তার এবং দেখতে হবে কীভাবে নিজের জন্য সুযোগ তৈরি করে। ভাগ্য ভালো যে ওর আশপাশে তাসকিন ও হাসানের মতো পেসার আছে, যারা মাঠে ওর মনোযোগ ঠিক রাখে। মিরাজও এই ম্যাচে দুর্দান্ত খেলছে। ’
জ্যামাইকায় সিরিজে ঘুরে দাঁড়ানোর ম্যাচে তৃতীয় দিন শেষে ২১১ রানের লিড নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে শুরুটা কিছুটা ধীরে হলেও দিনের শেষ দিকে পাল্টা আক্রমণে ব্যাট করতে থাকে সফরকারীরা। ৫ উইকেটে ১৯৩ রান নিয়ে আজ শুরু করবে চতুর্থ দিনের খেলা।
ব্যাটিং নিয়ে অ্যাডামস বলেন, ‘ব্যাটিংয়ের পরিকল্পনা নিয়ে আমি পুরোপুরি নিশ্চিত নই। আমি শুধু জানি, সিমো (ফিল সিমন্স) তাদের দৃঢ়তার সঙ্গে লড়াই করতে বলেছে। বল হাতে আমাদের আরও ভালো করতে হবে। পিচ আরও ভালোর দিকে এগোচ্ছে আমাদের জন্য। ’
নিজের বোলিং নিয়ে নাহিদ বলেন, ‘ব্যাটাররা এখানে অনেক কিছু চেষ্টা করে, তাই বোলারদের বেশি কিছু চেষ্টা না করে লাইন টু লাইন বোলিং করা ভালো। আমরা এখন ভালো জায়গায় আছি, এখান থেকে যদি ২৫০ রানের ওপরে যেতে পারি, চার নম্বর দিনে উইকেট কঠিন হবে, বাউন্স অসমান থাকবে, স্পিনাররা টার্ন পাবে, চার নম্বর দিন থেকে ভালো কিছু একটা বের করব ইনশা আল্লাহ।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন