মুকিমের রেকর্ড গড়া স্পেলে জিম্বাবুয়কে গুড়িয়ে পাকিস্তানের সিরিজ জয়
০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২০ পিএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২০ পিএম
টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এমন কিছু কি আগে কখনও ঘটেছে?নাটকীয় বললেও যেন কম বলা হবে।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪.২ ওভার পর্যন্তও জিম্বাবুয়ের স্কোর ছিল বিনা উইকেটে ৩৭। এরপর মাত্র ৮.২ ওভারের (৫০ বল) মধ্যে জিম্বাবুয়ে তুলতে পেরেছে ২০ রান। হারিয়েছে সব কটি উইকেট।অবিশ্বাস্য ব্যাটিং ধসে ২০ জিম্বাবুয়ে গুটিয়ে গেল স্রেফ ৫৭ রানে।
নিজেদের টি–টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জার ম্যাচে তাই বড় হারই সঙ্গী হয়েছে জিম্বাবুয়ের।জিম্বাবুয়েকে ১২.৪ ওভারে অল আউট করে দেওয়া পাকিস্তান লক্ষ্য ছুঁয়ে ফেলে ৮৭ বল হাতে রেখে। এই সংস্করণে রান তাড়ায় প্রথমবার পঞ্চাশের বেশি বল হাতে রেখে জিতল তারা। গত এপ্রিলে রাওয়ালপিন্ডিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪৭ বল বাকি থাকতে জিতেছিল দলটি।
পাকিস্তানের ওপেনার ওমাইর ইউসুফ ২২ রানে ও সাইম আইয়ুব ৩৬ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে আসেন।
ক্যারিয়ারের সপ্তম টি-টোয়েন্টি খেলতে নেমে মুকিম ৩ রানে ৫ উইকেট নেন স্রেফ ১৬ বল করেই। এই সংস্করণে পাকিস্তানের হয়ে সেরা বোলিং এটি। আগের রেকর্ড ছিল উমর গুলের। এই পেসার ৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন দুই দফায়।
কুইন্স স্পোর্টস ক্লাবে টসে জিতে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ের শুরুটাও কিন্তু ভালো ছিল। ৪ ওভারে ৩৭ রান তুলেছিলেন দুই ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি। পঞ্চম ওভারের তৃতীয় বলে মারুমানিকে আব্বাস আফ্রিদি তুলে নেওয়ার পর যেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে স্বাগতিকদের ইনিংস।
৫ থেকে ৯ পর্যন্ত—প্রতি ওভারেই উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। এর মধ্যে ৯ম ওভারে দুই বলে ২ উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন মুকিম। ১১তম ওভারে গিয়ে তিন বলের ব্যবধানে নিয়েছেন ২ উইকেট। ১৬ বলের ব্যবধানে মাত্র ৩ রানে ৫ উইকেট নেন মুকিম। মুকিম ‘শো’র মধ্যে ২টি উইকেট নেন আব্বাস, ১টি করে উইকেট আবরার, হারিস রউফ ও সালমান আগার।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ১২.৪ ওভারে ৫৭ (বেনেট ২১, মারুমানি ১৬, মাদান্দে ৯, মেয়ার্স ৩, রাজা ৩; মুকিম ৫/৩, আব্বাস ২/২, সালমান ১/৭, হারিস ১/১৩)
পাকিস্তান: ৫.৩ ওভারে ৬১ ( ওমাইর ২২*, সাইম ৩৬*; এনগারাভা ০১৫, রাজা ০/১১)
ফল: পাকিস্তান ১০ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: সুফিয়ান মুকিম (পাকিস্তান)।
সিরিজ: তিন ম্যাচ সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ